পায়ে হেঁটে বিশ্বভ্রমণে যাচ্ছেন সাইফুল ইসলাম শান্ত
শেয়ার করুন
ফলো করুন

কুমিল্লার ছেলে শান্ত এর আগে পায়ে হেঁটে ঘুরেছেন দেশের ৬৪ জেলা। সেই সঙ্গে পায়ে হেঁটে ঘুরেছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য। ২০১৬ সালে হাঁটাহাঁটি শুরু করেন শান্ত। ২০১৮ সালে বান্দরবানের আলীকদম হয়ে বাড়ি ফেরেন ১০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে। পায়ে হেঁটে বিশ্বভ্রমণ নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সাইফুল ইসলাম শান্ত।

গতকাল বুধবার বেলা ১১টায় রাজধানীর ইকোনমিক রিপোর্টার্স ফোরামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভ্রমণ সম্পর্কে সবাইকে অবহিত করেন তিনি। পুরো ভ্রমণের সার্বিক তত্ত্বাবধান ও মনিটরিংয়ে থাকবে বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং হাইকার সোসাইটি অব বাংলাদেশ।

দেড় বছরের প্রস্তুতির পর বিশ্বভ্রমণে যাচ্ছেন শান্ত। তাঁর ‘পায়ে পায়ে পৃথিবীর পথে’ ৫০০ কিলোমিটার ভ্রমণের স্পনসর ইউসিআর। এ ছাড়া বিভিন্ন পর্যায়ে মোট ১১টি প্রতিষ্ঠান রয়েছে স্পনসর হিসেবে।

বিজ্ঞাপন

২২ মার্চ জাতীয় সংসদ ভবনের সামনে থেকে বিশ্বভ্রমণের উদ্দেশে হাঁটা শুরু করবেন শান্ত। ঢাকা থেকে হাঁটা শুরু করে যশোর-বেনাপোল সীমান্ত পার হয়ে কলকাতায় পৌঁছানোর পরিকল্পনা, এরপর ভারতের ঝাড়খন্ড, পাটনা, লক্ষ্ণৌ, উত্তর প্রদেশ হয়ে রাজধানী দিল্লি থেকে উজবেকিস্তান যাবেন তিনি।

তারপর পর্যায়ক্রমে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, কাজাখস্তান, মঙ্গোলিয়া, রাশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইনসহ এশিয়ার অন্যান্য দেশ পায়ে হেঁটে ভ্রমণের পরিকল্পনা রয়েছে শান্তর। এশিয়ার পর আফ্রিকা, ইউরোপ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা ও অস্ট্রেলিয়া মহাদেশ ভ্রমণের পর অ্যান্টার্কটিকা মহাদেশে গিয়ে বিশ্বভ্রমণের পরিসমাপ্তি ঘটানোর পরিকল্পনা করছেন তিনি।

প্রায় ২৫ কেজি ওজনের ব্যাগ আর অনেক স্বপ্ন নিয়ে যাত্রা করবেন এই তরুণ। শান্ত বলেন, ‘আমার এই বিশ্বভ্রমণের স্লোগান হচ্ছে “গাছ বাঁচান, বৈশ্বিক উষ্ণায়ন কমিয়ে আনুন”। আমাদের দেশের প্রাকৃতিক বিপর্যয় এবং সমগোত্রীয় দেশগুলোর ঝুঁকি মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে আমি এটিকে আমার বিশ্বভ্রমণের প্রতিপাদ্য বিষয় নির্বাচন করেছি।’ ভ্রমণকালে বিভিন্ন দেশের বিভিন্ন কমিউনিটি ও স্কুল-কলেজে পরিবেশ রক্ষায় গাছ লাগানো এবং গাছ সংরক্ষণের বিষয়ে সচেতনতার বার্তা পৌঁছে দিতে চান শান্ত।

বিজ্ঞাপন
প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ১৪: ০০
বিজ্ঞাপন