একা ভ্রমণের ক্ষেত্রে নিরাপত্তাই সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। অচেনা জায়গায় একা ঘোরাঘুরি করার সময় নিজেকে নিরাপদ রাখা যেমন জরুরি, তেমনি কিছু সাবধানতা অবলম্বন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফর শুরুর আগে কীভাবে নিজেকে নিরাপদ রাখা যায়। এ বিষয়ে ব্যকপ্যাকারস ডট কম-এ ৯টি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়েছে। একা ভ্রমণে বেরোনোর আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো-
একজন বিশ্বস্ত বন্ধু বা পরিবারের সদস্যকে আপনার ট্রিপের পরিকল্পনা, কোথায় থাকবেন, কী করবেন-যতটা সম্ভব বিস্তারিত জানান। প্রতিদিন অন্তত একবার তাদের সঙ্গে যোগাযোগ রাখুন।
গুগল ম্যাপ বা লোকেশন ট্র্যাক করা যায়, এমন অ্যাপ ব্যবহার করে নিজের রিয়েল-টাইম অবস্থান শেয়ার করতে পারেন। এতে আপনার আপনজন চাইলেই আপনার চলাফেরার আপডেট রাখতে পারবেন।
ইন্টারনেট না থাকলে বিপদ হতে পারে। তাই পাসপোর্ট, আইডি, টিকিট ও বুকিংয়ের কাগজপত্রের ফটোকপি সঙ্গে রাখুন।
কোনো ব্যক্তি, জায়গা বা পরিস্থিতি আপনাকে অস্বস্তিতে ফেললে দেরি না করে সেখান থেকে সরে যান। আপনার নিরাপত্তা আপনার হাতেই।
রাতের বেলায় নির্জন গলি বা এলাকা এড়িয়ে চলুন। দামি গেজেট, গয়না বা অনুষঙ্গ প্রকাশ্যে ব্যবহার করবেন না।
ভালো রিভিউ পাওয়া ওয়েবসাইট থেকে হোটেল বা গেস্টহাউস বুক করুন। অচেনা ও সন্দেহজনক জায়গা থেকে দূরে থাকুন।
সম্ভব হলে স্থানীয়দের মতো পোশাক পরিধান করুন। এবং তাদের রীতি-নীতির প্রতি ইতিবাচক থাকুন ও যথাসম্ভব সম্মান দেখান। এতে অপ্রয়োজনীয় দৃষ্টি আকর্ষণ এড়ানো যায়।
অচেনা কারও সঙ্গে একা ভ্রমণের বিষয় বা হোটেল ও গন্তব্যের ঠিকানা শেয়ার করবেন না। নিজের তথ্য নিয়ে সতর্ক থাকুন।
যে জায়গায় থাকবেন, সে স্থান বা হোটেলের নিরাপত্তা যাচাই করে নিন। যেমন যোগ্য দরজার লক, ২৪ ঘণ্টা রিসেপশন, সুরক্ষিত লকার ও সিসিটিভি ক্যামেরা আছে কিনা নিশ্চিত হয়ে নিন।