জাফলং থেকে ঘুরে আসার এখনই সময়
শেয়ার করুন
ফলো করুন

সপ্তাহান্ত এগিয়ে এলে দূষণে ভরা নগরজীবনের অসহনীয় ব্যস্ততা যেন খুব বেশি কুরে কুরে খায়। বিশুদ্ধ অক্সিজেন আর প্রকৃতির মায়া টানে মানুষকে। ঝটপট পরিকল্পনা করে সেই আহ্বানে আপনি চলে যেতে পারেন দূর পাহাড়ের ঝরনা আর সমতল সবুজের চারণভূমি সিলেটের জাফলংয়ে। জায়গাটির মধ্যে এক আশ্চর্য রকমের সারল্যমাখা সৌন্দর্য আছে। তাই বারবার সেখানে ফিরে গেলেও ক্লান্তি আসে না।

ফকিরাপুল বা কল্যাণপুর থেকে অহরহই আপনি পেয়ে যাবেন সিলেটগামী বাস। আর ট্রেনে ভ্রমণ তো অভিযাত্রীদের কাছে সব সময়ই স্মৃতির করিডরে হাঁটাহাঁটির মতো। সত্যজিৎ-ভক্ত হলে ট্রেনের বগিতে বসে হুট করেই সোনার কেল্লার ফেলু মিত্তির আর জটায়ুর কথোপকথনের কথা মনে পড়ে যেতে পারে আপনার।

সিলেটের জাফলং এমনিতেই জনপ্রিয় পর্যটন স্পট; কিন্তু বর্ষার জাফলং যেন বৃষ্টিস্নাত নারীর মতোই দুর্বার আকর্ষণ জাগায়। এ সময় ঝরনা ও জলাশয়ের পানি বেড়ে যায়। প্রকৃতি আবির্ভূত হয় তাঁর সহজাত, বুনো সৌন্দর্য নিয়ে।

বিজ্ঞাপন

জাফলং সিলেটের গোয়াইনঘাটে, মেঘালয় ও বাংলাদেশ সীমান্তে খাসিয়া জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। শহর থেকে এর দূরত্ব ৬২ কিলোমিটার। বর্ষার শুরুতে বা শেষে গেলেই এর আসল সৌন্দর্য দেখতে পাওয়া যায়। সিলেট শহর থেকে জাফলং যেতে দুই ঘণ্টা সময় লাগে। পাবলিক বাস, রিজার্ভ গাড়ি বা লেগুনায় করে যাওয়া যায় জাফলংয়ে।

যাওয়ার পথে আপনি দেখা পাবেন বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তার মধ্যে একটির। অবশ্য এই রাস্তা ধরে জৈন্তাপুর থেকে জাফলং যেতে সব ঝরনা ভারতের দিকে। তাই এপারে দাঁড়িয়ে হতাশ পথিকের মতো শুধু তাকিয়ে থাকতে হয়। তবে আঁকাবাঁকা পাহাড়ের মধ্যে এই পথে যেতে যেতে আপনি দেখা পাবেন সারি সারি চা-বাগান, হজরত (রা.) শাহ পরানের মাজার, সবুজ পাহাড়, লালা খাল, জাফলং-ডাউকি ল্যান্ড বর্ডার আর বিশাল হাওর।

সেখানে পৌঁছে একটু উঁচু টিলায় দাঁড়িয়ে ওপারে পাহাড়ের খাঁজে খাঁজে সাজানো ভারতের ডাউকি শহর দেখতে পাবেন। ডাউকি পাহাড় থেকে ছুটে আসা পাহাড়ের পানি এপারে এসে হয়েছে খরস্রোতা নদ ‘পিয়াইন’ আর ‘ধলাই’। নদের এপাড়ের ঘাটে নৌকা ভাড়া করে চলে যেতে হবে ওপাড়ে, যেখানে আছে সংগ্রামপুঞ্জি ঝরনা। সেখান থেকে দেখা যায় নয়নাভিরাম ডাউকি পাহাড় থেকে অবিরাম প্রবহমান ডাউকি জলপ্রপাত আর ঝুলন্ত ব্রিজ।

বিজ্ঞাপন

বর্ষায় পিয়াইন নদে নৌকাভ্রমণের অভিজ্ঞতা মনে রাখার মতো। পিয়াইনের পাশে স্তূপে স্তূপে পাথর সাজানো। স্বচ্ছ পানি দেখলে একেবারে মন জুড়িয়ে যায়। আবার হুট করে নামা বৃষ্টি অন্য জগতে নিয়ে যায়—হিমশীতল পানি দেয় অন্য রকম আবেশ। এখানে নৌকাভ্রমণ সবচেয়ে আকর্ষণীয় বিষয়।

জাফলংয়ের সৌন্দর্যের একটি বড় অংশ এখানকার পাথর। সহস্র বছর ধরে ক্ষয়ে ক্ষয়ে যাওয়া পাহাড়ের নুড়ি থেকেই এই পাথরের স্তূপের সৃষ্টি, বর্ষার দিনে সবুজ বা নীল পোশাকে এখানটায় দারুণ একটা ফটোশুট হয়ে যেতেই পারে। এখানকার অন্যতম আকর্ষণ হচ্ছে বিশাল সব চা-বাগান। আশপাশেই আছে চুনাপাথরের খনি।

স্থানীয় জাতিগোষ্ঠীর মধ্যে সংস্কৃতির মেলবন্ধনে দারুণ আবহ সৃষ্টি করে। সেই সঙ্গে এখানকার স্থানীয় বাজার ঘুরলেই পাবেন আদিবাসীদের হস্তশিল্প আর গয়না। ফিরতি পথে স্মৃতিস্বরূপ নিয়ে আসতে পারেন এসব। স্বচ্ছ পানি আর সবুজের আবহে জাফলং ভ্রমণ আপনার স্মৃতির পাতায় নিশ্চয়ই দারুণ অভিজ্ঞতা জুড়ে দেবে।

মডেল: ফাহমিদা স্নেহা

প্রকাশ: ১৭ জুলাই ২০২৩, ০৬: ২৩
বিজ্ঞাপন