ঢাকা থেকে মুন্সিগঞ্জের নন্দনকোনা গ্রামের এই নান্দনিক রিসোর্টটিতে যেতে সময় লাগে ঘণ্টাখানেক! চারপাশে নির্জন সবুজ খোলা প্রান্তর। দেখতে পাবেন পাখির ঝাঁক। দূরের ক্ষেতে কর্মব্যস্ত কৃষক ও কিষানি। এরই মাঝখানে অবস্থিত রিসোর্টটি।
খোলা পরিবেশে যে কারওরই ভালো লাগবে। রয়েছে দোলনা আর ছবি তোলার জন্য দারুণ সুন্দর সব জায়গা। প্রাকৃতিক মুগ্ধতার মাঝেই আপনার সামনে হাজির হবে শৈল্পিক আয়োজনে নানান মজার সব খাবার। উঠোনের চারপাশে রয়েছে দেশি ফুল- ফলের গাছ যা আপনাকে ফিরিয়ে নেবে সেই শৈশব-কৈশোরের দিনগুলোতে।
পরিবারের ছোট বড় সবাইকে বা বন্ধুদের নিয়ে কাটাতে পারবেন গ্রামীণ পরিবেশে কিন্তু আধুনিক ব্যবস্থায় দারুণ একটা সময়। সকাল সাতটায় রওনা দিয়ে বিকেল পাঁচটা অব্দই থাকতে পারবেন সেখানে। তবে কমপক্ষে ১৫ জনের দল হতে হবে।
গাজীপুরের মৌচাকে ছিমছাম নান্দনিক বাড়িটির নাম সরসী কাব্য। ঘরোয়া পরিবেশে আরাম করে ছোট গ্রুপের ডে ও নাইট স্টে ট্যুরের জন্য দারুণ জায়গা এটি। ঢাকা থেকে প্রায় এক ঘণ্টার দূরত্ব এখানে। আগে থেকে বুকিং দিয়ে যাওয়া যাবে।
সারা দিন থাকার সঙ্গে রাতে থাকারও সুব্যবস্থা আছে। রাতে থাকলে ৭ জন সর্বোচ্চ থাকা যাবে। এখানে ভিলা ভাড়া ৬০০০ টাকা, দুপুরের খাবার, বিকেলে চা ও রাতের খাবার জন প্রতি ২০০০ টাকা, সারা দিনের জন্য প্যাকেজে ২০০০ টাকা জনপ্রতি।
ঢাকা থেকে দেড়ঘন্টার দূরত্বে সবুজে ঘেরা মনোরম পরিবেশে বড় এলাকা জুড়ে শিল্পের শিকড়ে রিসোর্ট। সুন্দর প্রাকৃতিক পরিবেশে ঘেরা ভিন্নধর্মী এই রিসোর্ট হতে পারে পরিবার বা বন্ধুরা মিলে আড্ডা আর সময় কাটানোর দারুণ জায়গা।
ছুটির দিনটা কাটাতে পারেন শিল্পের শেকড়ে। সারা দিনের প্যাকেজে কমপক্ষে ২০ জন হতে হবে। খরচ জনপ্রতি ১৫০০টাকা। ঠিকানা: দোলন বাজার, বড়গাঁও বাজার রোড, বাগদি, কালীগঞ্জ, গাজীপুর।
ঢাকা থেকে যাত্রা শুরুর দেড় ঘণ্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় সবুজে ঘেরা সাড়ে তিন বিঘা জমিতে তৈরি ডেরা রিসোর্টে। সেখানে শিশুদের খেলার জন্য রয়েছে সবুজ খোলা মাঠ, সুইমিং, বোটিং, সাইক্লিং, ফুটবল ও ক্রিকেট খেলার সুযোগ।
মনোরম পরিবেশের সঙ্গে রয়েছে মানসম্মত খাবার। বুফে পরিবেশনায় পাওয়া যাবে সকাল, দুপুর ও বিকেলের খাবার। জনপ্রতি খরচ পড়বে ১৫০০ টাকা।
ছবি: ঝটিকা সফর