তিন দিনের ছুটি, যেভাবে উপভোগ করতে পারেন
শেয়ার করুন
ফলো করুন

ছুটি আনন্দের। কিন্তু ছুটিতে কোথায় যাবেন, কীভাবে যাবেন, থাকার ব্যবস্থাই–বা কী হবে—এ নিয়ে অনেকের ভাবনার শেষ নেই। এ জন্য এখন আছে ভ্রমণসহায়ক অনেক প্রতিষ্ঠান, যারা আকর্ষণীয় ছাড় ও সুলভ প্যাকেজে ভ্রমণের ব্যবস্থা করে।

গোজায়ান এ ছুটিতে ডোমেস্টিক ফ্লাইট বুকিংয়ে দিচ্ছে বিশেষ ছাড়। কক্সবাজার, সিলেট বা রাজশাহী যেতে চাইলে ইবিএল ভিসা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ডোমেস্টিক ফ্লাইট বুকিং করলেই পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। সঙ্গে থাকবে তিন গুণ ইবিএল স্কাইকয়েন পাওয়ার সুযোগ। অফারটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত। এ ছাড়া সুন্দরবনের বনজ সৌন্দর্য ও অদ্ভুত প্রাণিবৈচিত্র্য দেখতে মনোরম পরিবেশে কাটাতে সুন্দর সব ক্রুজে চলছে গোজায়ানের প্যাকেজ।

ওয়ান্ডার ওমেন আয়োজন করেছে টাঙ্গুয়ার হাওরে পূর্ণিমা বিশেষ ট্রিপ। আসছে পূর্ণিমায় টাঙ্গুয়ার হাওরের অসাধারণ সৌন্দর্যের অভিজ্ঞতা উপভোগ করতে চলে যেতে পারেন তাদের সঙ্গে।

বিজ্ঞাপন

সিলেটের মৌলভি বাজারে নোভেম ইকো রিসোর্ট চলছে দুজন ও চারজনের জন্য বিশেষ প্যাকেজ। সঙ্গে তিন বেলার খাবার।

গাজীপুরের কালো মেঘ কান্ট্রি ক্লাব অ্যান্ড রিসোর্টে সেপ্টেম্বরজুড়ে চলছে ৩০ শতাংশ ডিসকাউন্ট অফার। ভিলা বুকিংয়ে বিকাশ পেমেন্টে থাকছে আরও ৩০ শতাংশ ছাড়।
খুলনা থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরত্বে পশুর নদের তীর ঘেঁষে গড়ে উঠেছে সি পার্ল সুন্দরবন ইকো রিসোর্ট। এখানেও চলছে বিশেষ ছাড়।

সুন্দরবনকে খুব কাছ থেকে উপভোগ করতে এবং কমিউনিটি ট্যুরিজমের দারুণ এক অভিজ্ঞতা উপভোগ করতে ইরাবতীতে চলছে স্পেশাল অফার।

Anwar Shamim

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে পর্যটন শহর কক্সবাজারের সমুদ্রসৈকতে বসেছে ৭ দিনের পর্যটন মেলা ও বিচ কার্নিভ্যাল। এ সময় কক্সবাজার ভ্রমণে আসা পর্যটকদের জন্য বিশেষ ছাড় ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। আজ মঙ্গলবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামী ৩ অক্টোবর পর্যন্ত। উৎসব চলাকালে আবাসিক হোটেলগুলোতে ২৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে হোটেল-মোটেল মালিক সমিতি। পাশাপাশি রেস্তোরাঁগুলোতে দেওয়া হয়েছে ২৫ শতাংশ পর্যন্ত ছাড়। দেশের একমাত্র ফিশ অ্যাকুয়ারিয়াম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডও ৫০ শতাংশ ছাড় দিয়েছে।

দিবসটিকে ঘিরে পটুয়াখালীর কুয়াকাটার হোটেল-মোটেলগুলোতে ৫০ শতাংশ ছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৩, ১১: ০৩
বিজ্ঞাপন