ঢাকার পূর্বাচলে অবস্থিত এই রিসোর্টটিতে যেতে সময় লাগে মাত্র ৪৫ মিনিট। পরিবার বা দল বেঁধে চলে যেতে পারেন এই চমৎকার রিসোর্টে। বিভিন্ন মৌসুমে থাকে প্যাকেজ অফার। শুক্র, শনি ও ছুটির দিনে জনপ্রতি ২ হাজার ৪০০ টাকা ও ছুটির দিনে ২ হাজার ২০০ টাকা। ১০ থেকে ২০ জনের গ্রুপের জন্য আছে এসি রুম থেকে ভিলার ব্যবস্থা। বুফে খাবার, সুইমিংপুল, ম্যাজিক্যাল ওভার ওয়াটার হ্যামক, আইকনিক ব্যাড সুইংস, বাম্বু হাট, বাচ্চাদের আলাদা খেলার জায়গা, রেইন লাউঞ্জ, বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্নদের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা।
সারা দিনের প্যাকেজে সকাল, দুপুর ও বিকেলের খাবারসহ আছে বোটিং, মাছ ধরাসহ লুডু ও দাবা খেলার ব্যবস্থা। যৌথ পরিবারের সবাই মিলে অনেক দিন ধরে যাঁরা কোথাও একসঙ্গে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য ‘কাকন কান্ট্রি ইয়ার্ড’ হতে পারে দারুণ গন্তব্য। বিস্তারিত পাবেন তাদের ফেসবুক পেজে: https://www.facebook.com/kakoncourtyard
গাজীপুরের শ্রীপুরে অবস্থিত এই রিসোর্ট উত্তরা থেকে দূরত্ব ৫৫ কিলোমিটার। সময় লাগবে দেড় থেকে দুই ঘণ্টা। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা হাইওয়ে পার হয়ে হাতের বাঁয়ে বরমী সড়ক ধরে সাতখামাইর বাজার পার হয়ে রেললাইনের ডান দিকে গিয়ে বাঁয়ের সরু পথের পর পাবেন শালবন। সেটা পার হয়ে হাতের বাঁয়ে গেলেই পেয়ে যাবেন রিসোর্ট। প্রবেশপথের পাশেই পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে।
অ্যাডভেঞ্চার–প্রিয়দের জন্য এখানে আছে বেজ ক্যাম্পে দারুণ সব আয়োজন। বাস্কেটবল, কনটেইনার ট্রি-হাউস ও বিশাল খোলা অডিটরিয়াম, যেখানে কনসার্ট আয়োজন করা যাবে অনায়াসে। রিসোর্টের পাঁচটি ভিলার প্রতিটিতে আছে দুটি করে মোট ১০টি রুম। সুইমিংপুলে বড় ও ছোটদের জন্য ব্যবস্থা। এখানে রুম ছাড়া জনপ্রতি ২ হাজার ৫০০ টাকা ও রুমসহ ৩ হাজার টাকা দিতে হবে। এ ছাড়া ১০ থেকে ৫০ জনের গ্রুপ হলে খরচ কমে জনপ্রতি দুই হাজার টাকা হবে। বুফে, বারবিকিউসহ সব আয়োজন আছে এখানে। https://www.facebook.com/rainforest.ecoresort
ঢাকার ধানমন্ডি থেকে মাত্র আধা ঘণ্টায় গাড়িতে ড্রাইভ করে যেতে পারবেন সাভারের আমিনবাজারে অবস্থিত এই রিসোর্টে। গাবতলী থেকে যেতে মাত্র ১০ মিনিট লাগে। মিরপুরের শেওড়াপাড়া থেকে যেতে ৩৫ মিনিট লাগে। এটি মধুমতী মডেল টাউনের ভেতরে অবস্থিত। এখানকার কটেজগুলো বাঁশ ও ইট দিয়ে তৈরি।
এখানে মোট ১০টি কটেজ রয়েছে। প্রতি রাতে দুজনের খরচ পড়বে ৯ হাজার টাকা। বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা রয়েছে। প্যাকেজের সঙ্গে সকাল, দুপুর ও রাতের খাবারের আয়োজন। নিরিবিলি সময় কাটাতে চলে যেতে পারেন এখানে। https://www.facebook.com/chayabithi.dhaka
সাভারের আশুলিয়ার জিরাবো দেওয়ান ইদ্রিস সড়কে এর অবস্থান। যেকোনো ধরনের করপোরেট প্রোগ্রাম, পিকনিক, রিইউনিয়ন অথবা ছুটি কাটানোর জন্য রিসোর্ট বুকিং দেওয়া হয়। দল বেঁধে গেলে সারা দিনের জন্য জনপ্রতি খরচ পড়বে ৯৯৯ টাকা।
সকাল, দুপুর ও বিকেলের খাবারসহ থাকবে খেলাধুলা, সুইমিংপুল ও নানা আয়োজন। কাপলদের জন্য রয়েছে পাঁচ হাজার টাকার প্যাকেজ। https://www.facebook.com/mamatapalliresort