ছুটিতে ভ্রমণে গেলে আপনার মাঝে যে ৫টি ইতিবাচক পরিবর্তন আসবে
শেয়ার করুন
ফলো করুন

তবে শুধু শহরের চারদেয়াল আর ট্রাফিক জ্যাম থেকেই মুক্তি দেয় না এই ভ্রমণ। ভ্রমণের রয়েছে আরও অনেক গুরুত্বপূর্ণ দিক। ভ্রমণপিপাসুরা তো বটেই, যাঁরা ভ্রমণপিপাসু নন, তারাও জেনে নিতে পারেন এ বিষয়ে।

১. কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে সাহায্য করে

প্রতিদিনের রুটিনমাফিক জীবন কাটাতে কাটাতে সবাই কিছুটা অলস হয়ে যায় বললে ভুল হবে না। সারা দিনের ক্লান্তি শেষে নতুন কোনো কাজ করতে কারই বা ভালো লাগে। তাই দিন শেষে গা–জুড়ে নেমে আসে আলস্য। এই আলস্য কাটাতে ভ্রমণের জুড়ি নেই। আর সত্যি বলতে কিছুটা অ্যাডভেঞ্চ বা নতুন জায়গা সবার জীবনে কিছুটা পরিবর্তন নিয়ে আসে। দিনের পর দিন একই জায়গায় স্থির থাকলে জীবনে স্থবিরতা চলে আসে। অনেকে বলেন এতে জ্ঞান আর সফলতা—দুটোই দরজা থেকে বিদায় নেয়। তাই রুটিন জীবনের আরাম আর আলস্য থেকে বেরিয়ে কয়েক দিনের জন্য বেড়িয়ে আসা উচিত।

বিজ্ঞাপন

২. একঘেয়ে জীবন থেকে মুক্তি দেয়

এ ক্ষেত্রে ছোটদের একটা উদাহরণ টানা যায়। তা হলো বার্ষিক পরীক্ষার পর সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে দাদাবাড়ি কিংবা নানাবাড়ি যাওয়ার। আর ছুটি শেষে যখন সবাই ক্লাসে ফেরে, তখন সবার মধ্যে এক নতুন উদ্যম কাজ করে। সকালে উঠে অফিস বা স্কুল, বাড়ি ফিরে আবার ঘরের কাজ বা হোমওয়ার্ক, এই একঘেয়ে জীবন থেকে মুক্তি পেতে ভ্রমণের জুড়ি নেই। সকালে একদিন না হয় দেরিতে ঘুম থেকে উঠলেন, অফিসের বা স্কুলের ব্যাগ তুলে না নিয়ে পরিবারের সবার সঙ্গে একটা ভিন্ন পরিবেশে সময় কাটানো যায় ভ্রমণের সময়; কিংবা বেরিয়ে পড়তে পারেন কোনো নতুন জায়গার খোঁজে। মন তো ভালো হবেই, পাশাপাশি আবার একঘেয়ে জীবনে লড়াই করার শক্তি ফিরে আসে কিছুটা।

৩. নতুন বন্ধুদের সঙ্গে পরিচয়

নিজের জীবন থেকে বেরিয়ে অন্যের জীবনের গল্প শুনলে তার জীবন নিয়ে আপনাকে অন্যভাবে ভাবতে শেখাবে। আর নতুন মানুষের জীবনের গল্প শোনার জন্য ও নতুন বন্ধু বানানোর সবচেয়ে ভালো উপায় হলো ভ্রমণ। ভ্রমণ বলতে শুধু কোনো সুন্দর জায়গা কিংবা দেশের বাইরের ভ্রমণকেই বোঝায় না। দাদাবাড়ি, নানাবাড়ি অথবা কোনো আত্মীয়ের গ্রামের কোনো একজন মানুষের সঙ্গে কথা বলেই দেখুন না। একজন নতুন বন্ধু না পেলেও নতুন কিছু গল্প আপনার ঝুলিতে ঠিক এসে জুটে যাবে।

বিজ্ঞাপন

৪. নতুন নতুন খাবারের স্বাদ

নতুন নতুন খাবারের স্বাদ নিতে কার না ভালো লাগে। অনেকে তো ঘর থেকে বের হন নতুন নতুন খাবার চেখে দেখতে। খুলনার চুইঝাল, টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচম, কুমিল্লার মাতৃভান্ডারের রসমালাই ইত্যাদি কতশত খাবার রয়েছে শুধু আমাদের দেশে। তাই ঘর থেকে বেরিয়ে দেখুন। ভিন্ন ভিন্ন স্বাদের নতুন নতুন খাবারের ভান্ডার অপেক্ষা করছে আপনার জন্য। আর আপনি যদি ভোজনরসিক হয়ে থাকেন, তবে তো কোনো কথাই নেই।

৫. সম্পর্কে নতুনত্ব নিয়ে আসে ভ্রমণ

প্রতিদিনের ব্যস্ত জীবনের ফাঁকে কাছের মানুষদের সময় দিয়ে উঠতে পারেন না অনেকে। স্বামী–স্ত্রী, সন্তান, বাবা-মা, বন্ধু—সবার সঙ্গে যেন দূরত্ব ক্রমশ বাড়ছেই। তাই ছুটিতে সময় পেলে কাছের মানুষদের নিয়ে ঘুরতে যেতে পারেন দূরে কোথাও। এতে কোয়ালিটি টাইম তো পাবেনই, সঙ্গে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্ককে আরও মজবুত করবে।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৩, ০১: ০০
বিজ্ঞাপন