ঈদের ছুটিতে কক্সবাজার: দেখে নিন ৫টি নয়নাভিরাম ও সাশ্রয়ী রিসোর্ট
শেয়ার করুন
ফলো করুন

এবারের ঈদের ছুটি নিয়ে সবার মধ্যে তুমুল আগ্রহ এবার মিলেছে লম্বা ছুটি। কক্সবাজারে বেড়াতে গিয়ে কোথায় যাওয়া যায় পরিবার বা প্রিয়জনদের নিয়ে? জেনে নিন সবুজে ঘেরা সেখানকার দারুণ সব রিসোর্টের খবর। সমুদ্রবিলাসীদের গন্তব্য কক্সবাজার বছরের যেকোন মৌসুমে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ভ্রমণগন্তব্য কক্সবাজার। সেখানে আছে অনেক হোটেল, মোটেল ও রিসোর্ট। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের  আছে অন্যরকম আবেদন। যাঁরা কলাতলী বা লাবণী পয়েন্টের মত কোলাহলমুখর বিচ পছন্দ করেননা, তাঁদের জন্য মেরিন ড্রাইভে গড়ে উঠেছে বেশ কিছু নয়নাভিরাম আর নিরিবিলি রিসোর্ট। এমনই ৫টি সাশ্রয়ী  রিসোর্টের তথ্য রইলো হাল ফ্যাশনের পাঠকদের জন্য।

ক্যাম্প ইন কক্স

কক্সবাজার ডলফিন মোড় থেকে ১৫ কিলোমিটার দক্ষিণে মেরিন ড্রাইভ রোডের রেজু খালের কাছে অবস্থিত এই রিসোর্ট । এটি মূলত সাগরপাড়ের একটি ক্যাম্পিং সাইট। এখানে আছে তাবু বাস, গ্ল্যাম্পিং ,পড হাউজে থাকার সুযোগ। পড হাউজের  ভাড়া ১৫০০টাকা। যাঁরা তাবু নিয়ে আসবেন, তাঁদের এখানে তাবু স্থাপন করে থাকার জন্য খরচ পড়বে দিনপ্রতি ৪০০টাকা।

এটি মূলত সাগরপাড়ের একটি ক্যাম্পিং সাইট
এটি মূলত সাগরপাড়ের একটি ক্যাম্পিং সাইট
এখানে আছে তাবু বাস, গ্ল্যাম্পিং ,পড হাউজে থাকার সুযোগ
এখানে আছে তাবু বাস, গ্ল্যাম্পিং ,পড হাউজে থাকার সুযোগ

আর এখান থেকে তাবু নিলে দিতে হবে ৬০০টাকা। সকালের খাবার ২০০টাকা আর রাত ও দুপুরের খাবারের দাম ৩০০টাকা। ডলফিন মোড় থেকে অটো ভাড়া ৩০০টাকা নেবে এখানে যেতে।ক্যাম্প ইন কক্সে ফুটবল, ভলিবল , ব্যাডমিন্টন ,ক্যাম্পফায়ার, অ্যাডভেঞ্চার গেমস, কায়াকিংসহ নানা আউটডোর অ্যাক্টিভিটির ব্যবস্থা আছে।

বিজ্ঞাপন

ডেরা রিসোর্ট এন্ড স্পা

এটি ইনানী সৈকতের কাছে মেরিন ড্রাইভ রোডের পাশেই অবস্থিত।  ডলফিন মোড় থেকে ২৪ কিলোমিটার দক্ষিনে এর অবস্থান । কম খবচে বিলাসবহুল রিসোর্ট এটি। এখানে ১০টি লাক্সারিয়াস, একটি প্রেসিডেন্সিয়াল ভিলা, একটি ফ্যামিলি ভিলা, সি অ্যান্ড হিলভিউ টাওয়ার আছে।

ইনানী সৈকতের কাছে মেরিন ড্রাইভ রোডের পাশেই অবস্থিত এই রিসোর্ট
ইনানী সৈকতের কাছে মেরিন ড্রাইভ রোডের পাশেই অবস্থিত এই রিসোর্ট
বিশাল এই রিসোর্টটি দেখতে খুবই সুন্দর
বিশাল এই রিসোর্টটি দেখতে খুবই সুন্দর

ফ্যামিলি ও লাক্সারিয়াস  ভিলার মূল্য দিনপ্রতি সকালের নাস্তা সহ ৮৫০০টাকা।ইনফিনিটি সি ভিউ  সুইমিরপুল আছে সবার জন্য। টাওয়ার ভিলা রুম পাওয়া যাবে ৫০০০  থেকে ৬০০০ টাকায়।রিসোর্টের নিজস্ব ব্যবস্থাপনায় কায়াকিং করতে পারবেন ২০০-৪০০ টাকা দিলেই। মাত্র পাঁচ মিনিটের দূরত্বে আছে বিচ। এই রিসোর্টের খাবারও বেশ সুস্বাদু। বিশাল এই রিসোর্টটি দেখতে খুবই সুন্দর।

বিজ্ঞাপন

পেবল স্টোন রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট

কক্সবাজার মেরিন ড্রাইভে ইনানী বিচের ওপর সমুদ্রের সবচেয়ে কাছের রিসোর্ট এটি। বেশ পরিচ্ছন্ন আর ছিমছাম এই রিসোর্টটি। মেরিন ড্রাইভ রোডে তুলনামূলক সাশ্রয়ী রিসোর্ট এটি । এখানে আছে দুটি ডুপ্লেক্স ভিলা। প্রতিটিতে ১৬টি করে রুম।

বেশ পরিচ্ছন্ন আর ছিমছাম এই রিসোর্টটি
বেশ পরিচ্ছন্ন আর ছিমছাম এই রিসোর্টটি
 এই রিসোর্টের যেকোনো জায়গা থেকে সমুদ্র দেখা যায়
এই রিসোর্টের যেকোনো জায়গা থেকে সমুদ্র দেখা যায়

৩০০০-৪০০০ টাকায় এখানে রুম পাবেন আপনি। আছে নিজস্ব রেস্টুরেন্ট। খাবারের মান বেশ ভালো। সমুদ্রের একদম কাছে হওয়ায় এই রিসোর্টের যেকোনো জায়গা থেকে সমুদ্র দেখা যায় এবং সবসময় সমুদ্রের ঢেউয়ের গর্জন শোনা যায়। সমুদ্র বিলাসীদের জন্য খুব চমৎকার এক রিসোর্ট পেবল স্টোন।

লা বেলা ইকো রিসোর্ট

কক্সবাজার ইনানী বিচের কাছে মেরিন ড্রাইভের উলটোদিকে এই রিসোর্টের অবস্থান। এখান থেকে অবশ্য সরাসরি সমুদ্র দেখা যায়না। চারপাশে গাছ দিয়ে ঢাকা এই রিসোর্টে খুব শান্ত ও সুন্দর পরিবেশ মিলবে।

চারপাশে গাছ দিয়ে ঢাকা এই রিসোর্ট
চারপাশে গাছ দিয়ে ঢাকা এই রিসোর্ট
এখানে তিন ধরনের রুম আছে
এখানে তিন ধরনের রুম আছে

এখানে তিন ধরনের রুম আছে। কাপল ও ডাবল বেড রুম ২৫০০টাকা, ট্রিপল বেড ৩০০০ টাকা,চার বেডের রুম ৩৫০০টাকা । সঙ্গে থাকছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। রিসোর্টের নিজস্ব রেস্তোরাঁয় আছে দুপুর ও রাতের খাবারের ব্যবস্থা।

সাগর নিবাস কক্সবাজার

হিমছড়ি বিচের কাছে আর্মি ওয়েল ফেয়ার ট্রাস্টের মালিকানাধীন এই রিসোর্টটি বেশ সুন্দর। এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে দারুণ সুইমিং পুল এবং সামনেই সমুদ্র দেখার জন্য উন্মুক্ত ছাউনি। এখানে তিন ধরনের কটেজ আছে। এলিগেন্ট সুইট কটেজ, এক্সিকিউটিভ ফ্যামিলি সুইটস ও এক্সিকিউটিভ ডিলাক্স রুম। ভাড়া ৬০০০-১২০০ টাকার মধ্যে।

এই রিসোর্টটি বেশ সুন্দর
এই রিসোর্টটি বেশ সুন্দর
রিসোর্টে পাপা রোমা নামে বিচ ক্যাফে আছে
রিসোর্টে পাপা রোমা নামে বিচ ক্যাফে আছে

রিসোর্টে পাপা রোমা নামে বিচ ক্যাফে আছে। খাবারের মান বেশ ভালো। সব বেলার খাবারই পাবেন আপনি। খাবারের দাম বেশ সাশ্রয়ী। কক্সবাজার ডলফিন মোড় থেকে দশ কিলোমিটার দূরত্বে হিমছড়ি সমুদ্রসৈকত ও পাহাড়ের মাঝে চমৎকার এক রিসোর্ট এটি।

প্রকাশ: ০১ এপ্রিল ২০২৫, ০৫: ৩১
বিজ্ঞাপন