মাঝেমধ্যে মাথায় ভীষণ রাগ চাপলে মনে হয়, হাতের কাছে থাকা মুঠোফোন, টেলিভিশন, প্লেট বা গ্লাস যদি ভাঙতে পারতাম! এরকম মুহূর্ত মনে হয় সবার জীবনেই আসে। কিন্তু বাস্তবতা সামনে রেখে তা আসলে করা যায় না। এমন কান্ড ঘটিয়ে ফেললেও অপরাধবোধ আর জবাবদিহিতার বিষয় চলে আসে। সেজন্য মনের ভেতর পুষে রাখা রাগ, ক্ষোভ আর হতাশা দূর করতে বাংলাদেশে প্রথমবারের মতো ধানমন্ডি সাতমসজিদ রোডে চালু হয়েছে এক অভিনব বিনোদনকেন্দ্র 'দ্য রেইজ হাউজ'।
বাইরের দেশে বেশ পরিচিত হলেও, আমাদের দেশে একদমই নতুন এই ধরনের রিক্রিয়েশন সেন্টার।
মনের ভেতর জমাট বাঁধা অব্যক্ত রাগ, ক্ষোভ, চাপ, হতাশা উগরে দিতে আপনি এখানে এসে নির্বিচারে জিনিসপত্র ভাঙচুর করতে পারেন কোনোরকম অপরাধবোধ বা জাজমেন্ট ছাড়াই। চাইলে এখানকার সাউন্ডপ্রুফ রেইজ রুমে মন খুলে চিৎকার করেও নিজেকে হালকা করতে পারেন।
দ্য রেইজ হাউজে ভাঙার জন্য পাওয়া যাবে পুরনো টেলিভিশন, মনিটর, কী-বোর্ড, কাঁচের বোতল আর মাটির তৈরি জিনিসপত্র। ৫০০ টাকা থেকে শুরু করে ১৫০০ টাকা পর্যন্ত বেশ কিছু প্যাকেজ আছে এখানে।
রেইজ রুমগুলোর ডেকোরেশন, দেয়ালে স্প্রে কালার দিয়ে আঁকা নানারকম গ্রাফিতি আর্ট আর আলো-আঁধারির ব্যবহার লক্ষ্যনীয়।সব মিলিয়ে এখানে মিস্টিরিয়াস একটা আবহ তৈরি করা হয়েছে।
অনেকের কাছে এই কনসেপ্ট হাস্যকর বা অর্থহীন মনে হতে পারে। তাতে দোষেরও কিছু নেই। সবকিছু সবার ভালো লাগতেই হবে, এমনও কোন কথা নেই।
তবে একটা জিনিস তো সত্য। রাস্তাঘাটে দেশের এবং জনগণের সম্পদ ভাঙচুর করার চেয়ে, নিজের পকেটের পয়সায় এখানে এসে নিজের মনের ভার আর রাগের বোঝা কমানোটা নিশ্চয়ই ভালো অপশন। সঙ্গে যদি কিছুটা মানসিক চাপ থেকেও মুক্তি পাওয়া যায় আর এই অদ্ভুত অনন্দে মেতে ভালো সময় কাটে তবে ক্ষতি কি!
ছবি: লেখক