ফাঁকা ঢাকায় ঘোরাঘুরি: যেসব রাস্তায় করতে পারেন রিকশাভ্রমণ
শেয়ার করুন
ফলো করুন

রিকশায় ঘোরাঘুরির মধ্যে খুব রোমান্টিক এক ব্যাপার আছে। একা একা রিকশায় ঘোরা অন্য রকম ভালো লাগা দেয়। তেমনই বন্ধুরা মিলে হইচই করে বা প্রিয়জনের হাতটি ধরে শিরশিরে ভালো লাগা হৃদয়ে মেখে নিতে নিতে রিকশা চড়ার অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না।

ফাঁকা ঢাকায় রিকশা সবচেয়ে আরামের বাহনে পরিণত হয়

তবে এই জ্যামের শহরে রিকশায় করে সারা বছর সেভাবে ঘোরাঘুরি করার মজা পাওয়া যায় না। ঈদের ছুটি মানেই ফাঁকা ঢাকা, আর তখন রিকশা মনে হয় ভ্রমণপ্রেমীদের কাছে সবচেয়ে আরামের বাহনে পরিণত হয়।

বিজ্ঞাপন

এই ছুটির আমেজটা সপ্তাহজুড়েই থাকবে। প্রিয় বাহন রিকশায় ফাঁকা রাস্তায় ঘুরতে ঢাকার কোন কোন রাস্তা আর অলিগলিতে ঘুরতে পারেন, সেটা নিয়ে রইল খোঁজখবর।

ঢাকা বিশ্ববিদ্যালয়

সবুজে ঘেরা ভিন্টেজ ও আধুনিক স্থাপত্যের মিশেলে ঢাকাবাসীর প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। প্রশস্ত আর সবুজে ঘেরা সড়ক, নানা রঙের দেয়াললিখন, ক্যারিকেচার, সবুজ উদ্যান, ফুলের সমারোহ, অশ্বত্থ কিংবা বকুলতলা, পুকুরঘাট, স্মৃতিবিজড়িত ও ঐতিহাসিক সব স্থাপনা, খোলা প্রাঙ্গণ, প্রাণের আড্ডার উচ্ছলতা—সবকিছু রয়েছে এখানে।

রিকশা ভাড়া নিয়ে ঘুরে বেড়াতে পারেন ঢকা বিশ্ববিদ্যালয়ে এই ছুটিতে
রিকশা ভাড়া নিয়ে ঘুরে বেড়াতে পারেন ঢকা বিশ্ববিদ্যালয়ে এই ছুটিতে
উইকিমিডিয়া কমন্স
দেয়াল লিখন চোখে পড়বে
দেয়াল লিখন চোখে পড়বে
উইকিমিডিয়া কমন্স

শাহবাগ, হাইকোর্ট মোড় বা নিউমার্কেট—যেকোনো প্রবেশমুখ দিয়ে ঢুকে ঘণ্টা হিসেবে রিকশা ভাড়া নিয়ে ঘুরে বেড়াতে পারেন এখানে এই ছুটিতে। সেই সঙ্গে রাস্তার ধারের মুখরোচক খাবারও চেখে দেখা যেতে পারে রিকশা থামিয়ে।


উত্তরা জসীমউদ্‌দীন থেকে দিয়াবাড়ি

উত্তরা জসীমউদ্‌দীন এলাকা থেকে দিয়াবাড়ি পর্যন্ত ভেতরের রাস্তাগুলো বেশ প্রশস্ত ও সুন্দর। সেই সঙ্গে  প্রচুর গাছও রয়েছে এখানে।

নয়নাভিরাম দিয়াবাড়ি
নয়নাভিরাম দিয়াবাড়ি
উইকিমিডিয়া কমন্স
উত্তরার ফাঁকা রাস্তা
উত্তরার ফাঁকা রাস্তা
উইকিমিডিয়া কমন্স

মেট্রোরেলের কারণে ঢাকার যেকোনো প্রান্ত থেকে চলে যাওয়া যায় উত্তরা। সেখান থেকে রিকশায় ঘুরে বেড়াতে পারেন পুরো এলাকায়। পথের ধারের মুখরোচক খাবারও খেয়ে দেখতে পারে।

বিজ্ঞাপন

আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের পেছনের রাস্তা

আগারগাঁও নির্বাচন কমিশন অফিসের পেছনে বেশ কিছু সরকারি ভবন রয়েছে। রাস্তাগুলো বেশ প্রশস্ত এখানে। সরকারি ভবনগুলোর স্থাপত্য বেশ নান্দনিক।

আগারগাঁওয়ের রাস্তা
আগারগাঁওয়ের রাস্তা
উইকিমিডিয়া কমন্স

গাছপালা তো আছেই। এ ছাড়া ৬০ ফুটের রাস্তায় মুখরোচক স্ট্রিট ফুড রয়েছে। সেগুলোও চেখে দেখতে পারেন।

পুরান ঢাকা

অন্য সময় ভিড় থাকলেও ঈদের ছুটিতে রিকশাভ্রমণের জন্য দারুণ জায়গা এটি। রিকশায় বসে দখিনা হাওয়ায় ফুরফুরে অনুভূতি নিতে পারেন এখানে এখন।

বিউটি বোর্ডিংয়ের রাস্তা
বিউটি বোর্ডিংয়ের রাস্তা
উইকিপিডিয়া

কোনো ফুটপাতের পাশের দোকান থেকে চা আর বাকরখানি কিনে তাতে কামড় বসিয়ে উপভোগ করতে পারেন সুন্দর সময়। আবার পুরনো বাড়ি আর বিখ্যাত সব স্থাপনা তো আছেই।

ধানমন্ডি

ধানমন্ডি লেকের পাশের বাড়িগুলো ও পেছনের সব রাস্তা বেশ ছায়া সুনিবিড়।far

ধানমন্ডি লেকের পাশের বাড়িগুলো ও পেছনের সব রাস্তা বেশ ছায়া সুনিবিড়
ধানমন্ডি লেকের পাশের বাড়িগুলো ও পেছনের সব রাস্তা বেশ ছায়া সুনিবিড়
উইকিপিডিয়া

ছুটির সময়টায় এর আসল সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন রিকশা ভ্রমণ করে। ফাঁকা রাস্তায় সবুজের মধ্যে রিকশাভ্রমণ মন্দ লাগার কথা নয়।

হিরো ইমেজ: ইসহাক সিয়াম

মডেল: ফারজানা মনি

প্রকাশ: ২০ জুন ২০২৪, ০৫: ০০
বিজ্ঞাপন