কনকনে শীতের ভ্রমণে যেতে পারেন এই চমৎকার ৫ স্থানে
শেয়ার করুন
ফলো করুন

পড়েছে তীব্র শীত। গত এক যুগে এমন শীত পড়েনি বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। জনজীবন খানিকটা স্তিমিত হয়ে পড়লেও থেমে নেই সবকিছু। তাই ভ্রমণপ্রেমীরা এর মধ্যেই খুঁজে নিচ্ছেন সময়োপযোগী গন্তব্য। কারণ, শীতকে বলা হয়ে থাকে ভ্রমণের মৌসুম। তাই হাল ফ্যাশনের পাঠকদের জন্য রইল এই কনকনে শীতে দারুণ কিছু ভ্রমণের স্থানের সন্ধান।

মাটিটা

চট্টগ্রামের ভাটিয়ারীর মাটিটা এই সময়ের অন্যতম জনপ্রিয় রিসোর্ট, যা পাহাড়ের মধ্যে অবস্থিত। এটি একটি অ্যাডভেঞ্চারধর্মী ইকো রিসোর্ট আর ওয়েলনেস প্রজেক্ট। অ্যাডভেঞ্চার মিটস ইকো রেসপনসিবিলিটি এই থিমে তারা কাজ করছে। প্রতিটি রুম পরিবেশবান্ধব। অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য ইনস্ট্রাক্টর আছে। জিম লাইন, দড়ি টানাটানি, ক্যাম্পিং, বোটিং, কায়াকিংসহ মজার সব অ্যাক্টিভিটি আছে এখানে। এখানকার সবকিছু এত সুন্দর যে ছবি তুলে শেষ করা কঠিন। সামনেই রয়েছে নান্দনিক সুইমিংপুল। আপনি চাইলে পাহাড়ে ট্রেকিং করতে পারবেন। রাতে খোলা মাঠে প্রজেক্টরের মাধ্যমে মুভি দেখানো হয়। সঙ্গে রাতের খাবারে থাকে লাইভ বারবিকিউ, পরোটা, সবজি, চাওমিন। এখানে দুই ধরনের ডে প্যাকেজ আছে। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জনপ্রতি ২০০০ টাকা আর রাত ৮টা পর্যন্ত ৩৫০০ টাকা। এখানে থাকবে ওয়েলকাম ড্রিংকস, সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাশতা আর ৩৫০০ টাকার প্যাকেজে থাকবে রাতের খাবার। এখানকার খাবারের দারুণ প্রশংসা শোনা যাচ্ছে অতিথিদের মুখে। ডে প্যাকেজে আপনি পেয়ে যাবেন একটি চেঞ্জিং রুমও। ন্যূনতম ১০ জন মিলে আসতে হবে এখানে। রাতে থাকতে চাইলেও রয়েছে বিভিন্ন রকমের প্যাকেজ।

বিজ্ঞাপন

টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্ট

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় ২০০৮ সালে এটি গড়ে ওঠে। সবুজ বনের মধ্যে গ্রামীণ পরিবেশ ছেলেবেলার স্মৃতি মনে করিয়ে দেবে আপনাকে। এখানে ভিআইপি এসি স্যুট, ডিলাক্স স্যুট, এসি রুম, নন এসি রুম, রেস্টুরেন্ট, পিকনিক স্পট, জাদুঘর, জিম, সওনা সেন্টার, সুইমিংপুল, বেকারি, বার আর ডিস্কোসহ সব আধুনিক সুযোগ–সুবিধা রয়েছে। এ ছাড়া টেনিস, ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস আর ব্যাডমিন্টন খেলার সুব্যবস্থা রয়েছে। রয়েছে বাচ্চাদের জন্য কিডস জোন, হর্স রাইডিং, বোটিংয়ের ব্যবস্থা। ৫০ থেকে ১৫০ জনের বড় গ্রুপ আসতে পারে এখানে। রাতে থাকার জন্য রয়েছে বিভিন্ন প্যাকেজ। খরচ পড়বে ৩ থেকে ১২ হাজার পর্যন্ত। এখানে ভারতীয়, চিনা, থাই, কন্টিনেন্টাল—সব ধরনের খাবার পাওয়া যায়। রিসোর্টের নিজস্ব পরিবহনে করটিয়া জমিদারবাড়ি, মধুপুর গড় ও ধনবাড়ি ঘুরে দেখার সুযোগ রয়েছে।

গাজীপুরের ছুটি রিসোর্ট

গাজীপুরের জয়দেবপুরে সুকন্দি গ্রামের ৫০ বিঘা জমি জুড়ে ছুটি রিসোর্ট। একই সঙ্গে ছনের ঘরে থাকা আর সুইমিংপুলে জলকেলি করার অনন্য অনুভূতি পাবেন আপনি এখানে। রয়েছে কনফারেন্স রুম, রেস্তোরাঁ, বার্ড হাউস, নার্সারি, ভেষজ বাগান, কিডস জোন। বড়দেরও সব খেলার ব্যবস্থা রয়েছে। ৭৫০০ থেকে শুরু করে ১৮০০০ টাকার বিভিন্ন প্যাকেজ আছে এখানে। এই শীতে পরিবার–পরিজন নিয়ে স্বস্তির সময় কাটাতে পারেন ছুটি রিসোর্টে।

বিজ্ঞাপন

শ্রীমঙ্গলের সুইস ভ্যালি রিসোর্ট

সুইস ভ্যালি রিসোর্ট শমসেরনগরে বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটির পাশে অবস্থিত সবুজের ছায়া ঘেরা একটি চমৎকার রিসোর্ট। গ্রামীণ আবহে তৈরি এই রিসোর্ট গড়ে উঠেছে পরিবেশবান্ধব সব উপাদান দিয়ে। দুজনের জন্য নন এসি রুম ২ হাজার ৫০০ টাকা আর এসি রুম ৩ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ১৫ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন প্যাকেজ রয়েছে সুইস ভ্যালি রিসোর্টে।

টিলাগাঁও ইকো ভিলেজ

গ্রামীণ প্রকৃতির আবহে তৈরি এই রিসোর্টের সবকিছুতেই পাওয়া যাবে মাটির ছোঁয়া। এই রিসোর্টে রয়েছে পাঁচটি মাটির ঘর, চারটি অত্যাধুনিক এসি ভিলা আর একটি প্রাইভেট পুল ভিলা। এ ছাড়া আছে একটি কমন সুইমিংপুল ও একটি লেক ভিউ ওপেন রেস্টুরেন্ট। এখানে মাড হাউসের এক রাতের ভাড়া ৫ হাজার ৫০০ টাকা, এসি ভিলা ৭ হাজার টাকা আর প্রাইভেট পুল ভিলা ১১ হাজার টাকা। গ্রামীণ আবহে সময় কাটাতে চাইলে টিলাগাঁও হতে পারে আপনার এই শীতের গন্তব্য।

ছবি: লেখক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৪, ১৬: ১৮
বিজ্ঞাপন