সেন্ট মার্টিন গেলে যে দৃশ্যগুলো কোনোভাবেই মিস করা যাবে না
শেয়ার করুন
ফলো করুন

নীল জল, রাত-দিন জোয়ার-ভাটার খেলা, সারি সারি নারকেল গাছ, চারদিকে বালুকাময় ও পাথুরে সৈকত। সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের সেন্ট মার্টিন। বছরের শেষ ছুটিতে সেখান থেকে বেরিয়ে ফিরে এসে মনে হচ্ছে, জীবনের সেরা কিছু মুহুর্ত কাটিয়ে এসেছি। অসীম এই সৌন্দর্য চোখে আর মনে যে দৃশ্যপট তৈরি করেছে, যান্ত্রিক ক্যামেরা তার প্রতি কোনভাবেই ন্যায়বিচার করতে পারে না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টা ছিল কিছু অপার্থিব দৃশ্য ফ্রেমবন্দি করে রাখার। ছবিগুলো তুলেছেন আশিকুর রহমান

বিজ্ঞাপন
১/১৭
সূর্য ওঠার আগে সেন্টমার্টিনের অপরূপ সৌন্দর্য এমনই হয়। সোনালি আর রক্তিম আভা মিশেছে আকাশের নীলে। প্রতিফলনে রঙিন হয়ে উঠেছে সৈকতের বালিয়াড়িও।
সূর্য ওঠার আগে সেন্টমার্টিনের অপরূপ সৌন্দর্য এমনই হয়। সোনালি আর রক্তিম আভা মিশেছে আকাশের নীলে। প্রতিফলনে রঙিন হয়ে উঠেছে সৈকতের বালিয়াড়িও।
বিজ্ঞাপন
২/১৭
আকাশের একেক দিকে একেক রঙের ছড়াছড়ি দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই।
আকাশের একেক দিকে একেক রঙের ছড়াছড়ি দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই।
৩/১৭
সূর্য ওঠার আগেই অনেক প্রকৃতিপ্রেমী চলে আসেন সৈকতে এমন অবর্ণনীয় সৌন্দর্য নিজের চোখে দেখতে।
সূর্য ওঠার আগেই অনেক প্রকৃতিপ্রেমী চলে আসেন সৈকতে এমন অবর্ণনীয় সৌন্দর্য নিজের চোখে দেখতে।
৪/১৭
উদয় হচ্ছে রক্তিম সূর্য
উদয় হচ্ছে রক্তিম সূর্য
৫/১৭
প্রকৃতির এই অপরূপ মাধুরী দেখে দুই চোখের তৃষ্ণা যেন মেটে না
প্রকৃতির এই অপরূপ মাধুরী দেখে দুই চোখের তৃষ্ণা যেন মেটে না
৬/১৭
দু'ধরনের বিচ আছে সেন্টমার্টিনে। স্যান্ডি বা বালুকাময় আর রকি বা পাথুরে বিচ।
দু'ধরনের বিচ আছে সেন্টমার্টিনে। স্যান্ডি বা বালুকাময় আর রকি বা পাথুরে বিচ।
৭/১৭
দ্বীপের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে চোখে পড়ে এমন পাথুরে বিচ।
দ্বীপের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে চোখে পড়ে এমন পাথুরে বিচ।
৮/১৭
কেয়াবন, পাথুরে সৈকত আর নীলাভ-সবুজ পানির পাড় ধরে হাঁটতে শুরু করলে থামার কথা ভুলতে হয়।
কেয়াবন, পাথুরে সৈকত আর নীলাভ-সবুজ পানির পাড় ধরে হাঁটতে শুরু করলে থামার কথা ভুলতে হয়।
৯/১৭
দ্বীপের একদম দক্ষিণ পাশ ধরে হেঁটে আগন্তুক বিচের দিকে হেঁটে গেলে চোখে পড়ে এমন অপার্থিব দৃশ্য।
দ্বীপের একদম দক্ষিণ পাশ ধরে হেঁটে আগন্তুক বিচের দিকে হেঁটে গেলে চোখে পড়ে এমন অপার্থিব দৃশ্য।
১০/১৭
পাথরগুলো সৈকতে নানা বাঁক তৈরি করেছে।
পাথরগুলো সৈকতে নানা বাঁক তৈরি করেছে।
১১/১৭
জোয়ারের সময় ঢেউ আছড়ে পরার দৃশ্য আর শব্দ পৃথিবীর সবচেয়ে সুন্দর যুগলবন্দী বোধ হয়।
জোয়ারের সময় ঢেউ আছড়ে পরার দৃশ্য আর শব্দ পৃথিবীর সবচেয়ে সুন্দর যুগলবন্দী বোধ হয়।
১২/১৭
দ্বীপের অসংখ্য নারকেল গাছ জানান দেয় 'নারিকেল জিঞ্জিরা' নামের সার্থকতা।
দ্বীপের অসংখ্য নারকেল গাছ জানান দেয় 'নারিকেল জিঞ্জিরা' নামের সার্থকতা।
১৩/১৭
ম্যানগ্রোভ থাকায় এ অংশটি পরিচিত সুন্দরবন নামে।
ম্যানগ্রোভ থাকায় এ অংশটি পরিচিত সুন্দরবন নামে।
১৪/১৭
জোয়ার এলে স্থানীয় জেলেরা নৌকা আর ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে।
জোয়ার এলে স্থানীয় জেলেরা নৌকা আর ট্রলার নিয়ে বেরিয়ে পড়ে মাছ ধরতে।
১৫/১৭
সুর্যোদয়ের মত সূর্যাস্তও ভীষণ সুন্দর এখানে।
সুর্যোদয়ের মত সূর্যাস্তও ভীষণ সুন্দর এখানে।
১৬/১৭
নানান রঙে আকাশ আর সমুদ্রের পানিকে রাঙিয়ে সূর্য নামে পাটে।
নানান রঙে আকাশ আর সমুদ্রের পানিকে রাঙিয়ে সূর্য নামে পাটে।
১৭/১৭
দ্বীপে বিদ্যুৎ না থাকায় জ্যোৎস্নার আলো এখানে খুব স্পষ্ট। আলোয় ভেসে যায় ছোট্ট দ্বীপ, চারদিকের বালিয়াড়ি আর অবারিত লোনাজল।
দ্বীপে বিদ্যুৎ না থাকায় জ্যোৎস্নার আলো এখানে খুব স্পষ্ট। আলোয় ভেসে যায় ছোট্ট দ্বীপ, চারদিকের বালিয়াড়ি আর অবারিত লোনাজল।
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৩: ২০
বিজ্ঞাপন