
নীল জল, রাত-দিন জোয়ার-ভাটার খেলা, সারি সারি নারকেল গাছ, চারদিকে বালুকাময় ও পাথুরে সৈকত। সব মিলিয়ে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের সেন্ট মার্টিন। বছরের শেষ ছুটিতে সেখান থেকে বেরিয়ে ফিরে এসে মনে হচ্ছে, জীবনের সেরা কিছু মুহুর্ত কাটিয়ে এসেছি। অসীম এই সৌন্দর্য চোখে আর মনে যে দৃশ্যপট তৈরি করেছে, যান্ত্রিক ক্যামেরা তার প্রতি কোনভাবেই ন্যায়বিচার করতে পারে না। তবুও ক্ষুদ্র প্রচেষ্টা ছিল কিছু অপার্থিব দৃশ্য ফ্রেমবন্দি করে রাখার। ছবিগুলো তুলেছেন আশিকুর রহমান।
















