বিশুদ্ধ বাতাস পেতে ইনডোর প্ল্যান্টস
শেয়ার করুন
ফলো করুন

সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যান্ত্রিকতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে দূষণ। শুধু ঘরের বাইরের পরিবেশই না, দূষিত হচ্ছে আমাদের অন্দরও। দিন শেষে বিশুদ্ধ বাতাস আর দূষণমুক্ত ঘর চাইলে ইনডোর প্ল্যান্টস হতে পারে দারুণ একটি অপশন

বিজ্ঞাপন

আমাদের যান্ত্রিক জীবন শেষে যে শান্তির নীড়ে আমরা ফিরি, সেখানে আরও একটু প্রশান্তির ছোঁয়া দিতে পারে ইনডোর প্ল্যান্টস। সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যান্ত্রিকতা বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে দূষণ। শুধু ঘরের বাইরের পরিবেশই না, দূষিত হচ্ছে আমাদের অন্দরও। দিন শেষে বিশুদ্ধ বাতাস আর দূষণমুক্ত ঘর চাইলে ইনডোর প্ল্যান্টস হতে পারে দারুণ একটি অপশন। আজকাল অন্দরসজ্জায় আধুনিকতার ধারায় ইনডোর প্ল্যান্টস একটি বড় জায়গাজুড়ে আছে, সে ব্যাপারে সন্দেহ নেই। তবে একটু দেখেশুনে বাছাই করে যদি কিছু বিশেষ প্রজাতির গাছ লাগাতে পারেন, তাহলে ঘরের দূষণ তো দূর হবেই। সেই সঙ্গে সতেজ থাকবে পরিবেশ, বাড়বে সৌন্দর্যও।

বিজ্ঞাপন

পিস লিলি

পিস লিলি  ঘরের বিষাক্ত উপাদান, যেমন ফর্মালডিহাইড, বেনজিন, ট্রাইক্লোরিথিলিন ইত্যাদির পরিমাণ কমাতে সাহায্য করে
পিস লিলি ঘরের বিষাক্ত উপাদান, যেমন ফর্মালডিহাইড, বেনজিন, ট্রাইক্লোরিথিলিন ইত্যাদির পরিমাণ কমাতে সাহায্য করে

আপনার ঘরে যদি পর্যাপ্ত সূর্যালোক প্রবেশ না করে, তাহলে স্প্যাথিফিলাম বা পিস লিলি রাখতে পারেন। এই গাছ আপনার ঘরের বিষাক্ত উপাদান, যেমন ফর্মালডিহাইড, বেনজিন, ট্রাইক্লোরিথিলিন ইত্যাদির পরিমাণ কমাতে সাহায্য করে। আরও একটি মজার ব্যাপার হলো, কৃত্রিম আলোতে পিস লিলি বেঁচে থাকতে পারে। তবে মাঝেমধ্যে একটু রোদ থেকে ঘুরিয়ে আনতে পারলে মন্দ হয় না। অবশ্য সেই পরিমাণ যেন বেশি না হয়।

অ্যালোভেরা

অ্যালোভেরা বাতাস পরিশোধনে সাহায্য করে
অ্যালোভেরা বাতাস পরিশোধনে সাহায্য করে

অ্যালোভেরা আমাদের বহুল পরিচিত একটি ভেষজ উদ্ভিদ। বিশেষ করে রূপচর্চায় এর ব্যবহার সর্বজনবিদিত। অনেকের কাছে অ্যালোভেরার জুসও বেশ জনপ্রিয়। তবে অ্যালোভেরার আরও একটি বড় গুণ আছে। অ্যালোভেরা বাতাস পরিশোধনে সাহায্য করে। রান্না করার কারণে রান্নাঘরে যে উচ্চ তাপমাত্রা তৈরি হয়, তা কমানোর জন্য অ্যালোভেরা দারুণ কার্যকর। এ ছাড়া অ্যালোভেরা ফর্মালডিহাইড ও বেনজিনের মতো দূষণকারী উপাদানের মাত্রা কমিয়ে বাতাসকে বিশুদ্ধ রাখে। তবে অ্যালোভেরার যত্ন নিতে হবে। এ জন্য পর্যাপ্ত পানি এবং সূর্যালোকের ব্যবস্থা রাখতে হবে।

স্নেক প্ল্যান্ট

ঘরের ভেতরের দূষিত বাতাস পরিষ্কার রাখতে স্নেক প্ল্যান্টের জুড়ি নেই
ঘরের ভেতরের দূষিত বাতাস পরিষ্কার রাখতে স্নেক প্ল্যান্টের জুড়ি নেই

আমাদের দেশের আবহাওয়া স্নেক প্ল্যান্টের বেঁচে থাকা এবং বেড়ে ওঠার জন্য খুবই উপযোগী। আর খুব বেশি যত্ন করার প্রয়োজনও পড়ে না। ঘরের ভেতরের দূষিত বাতাস পরিষ্কার রাখতে স্নেক প্ল্যান্টের জুড়ি নেই। এর একটি খুবই গুরুত্বপূর্ণ দিক হলো, এরা রাতে তুলনামূলক বেশি পরিমাণে অক্সিজেন নিঃসরণ করে থাকে। প্রখর রোদ কিংবা ছায়া, যেকোনো পরিবেশের সঙ্গেই এরা নিজেদের খাপ খাইয়ে নিতে পারে। তবে খেয়াল রাখতে হবে, যেন গাছের গোড়ায় অতিরিক্ত পানি না জমে। কেননা, এতে গাছের ক্ষতি হতে পারে।

মানি প্ল্যান্ট

মানি প্ল্যান্টের একটু যত্ন নিলে এরা খুব দ্রুত বেড়ে ওঠে
মানি প্ল্যান্টের একটু যত্ন নিলে এরা খুব দ্রুত বেড়ে ওঠে

মানি প্ল্যান্ট আমাদের সবারই কমবেশি পরিচিত। পানি কিংবা মাটি দুই জায়গাতেই বেড়ে উঠতে পারে। মানি প্ল্যান্টের একটু যত্ন নিলে এরা খুব দ্রুত বেড়ে ওঠে। তখন ঘরের সৌন্দর্য তো বৃদ্ধি পায়ই, পাশাপাশি দূষণের মাত্রা কমে; ঘরও থাকে সতেজ।
এগুলো ছাড়া চাইনিজ এভারগ্রিন, বাঁশ, স্পাইডার লিলি, সাকুলেন্টসহ আরও নানা ধরনের ইনডোর প্ল্যান্টস ঘরে রেখে ঘরের প্রশান্তি বহুগুণ বাড়িয়ে তুলতে পারেন। আর শুধু ঘরই না, এতে সতেজ থাকবে মনও।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ০১ মার্চ ২০২২, ০৭: ১৮
বিজ্ঞাপন