খাবারের সঙ্গে এই রেস্তোরাঁয় ইরানি মিসাইল ভিউয়ের জন্য দিতে হচ্ছে বিল
শেয়ার করুন
ফলো করুন

ইসরায়েলে ইরানি হামলা নিয়ে বেশ সাড়া পড়েছে অনেক দেশের মানুষের মাঝে। গাজায় ফিলিস্তিনিদের ওপরে বহুদিন একতরফা নির্মম হামলা ও হত্যাযজ্ঞ দেখতে দেখতে অসহায় বোধ করছিলেন অনেকেই। ক্ষয়ক্ষতির পরিমাণ যাই হোক, ইসরায়েলে ইরানি হামলা নিয়ে বলতে গেলে উচ্ছসিতই অনেক মানুষ। তবে লেবাননের এক রুফটপ রেস্তোরাঁ আবার এক ধাপ এগিয়ে এই নিয়ে শুরু করেছে ব্যবসা।

খাবারের পাশাপাশি ইরানি মিসাইল দেখার জন্যও বিল দিতে হচ্ছে এই ক্যাফেতে
খাবারের পাশাপাশি ইরানি মিসাইল দেখার জন্যও বিল দিতে হচ্ছে এই ক্যাফেতে

সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ানো এক রিসিটে দেখা যাচ্ছে লেবানিজ রেস্তো ক্যাফে হাইফেশ জুনের ১৫ তারিখে শিশ তাউক, শাওয়ার্মা আর হামুসের মতৈ সুখাদ্যের সঙ্গে সঙ্গে আকাশে ইরানি মিসাইলের ভিউ বাবদও বেশ মোটা অংকের বিল করেছে। সেখানে লেখা আছে, স্কাই মিসাইলস ভিউ স্পেশাল ইরানিয়ান এডিশন ২৫০ লেবানিজ মুদ্রা। আর এখন এই রিসিটের ছবি রীতিমতো ভাইরাল সামাজিক মাধ্যমে। এখানে এসে অনেকেই মিসাইলের ভিডিও করেছেন আর সে ভিডিও পোস্ট করছেন এক্স-এ।

ছবি ও ভিডিও: ফেসবুক ও এক্স

বিজ্ঞাপন
প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৪: ৫৬
বিজ্ঞাপন