স্তন ক্যানসার সচেতনতা মাস: স্তন ক্যানসারের বিভিন্ন ধাপ সম্পর্কে জানা জরুরি
শেয়ার করুন
ফলো করুন

আন্তর্জাতিকভাবে স্তন ক্যানসার সচেতনতা মাস ২০২৪–এর প্রতিপাদ্য ‘স্তন ক্যানসার নিয়ে কাউকে যেন একা লড়তে না হয়’। এই ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুর সবচেয়ে বড় কারণ সচেতনতার অভাব, অলৌকিক বিশ্বাস ও ভ্রান্ত ধারণা। গত কয়েক বছরে সারা বিশ্বে নারীদের মধ্যে স্তন ক্যানসারে আক্রান্তের ঘটনা বৃদ্ধি পেয়েছে।

এবং প্রতি বছর সময়মতো রোগনির্ণয় ও চিকিৎসার অভাবে এই রোগে আক্রান্ত বিপুলসংখ্যক নারী গুরুতর স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হন বা কখনো কখনো তাঁদের জীবনও হারাতে হয়। দ্রুত রোগনির্ণয়, সঠিক চিকিত্সাপদ্ধতি এবং দ্রুত পুনরুদ্ধারের মাধ্যমে এই রোগ মোকাবিলা করা সম্ভব।

বিজ্ঞাপন

অন্যান্য ক্যানসারের মতো স্তন ক্যানসারের প্যাথোফিজিওলজি চারটি পর্যায়ে অগ্রসর হয়। টিউমারের অবস্থান, লিম্ফ নোড ও ছড়িয়ে পড়ার ওপর ভিত্তি করে টিউমারের টিএনএম (টিউমার, নোড, মেটাস্টেসিস) স্টেজিং করা হয়। স্তন ক্যানসারে হরমোন জড়িত থাকতে পারে বা না–ও হতে পারে। এর জন্য দায়ী হরমোন হচ্ছে ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন এবং এইচইআরটু (HER2)। হরমোন ও টিএনএম (TNM)-এর অবস্থার ওপর ভিত্তি করে চিকিৎসক স্তন ক্যানসারের পর্যায়গুলো নির্ণয় করেন।

পর্যায় ০ - এই পর্যায়ে ক্যানসার এখনো ডিএনএ ত্রুটির উৎসে রয়েছে।

পর্যায় ১ - এখানে ক্যানসার একটি সীমিত এলাকায় সীমাবদ্ধ।

পর্যায় ২ - এই পর্যায়ে স্তন ক্যানসার লিম্ফ নোডের মাধ্যমে বাড়তে এবং ছড়িয়ে পড়তে শুরু করেছে।

চিকিত্সার মধ্যে সাধারণত অস্ত্রোপচার এবং সহায়ক কেমোথেরাপি (বিকিরণ থেরাপির সঙ্গে বা ছাড়া অবশিষ্ট ক্যানসারের কোষগুলোকে ধ্বংস করার চেষ্টা করার লক্ষ্যে অস্ত্রোপচারের পরে চিকিত্সা) অন্তর্ভুক্ত থাকে।

বিজ্ঞাপন

পর্যায় ৩ - এই পর্যায়ের কয়েকটি ধাপ রয়েছে। স্টেজ থ্রিএ (3A) ক্যানসার লিম্ফ নোডগুলোতে ক্যানসারের বিস্তারকে চিহ্নিত করে। যা শরীরের বিভিন্ন অংশে যাওয়ার প্রবেশদ্বার। স্টেজ থ্রিবি (3B) ও থ্রিসি (3C)-এ ক্যানসার ক্রমান্বয়ে আরও সংখ্যক লিম্ফ নোডের মাধ্যমে ছড়িয়ে পড়ে; এবং কাছাকাছি টিস্যুতে আক্রমণ করে; কিন্তু দূরের অঙ্গগুলোতে নয়। এই পর্যায়ের চিকিৎসা পর্যায়ের মতোই।

পর্যায় ৪ - এই পর্যায়ে, ক্যানসার শরীরে অন্তত একটি দূরবর্তী অংশে ছড়িয়ে পড়েছে। যেমন লিভার, ফুসফুস ইত্যাদি জায়গায়। শেষ পর্যায় ফোরবি (4B) শরীরের একাধিক অংশে ক্যানসার বিস্তার করেছে।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৪, ০১: ০০
বিজ্ঞাপন