এবার আগারগাঁওয়ে চলমান জাতীয় বৃক্ষ ও পরিবেশ মেলায় এক অন্য রকম জিনিস নিয়ে এসেছে কোয়ান্টাম ব্যাম্বুরিয়ান। তাদের স্টলে এবার আছে ৪২ প্রজাতির বাঁশ ও বাঁশের নানা সামগ্রী।
তবে স্টলের এক কোনায় ছোট্ট একটা কেটলিতে ফুটছে চা! কিসের চা, জিজ্ঞেস করলে জানা যায়, এবারই তারা প্রথম বৃক্ষমেলায় নিয়ে এসেছে বাঁশপাতার চা।
জানা যায়, চীনে বহুল প্রচলিত এই বাঁশপাতার চা অর্গানিক সিলিকার আধার। অর্গানিক সিলিকাকে বলা হয় ভেগান কোলাজেন। শরীরের জন্য এই অর্গানিক সিলিকা খুবই উপকারী। ত্বক ও চুলকে স্বাস্থ্যকর রাখায় এই উপাদানের জুড়ি নেই। এ ছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়। জানা যায়, এই চা শরীরের বিভিন্ন হাড়ের ব্যথা কমায়।
কোয়ান্টাম ব্যাম্বুরিয়ানের পরিচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, বাংলাদেশে তাঁরাই প্রথম এবার বাঁশপাতার চায়ের নমুনা এনেছেন। অভিনব হওয়ায় মানুষ এর প্রতি আগ্রহও দেখাচ্ছে বেশ ভালোই। চীনে এই ব্যাম্বু লিফ টি বেশ জনপ্রিয়, সেখান থেকে আগ্রহী হয়েই এবার বাংলাদেশেও প্রচার করা হচ্ছে বাঁশপাতার চায়ের। স্টলে দেখা যায়, অনেকেই আগ্রহী এই নতুন ধরনের চায়ের প্রতি। জেনে নিচ্ছেন এই চা সম্পর্কে।
বাঁশপাতার চা ছাড়াও তাঁদের স্টলে আছে বাঁশ থেকে তৈরি বিভিন্ন পণ্য, যেমন কলমদানি, ফাইল ফোল্ডার, বাঁশের ট্রে ইত্যাদি।
বাঁশপাতার চা ছাড়াও বৃক্ষমেলায় রয়েছে দেশি–বিদেশি বিভিন্ন প্রজাতির গাছ, এসএমই কর্নার, খাবারের স্টল ইত্যাদি।
ছবি: হাল ফ্যাশন