ওজন কমানো এখন সহজ, যদি সকাল শুরু হয় সঠিকভাবে
শেয়ার করুন
ফলো করুন

চলুন জেনে নিই এমন পাঁচটি সকালবেলার অভ্যাস, যা সহজেই আপনার ওজন কমানোর যাত্রা শুরু করতে পারে–

১. প্রোটিন সমৃদ্ধ নাশতা খান

সকালের খাবারে ডিম, দই, বাদাম বা চিয়া সিডস রাখুন। এগুলো ক্ষুধা নিয়ন্ত্রণ করে, অযথা খিদে লাগা কমায় এবং চর্বি জমা প্রতিরোধ করে।

সকালের খাবারে ডিম, দই, বাদাম বা চিয়া সিডস রাখা উচিত
সকালের খাবারে ডিম, দই, বাদাম বা চিয়া সিডস রাখা উচিত

২. পানি দিয়ে দিন শুরু

সকালে এক-দুই গ্লাস পানি পান করলে শরীর সতেজ থাকে, মেটাবলিজম সক্রিয় হয় আর ওজন কমাতে সহায়তা করে।

বিজ্ঞাপন

৩. প্রতিদিন ওজন মাপা

সকালে খাওয়ার আগে ওজন মাপলে নিজের অগ্রগতি বোঝা যায়। এতে মোটিভেশন বাড়ে এবং নিয়ম মেনে চলা সহজ হয়।

প্রতিদিন ওজন মাপালে মোটিভেশন বাড়ে
প্রতিদিন ওজন মাপালে মোটিভেশন বাড়ে

৪. সূর্যের আলোয় কিছুক্ষণ

সকালের রোদ শরীরকে সক্রিয় করে আর ভিটামিন ডি জোগায়। এটি ফ্যাট কমাতে সাহায্য করে এবং মনও প্রফুল্ল রাখে।

৫. পর্যাপ্ত ঘুম

কম ঘুম ক্ষুধা বাড়ায় এবং অতিরিক্ত ক্যালরি খাওয়ার প্রবণতা সৃষ্টি করে। তাই প্রতিদিন অন্তত ৭-৮ ঘণ্টা ঘুমান।

কম ঘুম ক্ষুধা বাড়ায়
কম ঘুম ক্ষুধা বাড়ায়

এই পাঁচটি সহজ অভ্যাস-সঠিক নাশতা, পানি পান, ওজন মাপা, সূর্যের আলো আর ভালো ঘুম। আপনার দিনকে করবে সতেজ এবং ওজন কমানোর পথে এগিয়ে দেবে। ছোট পরিবর্তনেই আসবে বড় ফলাফল।

বিজ্ঞাপন
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১: ০০
বিজ্ঞাপন