আকস্মিক বন্যায় ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষীপুর, সিলেট আর পার্বত্য চট্টগ্রামের লাখো মানুষ পড়েছে বিপাকে। ঘরবাড়ি তলিয়ে গিয়েছে অনেকের। তবে বানভাসি মানুষদের বিপদ এখানেই শেষ না। যেকোনো বন্যা চলাকালীন আর বন্যার পরবর্তী সময়ে প্রকট রূপ ধারণ করে নানা পানিবাহিত রোগ। প্লাবনের পানিতে বিভিন্ন ক্ষতিকর উপাদান থাকে, যা পুকুর ও নলকূপের পানির সঙ্গে মিশে পানি দূষণ ঘটায়। আর এ পানি আমাদের শরীরের জন্য বেশ ক্ষতিকর।
চারদিকে এত পানিতে বন্দী হলেও সুপেয় পানি নেই কোথাও৷ যেন সেই ট্র্যাজিক কবিতার মতো ‘ওয়াটার ওয়াটার এভরিহয়ার, অ্যান্ড নট আ ড্রপ টু ড্রিঙ্ক’। এমন পরিস্থিতিতে দেখতে পরিষ্কার পানিও পানের জন্য নিরাপদ নয়। তবে পানি বিশুদ্ধ করার একটি উপায় আছে, তা হলো পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ওয়াটার পিউরিফিকেশন ট্যাবলেট।
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট কী
এই ট্যাবলেটগুলো পানিতে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া ও অন্যান্য অণুজীবকে মেরে পানিকে পানের উপযোগী করে তুলে। বিশুদ্ধকরণ করতে সক্ষম এই ট্যাবলেটগুলোতে থাকে ক্লোরিন, ক্লোরিন ডাই-অক্সাইড অথবা আয়োডিন। এই কেমিক্যালগুলো পানিতে থাকা ক্ষতিকর অনুজীবদের নিষ্ক্রিয় করে ফেলে। এতে পানি হয়ে ওঠে নিরাপদ ও পানের উপযোগী।
বাংলাদেশে যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটগুলো সহজেই পাওয়া যায়
ঢাকার নামকরা ফার্মেসি যেমন লাজ ফার্মা, ওয়েল বিইং ইত্যাদির বিভিন্ন আউটলেট ঘুরে ও কথা বলে জানা গেল কিছু বহুলব্যবহৃত পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেটের কথা। এই ট্যাবলেটগুলোর বিষয়ে সাধারণ তথ্য পাওয়া যায় নির্দেশিকার সঙ্গেই।
অ্যাকুয়াট্যাবস
বাংলাদেশে বহুল ব্যবহৃত এই ট্যাবলেট। এটি পানির স্বাদ পরিবর্তন করে না আর দ্রুত কাজ করে৷ পানিতে মেশানোর ৩০মিনিটের মাঝেই পানিকে পানের উপযোগী করে তোলে। এই ট্যাবলেট পানিবাহিত রোগ যেমন কলেরা, টাইফয়েড, ডায়রিয়া থেকে রক্ষা করে।
হ্যালোট্যাব
এই ট্যাবলেটে থাকা হ্যালাজোন কেমিক্যালটি পানির সাথে মিশে হাইপোক্লোরাস এসিড তৈরি করে যা জীবাণু ধ্বংস করে। ঔষধের প্যাকেটের গায়ের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানিতে মিশিয়ে পানিকে সুপেয় করা তোলা যায় সহজেই। ৩০মিনিট থেকে ১ঘণ্টা সময় রেখে দিলে পানি পুরোপুরি নিরাপদ হয়।
ওয়েসিস
৩৩ মিলিগ্রামের একটি ট্যাবলেট ৪-৫লিটার পানিকে বিশুদ্ধ করতে পারে। এটিও অ্যাকুয়াট্যাবস-এর মতো দ্রুত পানিকে বিশুদ্ধ করে৷ পানিতে মেশানোর ৩০মিনিট পর পানি হয়ে ওঠে পান উপযোগী।
পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহারের নিয়ম
এক্ষেত্রে সাধারণ নিয়মগুলো জানা থাকলে নিজেদের উদ্যোগেই বাঁচা যায় কিছু রোগ-বালাই থেকে। চলুন এই সাধারণ নিয়মগুলো জেনে নেই
১. প্রথমে ফিল্টার পেপার বা পরিষ্কার ছোট কাপড় দিয়ে পানি ছেঁকে নেওয়া।
২. প্যাকেটের গায়ে লেখা নির্দেশিকা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানিতে বিশুদ্ধকরণ ট্যাবলেট যোগ করা।
৩. ৩০মিনিট থেকে ১ঘণ্টা সময় অপেক্ষা করা।
৪. এসব ট্যাবলেটে ক্লোরিন থাকায় পানিতে ক্লোরিনের একটু গন্ধ থেকে যেতে পারে। এক্ষেত্রে পানি উন্মুক্ত রেখে নেড়েচেড়ে নিলে গন্ধ অনেকটা কমে যায়। হাতের কাছে নিউট্রিলাইজার থাকলে যোগ করে নেওয়া যেতে পারে।
সূত্র: নো ম্যাড ট্র্যাভেল, হেলথলাইন
ছবি: পেকজেলস ডট কম