বিলাসবহুল চারটি গাড়ি
শেয়ার করুন
ফলো করুন

মেব্যাক জিএলএস ৬০০

এবারের মোটর শোয়ের সবচেয়ে দামি গাড়ি মেব্যাক জিএলএস ৬০০
এবারের মোটর শোয়ের সবচেয়ে দামি গাড়ি মেব্যাক জিএলএস ৬০০
ছবি: লেখক

সাদা রঙের গাড়িটার মাঝখানে দুটি ‘এমএম’–এর একটি লোগো। হেডলাইটগুলোকেও কাছ থেকে দেখলে সুনয়নার মতো দেখায়। সামনের বিশাল গ্রিলটার ওপরে ‘মেব্যাক’ লেখা। গাড়িটিও বেশ বড়সড়। স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) ক্যাটাগরিতে মেব্যাকের এ গাড়ির মডেল জিএলএস ৬০০। মেব্যাক দেশের গাড়ির বাজারে জনপ্রিয় না হলেও জার্মানির গাড়ি নির্মাতা এ প্রতিষ্ঠানের শুরু ১৯০৯ সালে। উইহেলম মেব্যাক ও তাঁর ছেলে কার্ল মেব্যাক মিলে অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের জানান দেন। ডিজেল ইঞ্জিনের জন্য মেব্যাকের পৃথিবীজুড়ে সুনাম ছিল। ১৯৬০ সালে ডেইমলার বেঞ্জ প্রতিষ্ঠানটি অধিগ্রহণ করে। এর পর থেকে মার্সিডিজ বেঞ্জের সহযোগী ব্র্যান্ড হিসেবে মেব্যাক নতুন অভিযাত্রা শুরু করে। মূলত মার্সিডিজ বেঞ্জের বিলাসবহুল গাড়ির সারিতে প্রিমিয়াম ক্যাটাগরির গাড়িগুলো মেব্যাকের নামে বাজারে আসে।

সম্প্রতি বসুন্ধরা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঢাকা মোটর শো ২০২২-এ গাড়িটি উপস্থাপন করে কনটিনেন্টাল মোটরস। মোটর শোতে উপস্থাপিত সবচেয়ে দামি গাড়ি ছিল এটি। গাড়িটির মূল্য বিভিন্ন অপশন অনুসারে ৭ কোটি ২২ লাখ থেকে ৭ কোটি ৫০ লাখ টাকা। জিএলএস ৬০০ ২০২২ মডেলের গাড়িটি সর্বাধুনিক সুযোগ-সুবিধাসংবলিত। বাইরে থেকেও গাড়িটি যেমন আকর্ষণীয়, ভেতরেও রয়েছে আরামদায়ক যাত্রার নিশ্চয়তা। ৪ লিটার ভি এইট ইকিউ বুস্ট প্রযুক্তিসংবলিত বাইটার্বো ইঞ্জিনে গাড়িটির হর্সপাওয়ার (এইচপি) ৫৫০। এতে ৯ গতির ট্রনিক স্বয়ংক্রিয় গিয়ার ব্যবহৃত হয়েছে। ৪-৫ আসনে গাড়িটি ৪.৮ সেকেন্ডে প্রায় ১০০ কিলোমিটার বেগে ছুটতে পারে। গাড়িটির জ্বালানি ধারণক্ষমতা ৯০ লিটার। প্রতি লিটার জ্বালানি খরচ করে জিএলএস ৬০০ শহরে ৭ কিমি ও মহাসড়কে ১৩ কিমি পথ পাড়ি দিতে সক্ষম।
সুপরিসর কেবিন, নাপ্পা চামড়ার স্টিয়ারিং হুইল, কাঠের ট্রিম, ৬৪ পিক্সেল এলইডি অ্যাম্বিয়েন্ট লাইট, দরজা খোলার পর সাইড লোগো প্রজেক্টর, প্রাইভেসি গ্লাস ও ২২ ইঞ্চির চাকায় গাড়িটি দর্শনার্থীদের মন কেড়েছে। গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ২০৪.৯, ৮৪.৯ ও ৭২.৪ ইঞ্চি।

বিজ্ঞাপন

পোর্শের কেইন টার্বো এসই

বিলাসবহুল গাড়ি পোর্শে কেইন টার্বো এসই
বিলাসবহুল গাড়ি পোর্শে কেইন টার্বো এসই

ঢাকা মোটর শোতে দ্বিতীয় বিলাসবহুল গাড়ি ছিল জার্মানির বিখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান পোর্শের কেইন টার্বো এসই-হাইব্রিড ২০১৯। কুউপ ঘরানার এ গাড়ির দাম ৬ কোটি টাকা থেকে শুরু। বিলাসবহুল গাড়িতে গতির ঝড় তুলতে পোর্শে নিজেদের সুনাম এখনো অটুট রেখেছে। মোটর রেসিং প্রতিযোগিতায় পোর্শের রয়েছে অনন্য কিছু গাড়ি। মোটর শোতে প্রদর্শিত কেইন টার্বো এসই গাড়িটি ৪ লিটার টুইন টার্বোসমৃদ্ধ ভিএইট ইঞ্জিন। এতে ৮ গতির টিপট্রনিক এস গিয়ার ব্যবহার করা হয়েছে। ২২ ইঞ্চি চাকা, পোর্শের নিজস্ব ডিজাইনের এলইডি হেডলাইট, হেডস আপ ডিসপ্লে, স্পোর্টস এক্সজস্ট সিস্টেম, কার্বন ইন্টেরিয়র প্যাকেজ, চার জোনের ক্লাইমেট কন্ট্রোল, সফট ক্লোজ ডোর, সামনে ও পেছনে পার্ক অ্যাসিস্ট–সংবলিত ক্যামেরা, অ্যাম্বিয়েন্ট লাইটিং, প্রাইভেসি গ্লাস, ১৮ অপশনের সিট অ্যাডজাস্টমেন্ট, টায়ার প্রেশার মনিটরিং সিস্টেমসহ নিত্যনতুন প্রযুক্তি পোর্শে কেইন টার্বো এস ই-হাইব্রিড গাড়িটিকে সৌন্দর্য্যে অতুলনীয় করেছে।

গাড়িটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিমি বেগে ছুটে চলতে পারে। মাত্র ৩.৮ সেকেন্ডে কেইন ঘণ্টায় ১০০ কিমি গতি তুলতে সক্ষম। ৬৭১ এইচপি–সমৃদ্ধ পোর্শে কেইন এসই টার্বো প্লাস ইন হাইব্রিড সুবিধার কারণে প্রতি লিটার জ্বালানি খরচ করে ২৫ কিমি পথ পাড়ি দিতে পারে। কেইন এসই টার্বো গাড়িটির দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে ৪৯৩৩, ২১৯৪ ও ১৬৫৩ মিলিমিটার।

বিজ্ঞাপন

ল্যান্ডরোভার ডিফেন্ডার

বন্ধুর পথ পাড়ি দিতে ডিফেন্ডারের জুড়ি নেই
বন্ধুর পথ পাড়ি দিতে ডিফেন্ডারের জুড়ি নেই
ছবি: লেখক

অফরোড গাড়িতে ল্যান্ডরোভার জনপ্রিয়তার সারিতে শীর্ষে অবস্থান করছে। ২০২২ মডেলের ডিফেন্ডার গাড়িটি প্রদর্শিত হয়েছে এবারের মোটর শোতে। পাহাড়–পর্বত বা যেকোনো বন্ধুর পথ পাড়ি দিতে ডিফেন্ডারের জুড়ি নেই। ৮ আসনবিশিষ্ট ডিফেন্ডার অফরোড মাস্টার হলেও প্লাগ ইন হাইব্রিড প্রযুক্তি ব্যবহার করে প্রতি লিটার জ্বালানিতে ৫১ কিমি পথ পাড়ি দিতে সক্ষম। ঢাকা মোটর শোতে প্রদর্শিত এ গাড়ির মূল্য ২ কোটি ৩০ লাখ থেকে ২ কোটি ৫০ লাখ টাকা পর্যন্ত। ডিফেন্ডারের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১৭৫ কিমি। মাত্র ১০ সেকেন্ডে গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি গতি তুলতে পারে। গাড়িটির ওজন ২ হাজার ২০৮ কেজি। দূরের যাত্রায় গাড়িটি অতিরিক্ত ৩ হাজার ৫০০ কেজি পর্যন্ত টেনে নিয়ে যেতে পারে।

ভূমি থেকে ডিফেন্ডারের উচ্চতা ২২৬ মিমি। এয়ার সাসপেনশনের মাধ্যমে ২৯০ মিমি পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ানো যায়। ডিফেন্ডারের বাহ্যিক আবরণ যেমন শক্তিশালী, তেমনি ভেতরেও রয়েছে নিত্যনতুন প্রযুক্তিসম্পন্ন আরামদায়ক সুপরিসর আসন।

মাজেরাতি গিবলি

আরামদায়ক যাত্রার নিশ্চয়তা দেয় মাজেরাতি গিবলি
আরামদায়ক যাত্রার নিশ্চয়তা দেয় মাজেরাতি গিবলি
ছবি: লেখক

সেডান ঘরানায় যে গাড়িটি নান্দনিক সৌন্দর্য্য ও আরামদায়ক যাত্রার নিশ্চয়তা দেবে, তেমনি একটি গাড়ির নাম মাজেরাতি গিবলি। ইতালির এ গাড়ি ডিজাইনের দিক থেকে পুরোই স্বতন্ত্র। পাঁচ ভাই মিলে ইতালির ভলগানো শহরে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন। মাজেরাটির লোগোটি দেখতে তিরের ফলার মতো। লম্বাটে এ গাড়ির পাশে দাঁড়িয়ে ছবি তুলতে মোটর শোতে দর্শনার্থীদের বেশ আগ্রহ দেখা যায়। মূল্যের দিক থেকেও মাজেরাতি গিবলি বেশ চড়া। ২০২২ মডেলের এ গাড়ির মূল্য ১ কোটি ৮০ লাখ থেকে ২ কোটি টাকা পর্যন্ত। টুইন টার্বো চার্জড ও ইন্টারকুলড ডিওএইচসি ৩২ বাল্বের ভি এইট ডাইরেক্ট ফুয়েল ইনজেকশন ইঞ্জিনসমৃদ্ধ গাড়িটিতে ৮ গতির স্বয়ংক্রিয় গিয়ার সিস্টেম ব্যবহৃত হয়েছে।

৫৮০ অশ্বশক্তিসম্পন্ন গিবলি প্রতি ঘণ্টায় ৩২৬ কিমি বেগে ছুটতে পারে। মাত্র ৪.৩ সেকেন্ডে গাড়িটি শূন্য থেকে ১০০ কিমি গতি তুলতে সক্ষম। প্রতি লিটার জ্বালানি খরচ করে গিবলি শহর ও মহাসড়কে মিলে প্রায় ২০ কিমি পথ পাড়ি দিতে সক্ষম। ৮০ লিটার পর্যন্ত জ্বালানি ধারণ করতে পারে গাড়িটি।
মাজেরাতির চার চাকায় নিরাপত্তার জন্য ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। ইতালিয়ান স্টাইলের আসন, চালককেন্দ্রিক নিয়ন্ত্রণ, প্যাডেল শিফটার, ১০.১ ইঞ্চি ফ্রেমলেস এইচডি স্ক্রিন, মাজেরাতি ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট ও সুপরিসর আসন গাড়িটির দর্শনে পূর্ণতা এনেছে। নিরাপত্তার দিক থেকে বিলাসবহুল এ গাড়ি ইউরা এনকেপ সেফটি রেটিংয়ে পাঁচতারকাসমৃদ্ধ।

বিলাসহুল গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান কনটিনেন্টাল মোটরসের জ্যেষ্ঠ বিক্রয় কর্মকর্তা তারেক মাহমুদ বলেন, ‘ক্রেতার অগ্রীম ফরমায়েশ বা চাহিদার ভিত্তিতে আমরা ইউরোপিয়ান গাড়িগুলো দেশের বাজারে আমদানি করে থাকি। গাড়ির বাজার প্রতিনিয়ত সমৃদ্ধ হচ্ছে। এবারের মোটর শোতে আমরা জাপানি গাড়িগুলোর পাশাপাশি ইউরোপিয়ান গাড়িগুলোও প্রদর্শন করেছি। দর্শনার্থীরা আগ্রহের সঙ্গে এসব গাড়ি পর্যবেক্ষণ করেছেন। গাড়ির ওপার শুল্কহার কমানো হলে ইউরোপিয়ান গাড়ির চাহিদা আরও বৃদ্ধি পাবে। মূলত বিলাসবহুল গাড়ির বাজারে ইউরোপিয়ান গাড়ির ব্যাপক চাহিদা রয়েছে।’

প্রকাশ: ২৬ জুন ২০২২, ১০: ৪৭
বিজ্ঞাপন