হেলিপ্যাড আর ক্রেনসহ বিশ্বের সবচেয়ে দামি সাপোর্ট শিপ কিনলেন মার্ক জাকারবার্গ
শেয়ার করুন
ফলো করুন

মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ সম্প্রতি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সাপোর্ট শিপ ‘U-81’ কিনে আবারও আলোচনায়। ১০০ মিলিয়ন ডলার মূল্যের এই বিশাল জাহাজটি তার ৩৩০ মিলিয়ন ডলারের সুপারইয়াট বহরে নতুন সংযোজন। এর ফলে জাকারবার্গ এখন শুধু প্রযুক্তি বিশ্বের নেতা নন, বিলাসবহুল সমুদ্রজগতেও এক শক্তিশালী নাম।

'Damen U-81' নামের এই ২৫২ ফুট দীর্ঘ জাহাজটি কেবল একটি সহায়ক জাহাজ নয়, বরং একটি ভাসমান বিলাসবহুল রিসোর্ট। এতে রয়েছে হেলিপ্যাড, সাবমেরিন ওঠানামার জন্য শক্তিশালী ক্রেন, টেন্ডার বোটস, একটি জিম, স্পা, স্টিম রুম, মাসাজ রুম এবং অতিরিক্ত চারটি গেস্ট কেবিন। U-81 এতটাই বহুমুখী যে এর ফরডেকে হেলিকপ্টার না নামলে সেখানে একটি বাস্কেটবল কোর্টও বানানো যেতে পারে।

জাকারবার্গ এর আগেই কিনেছিলেন ফেডশিপ (Feadship) কোম্পানির তৈরি লঞ্চপ্যাড (Launchpad) ও ডেমেন (Damen) কোম্পানির তৈরি ড্যাপল (Dapple) ইয়াট। পরে তিনি ড্যাপল-এর নাম পরিবর্তন করে রাখেন উইংম্যান (Wingman)। আর এখন U-81 যোগ হলো তার এই বহরে। অনেকেই প্রশ্ন তুলছেন এখন তার উইংম্যান এর কি প্রয়োজন। কারণ U-81-এ যে কোন ইয়াটের চেয়েও বেশি সুবিধা বিদ্যমান।

জাকারবার্গ এর আগেই কিনেছিলেন লঞ্চপ্যাড
জাকারবার্গ এর আগেই কিনেছিলেন লঞ্চপ্যাড

বিশ্বের ধনী ব্যক্তিদের মাঝে সুপারইয়াট যেন এক নতুন প্রতিযোগিতার ক্ষেত্র। অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোসের রয়েছে ‘Koru’ এবং ‘Abeona’ নামের দুটি ইয়াট। জাকারবার্গের নতুন ইয়াট কেনাকে অনেকেই দেখছেন প্রতিযোগিতা হিসেবে। সমালোচকেরা বলছেন এটি হয়তো এক নিঃশব্দ বার্তা।

বিজ্ঞাপন

এই বিলাসিতা অবশ্য সবাইকে খুশি করেনি। সম্প্রতি নরওয়ের আর্কটিক অঞ্চলের স্পর্শকাতর স্ভ্যালবার্ড দ্বীপে জাকারবার্গ তার দুই ইয়াট নিয়ে হেলি-স্কিইং ট্রিপে যান। এতে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রতিবাদে নামে। তাদের প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘Svalbard can’t afford the super-rich’। আর এখন, যখন জানা গেল তিনি আরও একটি বিশাল জাহাজ কিনেছেন, অনেকেই হয়তো বলবে, ‘দয়া করে এটাও এখানে আনবেন না’।লা

মার্ক জাকারবার্গের তৃতীয় ইয়াট কেনা নিছক বিলাসিতা নয়, বরং এটি এক নতুন ধরনের ব্যক্তিগত ক্ষমতা ও প্রতিপত্তির প্রকাশ। যেখানে অনেক অতি ধনীদের কেউ কেউ তাদের বিলাসী সামগ্রীর পরিমাণ কমিয়ে আনছে। সেখানে জাকারবার্গের সামুদ্রিক বিলাসিতায় নিজের সাম্রাজ্য গড়ে তুলছেন। তাই প্রশ্ন থেকেই যায়-এই বিলাসিতা কি শুধুই ব্যক্তিগত আরাম, না এর পেছনে আছে আরও গভীর কোন অর্থ।

সূত্র: লাক্সারি লঞ্জেজ

ছবি: লাক্সারি লঞ্জেজ–এর ইনস্টাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ০৩ মে ২০২৫, ১৩: ০৭
বিজ্ঞাপন