কারণ, কাদা ও বৃষ্টির পানি আপনার প্রিয় বাহনের বিভিন্ন যন্ত্রাংশের ক্ষতি করতে পারে। সঠিক যত্ন না নিলে আপনার বাইকের পারফরম্যান্স এবং স্থায়িত্ব দুটোই প্রভাবিত হতে পারে।
বৃষ্টির দিনে বাইক কিংবা স্কুটারের যত্নে কিছু গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখলে ভালো থাকবে আপনার শখের যানবাহনটি।
বৃষ্টির দিনে রাস্তায় কাদা ও ধুলা সহজেই বাইকে জমে যায়। রাইড শেষ করার পর বাইক ভালোভাবে ধুয়ে ফেলুন। কাদা, পানি ও ধুলোর জমে থাকা অংশে মরিচা ধরার ঝুঁকি থাকে।
বৃষ্টির পানিতে চেইন দ্রুত শুকিয়ে যায় এবং মরিচা ধরতে শুরু করে। প্রতিবার রাইডের পর চেইন শুকিয়ে নিয়ে বাইকের জন্য বিশেষভাবে তৈরি চেইন লুব্রিক্যান্ট ব্যবহার করুন, যাতে তা মসৃণ ও ক্ষয়মুক্ত থাকে।
পানি ও কাদা ব্রেকের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে। নিয়মিতভাবে ব্রেক প্যাড ও ডিস্ক চেক করুন। ব্রেক স্লিপ করলে তাৎক্ষণিক সমাধানের ব্যবস্থা নিন।
বাইকে পার্কিংয়ের সময় অবশ্যই একটি ভালো মানের বাইক কভার ব্যবহার করুন। ইঞ্জিন এবং ইলেকট্রিক সংযোগগুলো যেন বৃষ্টির পানিতে না ভেজে, সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন।
ভেজা রাস্তায় টায়ারের গ্রিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিশ্চিত হোন টায়ারের ট্রেড ঠিক আছে কি না এবং গ্রিপ পর্যাপ্ত আছে। সপ্তাহে অন্তত ২-৩ বার টায়ারের প্রেশার চেক করুন।
মাডগার্ড বা বাইক ম্যাট ব্যবহার করলে কাদা ছিটে বাইক এবং চালকের গায়ে পড়া কমে যায়। এটি বাইকের সৌন্দর্য রক্ষার পাশাপাশি আপনাকেও পরিষ্কার রাখে।
ফাঁকা ফুয়েল ট্যাংকে কনডেনসেশন হয়ে পানি জমে যেতে পারে, যা ইঞ্জিনের জন্য ক্ষতিকর। বৃষ্টির দিনে ট্যাংক অর্ধেকের বেশি ভর্তি রাখার চেষ্টা করুন।
বর্ষাকালে বাইক চালানো যতটা উপভোগ্য, ততটাই চ্যালেঞ্জিং। একটু বাড়তি যত্ন এবং সচেতনতা আপনার বাইককে দীর্ঘদিন ভালো অবস্থায় রাখতে সাহায্য করবে। এই মৌসুমে বাইকের প্রতি যত্নশীল হোন, নিরাপদে চালান, আর বৃষ্টির সৌন্দর্য উপভোগ করুন।
ছবি: লেখক