সানরুফেরও আছে নানা ধরণ
শেয়ার করুন
ফলো করুন

১৯৩৭ সালে ন্যাশ মোটরস নামের প্রতিষ্ঠান গাড়িতে ছাদ খোলার প্রযুক্তি উদ্ভাবন করে। এরপর থেকেই সুবিধাটি জনপ্রিয় হতে থাকে। বিলাসবহুলের পাশাপাশি সেডান, হ্যাচব্যাক, মিনিভ্যান, এসইউভিসহ মাঝারি মূল্যের গাড়িগুলোতেও ছাদ খোলার সুযোগ সংযুক্ত হয়। জেনে নিই গাড়ির ছাদ খোলার এই প্রযুক্তির প্রকারভেদ।

বিজ্ঞাপন

প্যানারমিক সানরুফ

গাড়ির ভেতরে বসে যদি গাড়ির যেকোনো বসার স্থান থেকেই আকাশ বা ওপরে দেখার ব্যবস্থা থাকলে তাকে প্যানারমিক সানরুফ বলে। এ ধরনের ছাদ খোলার সুবিধা দুটি ভাগে বিভক্ত। চালকের আসনের দিক থেকে এই ছাদটিকে উন্মুক্ত করা যায়। প্যানারমিক সানরুফ গাড়ির ছাদের বেশির ভাগ অংশকে উন্মুক্ত করতে পারে। গাড়ির ওপর কাচের আবরণের নিচে আরও একটি সফটবোর্ডের (সিলিং) আবরণ থাকে। যদি সূর্যের আলো যাত্রীর জন্য কষ্টকর হয়, সে ক্ষেত্রে সিলিংয়ের সাহায্যে কাচটি ডেকে দিতে পারে। এতে বাইরের আলো গাড়ির ওপর থেকে প্রবেশ করতে পারে না। ছাদ খোলার মধ্যে এই সুবিধাটি বিলাসবহুল গাড়িতে বেশি দেখা যায়। প্যানারমিক সানরুফের কারণে গাড়ি ভেতর থেকেও বেশ প্রশস্ত মনে হয়। ভেতরে বসে বা গাড়ির ভেতর দাঁড়িয়ে মাথা বের করে গাড়ির চারদিকে দেখার সুবিধা প্যানারমিক সানরুফ সুবিধাসংবলিত গাড়িতে পাওয়া যায়।

বিজ্ঞাপন

মুনরুফ

প্যানারমিক সানরুফের সঙ্গে মুনরুফের মূল পার্থক্য হলো এখানে গাড়ির ওপরের কাচটি খোলা যায় না। অন্য গাড়ির সাধারণ ছাদের মতোই মুনরুফ হয়ে থাকে। গাড়ির ছাদে বড় একটি কাচ বসিয়ে মুনরুফ বানানো হয়। মুনরুফ সুবিধাসংবলিত গাড়িগুলোতেও যাত্রীরা আকাশ দেখার স্বাদ গ্রহণ করতে পারেন। তবে ওপরের কাচটি নির্দিষ্ট থাকার কারণে এখানে ছাদ খোলার সুবিধা মেলে না। নামের সঙ্গে মিল রেখে মূলত চাঁদ দেখার সুবিধা পাওয়া যায় বলেই এই ছাদটির নাম মুনরুফ। কিছু কিছু গাড়িতে ছোট আকারেও মুনরুফ ব্যবহৃত হয়। এ ক্ষেত্রে চালক সারিতে অথবা দ্বিতীয় সারির যাত্রীদের জন্য আলাদা কাচ অথবা যেকোনো একটি সুবিধা যুক্ত করেও গাড়িতে মুনরুফ দেখা যায়।

সানরুফ

গাড়ির ছাদের যেকোনো অংশ খোলার সুবিধা থাকলে সে গাড়িতে সানরুফ আছে বলে ঘোষণা দেওয়া হয়। সানরুফে স্বচ্ছ কাচের পরিবর্তে রঙিন বা কালো কাচ ব্যবহার করা হয়। এতে তির্যক আলো চোখে পড়ে না। সানরুফ সুবিধাসংবলিত গাড়িতে পর্যাপ্ত পরিমাণ বাইরের বাতাস এবং আলো প্রবেশ করতে পারে।
মোট কথা, এই প্রযুক্তিটি সানরুফ হিসেবে জনপ্রিয় হলেও এর আরও দুটি রূপ রয়েছে। সানরুফ গাড়ির সৌন্দর্য বৃদ্ধি করে। পাশাপাশি গাড়ির দরজা-জানালা বন্ধ করে সরাসরি সূর্যের আলো বা বাতাসের সংস্পর্শ পেতে চাইলে এই সুবিধার বিকল্প নেই। অনেকেই গাড়ির ছাদ কেটে সানরুফ প্রতিস্থাপিত করেন। দক্ষ টেকনিশিয়ান বা অটোমোবাইল ওয়ার্কশপে সানরুফে প্রতিস্থাপনের কাজ করানো না হলে ভবিষ্যতে গাড়ির ছাদ থেকে পানি প্রবেশের আশঙ্কা থাকে। ছাদের সিলগুলো যথার্থ না হলেও ছিদ্র দিয়ে পানি প্রবেশ করবে। তাই বিকল্প উপায়ে সানরুফ গাড়িতে সংযুক্ত না করাই উত্তম।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ২৫ মে ২০২২, ০৭: ৫৯
বিজ্ঞাপন