বর্ষপূর্তিতে ফিরে দেখা: হাল ফ্যাশনের স্মরণীয় ১০ কন্টেন্ট
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

১১ এপ্রিল, ২০২৪-এ দুই পেরিয়ে তিন বছরে পা দিল দেশের প্রধান ফ্যাশন ও লাইফস্টাইল পোর্টাল হাল ফ্যাশন। এই দুই বছরে হাল ফ্যাশনের বিভিন্ন উল্লেখযোগ্য কন্টেন্টের মধ্যে এই দশটিকে এগিয়ে রাখা যায় আইডিয়া, বিষয়বস্তু আর উপস্থাপনার দিক থেকে।

১. শার্লক হোমস দিবস: শার্লকিয়ানা ( স্টাইল)

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই গোয়েন্দা চরিত্র তাঁর সাজপোশাক ও সিগনেচার স্টাইলে সব সময় মুগ্ধ করে চলেছেন আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধরে। বইয়ের পাতায়, চলচ্চিত্রে ও টিভি সিরিজে শার্লক বিভিন্ন রূপে ও সময়েও খুবই আধুনিক, স্টাইলিশ ও বিশিষ্ট। আন্তর্জাতিক শার্লক হোমস দিবসে শার্লকের দেশি রূপকে তুলে ধরার এক অনন্য প্রয়াস এই কন্টেন্টটি।

২. স্মৃতিতে হুমায়ূন আহমেদ: হিমু আর রূপার গল্প ( যাপন )

হলুদ পাঞ্জাবি পরা হিমুরা যুগে যুগে আসবে,

আর রূপারা তাদেরকে এভাবেই ভালোবাসবে।

হিমুকে আমরা সবাই চিনি। হলুদ পাঞ্জাবি পরা হিমু আর নীল শাড়িতে রূপবতী রূপার ভালোবাসার গল্প পড়তে পড়তে মন কেমন করে ওঠেনি, এমন মানুষ খুঁজে পাওয়াই দুষ্কর। কালজয়ী লেখক হুমায়ূন আহমেদের সৃষ্ট এই হিমু চরিত্র একই সঙ্গে জটিল আর সর্বজনীন। হিমু আর রূপার মতো মনে হয় প্রজন্ম থেকে প্রজন্মান্তরের পাঠকদের এভাবে আর কোনো চরিত্র টানতে পারেনি। আর হুমায়ূন স্মরণে এই জনপ্রিয় চরিত্র দুটির সহজাত রূপ রিক্রিয়েট করা হয়েছে।

বিজ্ঞাপন

৩.বডি পজিটিভ ফ্যাশন বিপ্লব ( স্টাইল )

টেলিভিশনের নাটক বা ছায়াছবিগুলোর কেন্দ্রীয় চরিত্রের সফল সুখী মানুষটি যুগ যুগ ধরে শুধুই অত্যন্ত সুন্দর, নিখুঁত দৈহিক বৈশিষ্ট্যযুক্ত, মাপমতো ফিগারের অধিকারী। রম্য চরিত্র বা পার্শ্বচরিত্রে হয়তো কোনো অপেক্ষাকৃত ভারী বা অতি ক্ষীণ শরীরের কারোর পর্দা উপস্থিতি দেখানো হয় লোক হাসানোর জন্য। এই ব্যাপারগুলো বিশ্বের বিশাল এক জনগোষ্ঠীর মনস্তাত্ত্বিক জীবনে ঠিক কতটা ক্ষতিসাধন করছে, তা ভাবতে গেলে আতঙ্কিত হওয়ার কথা। শোবিজ জায়ান্ট আর ফ্যাশন দুনিয়ার নেতৃত্বদানকারী বড় বড় ব্র্যান্ডগুলো প্রকৃতপক্ষে এর দায় এড়াতে পারে না। তবে বছর পাঁচেক ধরে ফ্যাশনজগতে এ ব্যাপারে বেশ বড় পরিবর্তন আসছে। আর সেই আশার আলোয় উদ্ভাসিত ফটোশুটে নন মডেলদের অংশগ্রহণে প্রাণবন্ত রূপে ধরা দিয়েছে বডি পজিটিভিটির মূলমন্ত্র এখানে।

৪.বডি জুয়েলারিতে বাঁধনের সৌন্দর্য রসায়ন ( তারকা)

জনপ্রিয় চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন বারবার নজর কাড়েন বডি জুয়েলারি দিয়ে। ছবির রাজসিক ও ব্যতিক্রমধর্মী গয়নার ডিজাইনার সিক্স ইয়ার্ডস স্টোরির কর্ণধার জেরিন তাসনিম খান, ব্লাউজ ডিজাইনার আনার কলি খান আর অভিনেত্রী বাঁধনের সৌন্দর্য রসায়নে টইটম্বুর এ কন্টেন্টটিতে রয়েছে ডিজাইন ডিটেইলসের সম্পূর্ণ আখ্যান।

বিজ্ঞাপন

৫. আমার কাছে বাড়ি মানে আশ্রয় আর প্রশ্রয়: রাহুল আনন্দ ( মুখোমুখি)

বাড়ি আসলে কী? এ এক জটিল প্রশ্ন। আর এই প্রশ্নের উত্তর খুঁজতে শিল্পী রাহুল আনন্দের মুখোমুখি হয়েছিল হাল ফ্যাশন। কারণ, ১৪০ বছরের পুরোনো যে ভাঙা বাড়িটায় রাহুল থাকেন, সেটা নানা সময় বিস্তর আলোচনায় থাকে। এই বাড়িতে আতিথ্য নিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। আবার এই বাড়ির গল্পে জানা যায় বহু অজানা কাহিনী।

৬. কারাগার ওয়েব সিরিজ ( মেকআপ)

বিশ্বাসযোগ্য লুকের অবিশ্বাস্য রূপায়ণ নিয়ে এই কন্টেন্ট।‘কারাগার’-এ তখন আটকা পড়েছেন ফিকশন ফিল্মপ্রেমীরা। তবে অন্য সবকিছু ছাপিয়ে এই ওয়েব সিরিজের চরিত্রগুলোর অবিশ্বাস্য রকমের বিশ্বাসযোগ্য লুক নিয়েই চলছিল সবচেয়ে বেশি আলোচনা। মেকওভারের সার্বিক দায়িত্বে থাকা আতিয়া রহমানের কাছ থেকে বিস্তারিত জেনে নিয়ে করা হয়েছিল এই ইউনিক কন্টেন্ট।

৭. আলোঝলমলে চট্টগ্রামের লাইটহাউস ( ঘরেবাইরে)

হাল ফ্যাশনের এখনকার কান্ডারী আর প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান মুনির হাসানের লেখা মানেই পার্সোনাল টাচের সঙ্গে সম্পূর্ণ ডিটেইলস। তিনি লিখেছেন, 'যে কয়টা উদ্দেশ্য নিয়ে চট্টগ্রাম এসেছি, এটি তার একটি। আগে থেকে ঠিক করে রেখেছি, অন্ধকার নামলেই কেবল সেটি দেখতে যাব। গাড়ি গোলপাহাড় মোড় থেকে মেহেদীবাগের দিকে মোড় ঘোরাতেই সুন্দর দৃশ্যটি ফুটে উঠল। ফেসবুকের ছবিতে যেমন দেখেছি, বাস্তবে তার চেয়েও বেশি সুন্দর। এলাকার লোকেরা যে একে ‘দ্য লাইটহাউস অব মেহেদীবাগ’ বলেন, তাতে কোনো অত্যুক্তি হয় না'। আর তাঁর চোখ দিয়ে এই লাইটহাউস বহুদিন ধরে দেখে চলেছেন হাল ফ্যাশনের বহুল পঠিত লেখাটি৷

৮. মা দিবসের বিশেষ আয়োজন চোখ খুললেই চমক ( খাওয়াদাওয়া)

মা দিবসে মায়ের জন্য একটু বিশেষ কিছু করার চিন্তা সবারই থাকে। কিশোর বা যুবা বয়সী বা ছোট ছেলেমেয়েদের সঙ্গে নিয়ে বাবারা এই দিনে নাশতার সারপ্রাইজ দেওয়ার আয়োজন করতে পারেন মায়ের জন্য। হাল ফ্যাশনের পরিকল্পনায় পুত্রকে সঙ্গে তার মায়ের জন্য জম্পেশ নাশতার আয়োজন করেছিলেন এই দিবসে দেশের বরেণ্য ও অকালপ্রয়াত ডিজাইনার এমদাদ হক।

৯. ঈদে চার ডিজাইনারের চমক ( ফ্যাশন)

ঈদ মানেই ভরপুর খাওয়াদাওয়া।এসব ব্যঞ্জন কিংবা এর কোনো উপকরণও হতে পারে সৃজনের প্রেরণা। এমন একটা ধারণা নিয়ে আমাদের কথা হয় দেশের চারজন প্রথিতযশা ফ্যাশন ডিজাইনার চন্দনা দেওয়ান, এমদাদ হক, ফারাহ আঞ্জুম বারী আর ফারজানা রিপার সঙ্গে। তাঁরাও বিষয়টি সানন্দ গ্রহণ করেন। আর সেই প্রেরণায় তৈরি করে ফেলেন ঈদে তো বটেই, যেকোনো সময়, যেকোনো উৎসব আর উপলক্ষে পরার মতো পোশাক। তিনজনই করেছেন শাড়ি। আর একজন শর্ট কামিজ ও ফ্লেয়ার্ড প্যান্ট। না, এখানেই শেষ নয়; বরং তাঁরা সেই উপকরণকে উপজীব্য করে রেঁধেছেন একটি করে পদ। অসন আর বসনের যুগলবন্দী জমিয়ে দিয়েছে ঈদের উদযাপনকে। আর এই চমকপ্রদ কন্টেন্টটির পরিকল্পনা থেকে শুরু করে এর বাস্তবায়ন ও লেখনীর মাধ্যমে সবকিছু জীবন্ত করে তোলেন হাল ফ্যাশনের কন্টেন্ট কন্সালট্যান্ট, অভিজ্ঞ ফ্যাশন সাংবাদিক শেখ সাইফুর রহমান।

১০. ২০২৩-এ টেইলর সুইফটের ১০ তেলেসমাতি ( তারকা)

একের পর এক রেকর্ড ভেঙে দৃপ্ত পদে নিজের ক্যারিয়ারের জয়যাত্রায় এগিয়ে যাওয়া পপ রাজকুমারী টেইলর সুইফটকে নিয়ে আমাদের দেশে হাল ফ্যাশনই প্রথম বিস্তারিত কন্টেন্ট করা শুরু করে। ২০২৩ এ সদ্য বিলিয়নিয়ার ক্লাবে যোগ দেওয়া মার্কিন পপ তারকা টেইলর সুইফট এখন বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় এসেছেন। বছরজুড়েই বিভিন্ন ঘটনার কারণে টেইলর রয়েছেন আলোচনার শীর্ষে।

ছবি: হাল ফ্যাশন

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৪, ১৬: ৪০
বিজ্ঞাপন