
আন্দোলন, সংঘাত আর মৃত্যুর মিছিলে ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভে নিহত ব্যক্তির সংখ্যা বেড়ে অন্তত ২ হাজার ৫৭১–এ দাঁড়িয়েছে। ইরান অবশ্য সবসময় এখনকার মতো ছিল না। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের আগে পাহলভি রাজবংশের শাসনামলে ইরানে আধুনিকায়ন ও পাশ্চাত্যঘেঁষা সমাজব্যবস্থা চালু ছিল। শহুরে জীবনধারা ছিল ঝলমলে ও বিশ্বমুখী। তবে তা ইরানের সমাজ, অর্থনীতি ও রাজনীতিতে গভীর টানাপোড়েন সৃষ্টি করেছিল। তেহরানসহ বড় শহরগুলো ছিল আধুনিক ও কসমোপলিটন। পশ্চিমা পোশাক, গান ও সিনেমা জনপ্রিয় ছিল। নাইটক্লাব ও বার ছিল শহুরে জীবনের স্বাভাবিক অংশ। ১৯৬৩ সালের হোয়াইট রেভল্যুশন-এর মাধ্যমে নারীরা ভোটাধিকার পান, উচ্চশিক্ষায় উৎসাহিত হন এবং সরকার ও আইন পেশাসহ নানা ক্ষেত্রে কাজ করতে শুরু করেন। আগে আসলে কেমন ছিল ইরান? এ প্রশ্নের উত্তর পাওয়া যায় নানা দুর্লভ ভিডিও ও ছবিতে, যেগুলো ইরানি শেকড়ের অনেকেই এখন ইন্সটাগ্রাম ও ইউটিউবসহ নানা সামাজিক মাধ্যমে দিচ্ছেন। চলুন এমন কিছু ছবি ও ভিডিওতে দেখে আসি ইরানের প্রি-রেভোল্যুশন জীবনযাত্রার চিত্র।

















ছবি: ইন্সটাগ্রাম