তারুণ্যের যত কথা, রং আর ছবি : মিরপুর ১২
শেয়ার করুন
ফলো করুন

জুলাই মাসে কত দিন হয়? পঞ্জিকার পাতা বলবে ৩১। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতার কাছে ২০২৪ সালের জুলাই ছিল দীর্ঘতম। জেন- জি প্রজন্ম ৩৬ জুলাই, পঞ্জিকা মতে ৫ আগস্ট জয়ী হয়। তারপর থেকে শুরু হয়ে এখনো চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। দেশের সবগুলো সড়কে ছাত্ররাই ট্রাফিক পুলিশ, তাঁরাই পরিচ্ছন্নতা কর্মী, রাতে তাঁরাই অতন্দ্র প্রহরী। চারদিকে তারুণ্যের জয়জয়কার।  সেসব সাফল্য গাঁথা আর দেশকে নতুন করে গড়ার দৃঢ় প্রত্যয়ে রঙিন হচ্ছে শহরের দেয়ালগুলো। আঁকা হচ্ছে নানা ধরনের নজরকাড়া গ্রাফিতি। দেয়াল, রাস্তা, দোকানের শাটার, মেট্রোরেলের পিলার জুড়ে এখন নজর কাড়ছে অসংখ্য কথা রং আর ছবি। মিরপুর ১২তেও চোখে পড়ছে একই চিত্র। দল বেধে সবাই আঁকছে গ্রাফিতি।

১/২৫
রাষ্ট্র মেরামতের প্রত্যয়
রাষ্ট্র মেরামতের প্রত্যয়
বিজ্ঞাপন
২/২৫
দূর্নীতির বিরুদ্ধে আওয়াজ
দূর্নীতির বিরুদ্ধে আওয়াজ
বিজ্ঞাপন
৩/২৫
মুক্তি মিলল অবশেষে
মুক্তি মিলল অবশেষে
৪/২৫
সবাই মিলে রাঙিয়ে তুলি চারপাশ
সবাই মিলে রাঙিয়ে তুলি চারপাশ
৫/২৫
জেন-জিরা শুধু ন্যায় আর স্বাধীনতা চেয়েছে
জেন-জিরা শুধু ন্যায় আর স্বাধীনতা চেয়েছে
৬/২৫
এসেছে নতুন সকাল
এসেছে নতুন সকাল
৭/২৫
ভ্যান গগের স্টারি নাইট এখন রক্তলাল। বিজয়ের লাল, রক্তের লাল।
ভ্যান গগের স্টারি নাইট এখন রক্তলাল। বিজয়ের লাল, রক্তের লাল।
৮/২৫
শহিদ রাকিবের জন্য শ্রদ্ধাঞ্জলি
শহিদ রাকিবের জন্য শ্রদ্ধাঞ্জলি
৯/২৫
কোটা পদ্ধতির সংস্কার চেয়েছিল ছাত্ররা। এনে দিয়েছে এক নতুন দেশ।
কোটা পদ্ধতির সংস্কার চেয়েছিল ছাত্ররা। এনে দিয়েছে এক নতুন দেশ।
১০/২৫
দেশের জন্য মরতে জানে ওরা
দেশের জন্য মরতে জানে ওরা
১১/২৫
শহিদ আবু সাঈদ পথ দেখিয়েছে জীবন দিয়ে
শহিদ আবু সাঈদ পথ দেখিয়েছে জীবন দিয়ে
১২/২৫
পানি লাগবে, পানি? মুগ্ধকে  কি ভোলা যায়!
পানি লাগবে, পানি? মুগ্ধকে কি ভোলা যায়!
১৩/২৫
জেন-জিরা বিশ্বাসী বিপ্লবে
জেন-জিরা বিশ্বাসী বিপ্লবে
১৪/২৫
দেশটা সব ধর্মের মানুষের।
দেশটা সব ধর্মের মানুষের।
১৫/২৫
গণজোয়ারে ভেসে যায় সব শক্তি
গণজোয়ারে ভেসে যায় সব শক্তি
১৬/২৫
এই মিছিল দেশের জন্য
এই মিছিল দেশের জন্য
১৭/২৫
৫ আগস্ট না। ৩৬ জুলাই বিজয় পেয়েছি আমরা অনেক রক্তের বিনিময়ে
৫ আগস্ট না। ৩৬ জুলাই বিজয় পেয়েছি আমরা অনেক রক্তের বিনিময়ে
১৮/২৫
মিরপুরের এই গ্রাফিতি আঁকায় সমন্বয় করেছেন বিইউপি-এর ছাত্ররা
মিরপুরের এই গ্রাফিতি আঁকায় সমন্বয় করেছেন বিইউপি-এর ছাত্ররা
১৯/২৫
পাহাড়িদের বঞ্চনার ইতিহাসের অবসান ঘটুক
পাহাড়িদের বঞ্চনার ইতিহাসের অবসান ঘটুক
২০/২৫
আয়নাঘরের রক্ত হিম করা গল্প
আয়নাঘরের রক্ত হিম করা গল্প
২১/২৫
শহিদ জোবায়েরকে শ্রদ্ধা
শহিদ জোবায়েরকে শ্রদ্ধা
২২/২৫
আইনের শাসন সবার আগে চাই
আইনের শাসন সবার আগে চাই
২৩/২৫
এসেছিল ছোটরাও
এসেছিল ছোটরাও
২৪/২৫
রংতুলিতে মনে ভাব প্রকাশ ঘটেছে সেখানে
রংতুলিতে মনে ভাব প্রকাশ ঘটেছে সেখানে
২৫/২৫
ন্যায় আর স্বাধীনতা প্রতিষ্ঠায় প্রত্যয় ফুটে উঠেছে এসব দেয়ালচিত্রে
ন্যায় আর স্বাধীনতা প্রতিষ্ঠায় প্রত্যয় ফুটে উঠেছে এসব দেয়ালচিত্রে

ছবি: আশিকুর রহমান

প্রকাশ: ১০ আগস্ট ২০২৪, ১০: ০২
বিজ্ঞাপন