জুলাই মাসে কত দিন হয়? পঞ্জিকার পাতা বলবে ৩১। কিন্তু বাংলাদেশের ছাত্র-জনতার কাছে ২০২৪ সালের জুলাই ছিল দীর্ঘতম। জেন- জি প্রজন্ম ৩৬ জুলাই, পঞ্জিকা মতে ৫ আগস্ট জয়ী হয়। তারপর থেকে শুরু হয়ে এখনো চলছে রাষ্ট্র সংস্কারের কাজ। দেশের সবগুলো সড়কে ছাত্ররাই ট্রাফিক পুলিশ, তাঁরাই পরিচ্ছন্নতা কর্মী, রাতে তাঁরাই অতন্দ্র প্রহরী। চারদিকে তারুণ্যের জয়জয়কার। সেসব সাফল্য গাঁথা আর দেশকে নতুন করে গড়ার দৃঢ় প্রত্যয়ে রঙিন হচ্ছে শহরের দেয়ালগুলো। আঁকা হচ্ছে নানা ধরনের নজরকাড়া গ্রাফিতি। দেয়াল, রাস্তা, দোকানের শাটার, মেট্রোরেলের পিলার জুড়ে এখন নজর কাড়ছে অসংখ্য কথা রং আর ছবি। মিরপুর ১২তেও চোখে পড়ছে একই চিত্র। দল বেধে সবাই আঁকছে গ্রাফিতি।
ছবি: আশিকুর রহমান