আজ মঙ্গলবার সকালে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্ট (বিএপি), সোসাইটি অব সুইসাইড প্রিভেনশন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স কমিউনিটি আয়োজন করে ‘মেন্টাল ওয়েলনেস রান’–এর। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হয়ে যাওয়া এই পাঁচ কিলোমিটার ম্যারাথনে পৃষ্ঠপোষকতায় ছিল এসিআই ফার্মা। যেখানে মোট ১৬০ জন রানার অংশগ্রহণ করেন। মানসিক স্বাস্থ্যসচেতনতায় এই আয়োজন করা হয়।
১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপনের লক্ষ্যে লাইফস্প্রিং আয়োজন করতে যাচ্ছে ফ্যামিলিসেন্ট্রিক ওয়েল বিং সামিটের। যেখানে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব, নিজেদের মধ্যে কথা বলা, কাউন্সেলিং, মানসিক স্বাস্থ্য নিয়ে সামাজিক কুসংস্কার, সামাজিক ও ব্যক্তিগত পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং মানবিক দৃষ্টিকোণ নিয়ে সেমিনারের আয়োজন করা হবে। এই দিনকে উপলক্ষ করে ১৪ অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হচ্ছে ওয়েল বিং সামিটের। এই সামিটে স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ, থেরাপিস্ট, প্রশিক্ষক এবং সাধারণ আগ্রহীরা অংশগ্রহণ করবেন। সেই সঙ্গে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন, এমন সেরা ১০ জনকে পুরস্কৃত করা হবে। সামিটের প্রতিপাদ্য বিষয় ‘পরিবার প্রথমে, সেখান থেকেই শুরু হোক’।"
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগ, বাংলাদেশ সাইকোলজি সোসাইটি এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় আয়োজন করে মানসিক স্বাস্থ্য দিবসের সচেতনতা বিষয়ে এক সেমিনারের। যেখানে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশগ্রহণ করেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড হসপিটালের আয়োজনে গত সোমবার থেকে শিল্পকলা একাডেমিতে আয়োজিত হচ্ছে বিশেষ আর্ট এক্সিবিশনের। এ ছাড়া বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে ‘আমার মন, আমার অধিকার’ প্রতিপাদ্য নিয়ে ট্রান্সজেন্ডার, হিজড়া ও লিঙ্গবৈচিত্র্যময় জনগোষ্ঠীর মানসিক স্বাস্থ্য পরিষেবার নানা বিষয় সামনে এনে ইউএসএআইডির সমতা প্রকল্পের সহযোগিতায়, বাংলাদেশ মেডিকেল স্টুডেন্ট সোসাইটির সঙ্গে যৌথভাবে দিবসটি উদযাপন করবে বন্ধু।
ছবি: সংগ্রহ