আপনি যদি তাঁদের মধ্যে একজন হন, যাঁরা বৃষ্টি একটু বেশিই ভালোবাসেন, তবে আপনাকে মনস্তাত্ত্বিক অভিধানে প্লুভিওফাইল (pluviophile) বলা হয়। পৃথিবীতে বিভিন্ন ব্যক্তিত্বের বিভিন্ন ধরনের মানুষ রয়েছেন। ব্যক্তিত্ব এবং মানুষের প্রকৃতি তাঁদের পছন্দ-অপছন্দ ও দৈনন্দিন রুটিনের ওপর নির্ভর করে। কেউ কেউ উদীয়মান সূর্যের প্রেমে পড়েন, আবার কেউ কেউ লাখ লাখ নক্ষত্রের মাঝে চাঁদ দেখে উৎফুল্ল বোধ করেন। কিন্তু আপনি যদি একজন বৃষ্টিপ্রেমী হন এবং বৃষ্টির প্রতিটি দিক ভালোবাসেন, তাহলে আপনি প্লুভিওফাইলদের একজন। প্লুভিওফাইলদের মেজাজ সম্পূর্ণরূপে আবহাওয়ার ওপর নির্ভর করে। বৃষ্টির মতোই প্লুভিওফাইলরা ডাউন-টু-আর্থ এবং শান্ত ব্যক্তিত্বের অধিকারী।
এঁরা সাধারণত ইন্ট্রোভার্ট, সৃজনশীল ও সংবেদনশীল হন। এঁরা বৃষ্টিকে বিভিন্ন কারণে ভালোবাসেন, যেমন বৃষ্টি পড়ার সময় এর প্রশান্তিদায়ক শব্দ বা ভারী বর্ষণের পর ভেজা মাটির সোঁদা গন্ধ। এ ছাড়া প্লুভিওফাইলরা বৃষ্টির দিনে প্রকৃতিকে উপভোগ করেন, একাকিত্ব উপভোগ করেন। তাঁরা বুঁদ হয়ে বিষণ্ন আকাশ দেখেন এবং মেঘের গর্জন শুনে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এমন মানুষগুলো জীবন সম্পর্কে গভীরভাবে চিন্তা করতে সময় ব্যয় করেন। এই কারণেই যাঁরা বৃষ্টি ভালোবাসেন, তাঁরা খুব চিন্তাশীল ও জ্ঞানীও হন।
প্লুভিওফাইলদের অনুভূতিগুলো নস্টালজিক এবং বৃষ্টিই একমাত্র জিনিস, যা তাঁদের মেজাজকে তাৎক্ষণিকভাবে হালকা করে। তাঁরা জানালার পাশে চুপচাপ বসে ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টির ফোঁটার শব্দ শুনতে ভালোবাসেন। তাঁদের মস্তিষ্কে এবং মনে 'আই লাভ দ্য রেইন' গানটিই সবচেয়ে বেশি উচ্চারিত হয় এবং তাঁরা বারবার বৃষ্টির প্রতি নিজের ভালো লাগা ভালোবাসাটুকু প্রকাশ করতে উদ্গ্রীব থাকেন। বৃষ্টিপ্রেমীদের ব্যক্তিত্ব সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই প্লুভিওফাইলের প্রধান বৈশিষ্ট্যগুলো জানতে হবে।
ইন্ট্রোভার্ট
আপনি কি জানেন, বৃষ্টি হলেই কেঁচো বাইরে বেরিয়ে আসে। বৃষ্টিপ্রেমীদের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। বৃষ্টি হলেই তাঁরা তাঁদের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসেন। তাঁরা নিজেদের রিল্যাক্স মুডে রাখেন এবং নিঃশব্দে তাঁদের চারপাশের সঙ্গ উপভোগ করেন। যদিও বৃষ্টিপ্রেমীরা সাধারণত একা সময় কাটাতে পছন্দ করেন এবং খুব কম সময়ই তাঁরা অন্যের কাছে নিজেকে প্রকাশ করেন। খুব সাধারণভাবেই তাঁদের প্রিয় পানীয় চা বা কফি।
সহজ ব্যক্তিত্ব
বৃষ্টিপ্রেমীরা প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসেন এবং বিশ্বাস করেন, সরলতাই সেরা। তাঁরা শান্ত, শিথিল ও প্রফুল্ল ব্যক্তিত্বের অধিকারী হন; যা তাঁদের চারপাশের সবাইকে খুশি করতে পারে। তাঁরা মানুষ হিসেবে খুব আনন্দদায়ক, বিনয়ী ও সংবেদনশীল।
মানসিকভাবে শক্তিশালীপ্লুভিওফাইলদের যেকোনো সমস্যা মোকাবিলা করার ক্ষমতা প্রকৃতির মতোই প্রখর। বেশির ভাগ সময় তাঁরা সাদাসিধে থাকতে পছন্দ করেন। কিন্তু যখন তাঁরা সমস্যার সম্মুখীন হন, তখন তা থেকে পরিত্রাণের জন্য দৃঢ় চিত্তে চেষ্টা করেন।
সংবেদনশীল
বৃষ্টিপ্রেমীরা তাঁদের চারপাশের পরিবেশের প্রতি বেশ সংবেদনশীল এবং সহজেই অন্যের অনুভূতির সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। তাঁদের আবেগ-অনুভূতির একটি চমৎকার বোঝাপড়া আছে। তাই তাঁরা জানেন অন্যকে কীভাবে মানসিকভাবে প্রশান্ত রাখতে হয়।
সময়ের প্রতি যত্নশীল
যাঁরা বৃষ্টি ভালোবাসেন, তাঁরা জানেন জীবন খুব ছোট। অনর্থক কোনো কিছুতে সময় নষ্ট করা উচিত নয়। তাই তাঁরা এমন কিছু কাজে সময় ব্যয় করেন, যা তাঁদের আনন্দিত করে। মনোবিজ্ঞানীদের মতে, বুদ্বুদের মতো ছোট জিনিসের মধ্যেও তাঁরা সুখ খুঁজে পান।
সৃজনশীল
প্লুভিওফাইলরা বৃষ্টি সম্পর্কে পড়তে, শুনতে, লিখতে এবং আঁকতে পছন্দ করেন; অর্থাৎ কবিতা, গল্প, গান তাঁদের পছন্দের বিষয়। বৃষ্টির দিনগুলো এ ধরনের মানুষের ওপর একটি শান্ত প্রভাব এনে দেয়। তাই তাঁরা বৃষ্টিতে হাঁটা, বৃষ্টিতে ভেজার মতো কাজগুলো উপভোগ করেন।
সূত্র: থট ক্যাটালগ
ছবি: পূর্ণ দাস
মডেল: প্রীতি জামান