যেকোনো সময় মারা যেতে পারেন জাকারবার্গ, বলছে মেটা
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

মার্ক জাকারবার্গ। সারা বিশ্বের নজর সব সময় থাকে টেক জায়ান্ট মেটার প্রতিষ্ঠাতা সিইও জাকারবার্গের দিকে। দ্রুতলয়ে সদাপরিবর্তনশীল আবহের কারণে অন্তর্জালে রাজত্ব করা শীর্ষ নাম মেটাকে চলতে হয় সাবধানে, হিসাব কষে।

জাকারবার্গের ঝুঁকিপূর্ণ বিভিন্ন শখের মধ্যে আছে মিক্সড মার্শাল আর্ট
জাকারবার্গের ঝুঁকিপূর্ণ বিভিন্ন শখের মধ্যে আছে মিক্সড মার্শাল আর্ট
জাকারবার্গের জীবন নিয়ে সংশয়ে আছে মেটা
জাকারবার্গের জীবন নিয়ে সংশয়ে আছে মেটা

অথচ তাঁর প্রতিষ্ঠান মেটার বার্ষিক প্রতিবেদনে মার্ক জাকারবার্গের মৃত্যুর আশঙ্কা রয়েছে যেকোনো সময়—এমন মন্তব্য করে কোম্পানির ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করা হয়েছে। আসলে জাকারবার্গের ঝুঁকিপূর্ণ বিভিন্ন শখের কারণেই এমন কথার অবতারণা হয়েছে।

বিজ্ঞাপন

ইতিমধ্যে তিনি খুব খারাপভাবে পা ভেঙেছেন একবার। এ কথা তো অনেকেই আমরা জানি যে মার্ক জাকারবার্গ এমএমএ বা মিক্সড মার্শাল আর্টস আর এক্সট্রিম স্পোর্টসের ভক্ত। বিভিন্ন বিপজ্জনক অ্যাডভেঞ্চার করতে ভালোবাসেন তিনি।

ইতিমধ্যে তিনি খুব খারাপভাবে পা ভেঙেছেন একবার
ইতিমধ্যে তিনি খুব খারাপভাবে পা ভেঙেছেন একবার
এক্সট্রিম স্পোর্টস ভালোবাসেন জাকারবার্গ
এক্সট্রিম স্পোর্টস ভালোবাসেন জাকারবার্গ

গত বছর ২০২৩ সালের নভেম্বর মাসে তিনি মার্শাল আর্টস ট্রেনিংয়ের সময় আহত হন বেশ। এর ফলে তাঁকে সার্জারিও করাতে হয়েছে। এসব কারণেই মেটার পক্ষ থেকে সিইও মার্ক জাকারবার্গের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে আশংকা প্রকাশ করা হয়েছে।

সূত্র: বিজনেস ইনসাইডার, ফিউচারিজম

ছবি: ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০৮: ০০
বিজ্ঞাপন