সৌদিতে মধুচন্দ্রিমা: অনন্ত রোমান্সের দেশে নতুন জীবনের স্মৃতিময় সূচনা
শেয়ার করুন
ফলো করুন

হানিমুন বা মধুচন্দ্রিমা নিঃসন্দেহে দাম্পত্যজীবনের সবচেয়ে মোহনীয় ও অন্তরঙ্গ অধ্যায়গুলোর একটা। এটা এমন এক বিশেষ সময়, যা একে অপরের প্রতি বোঝাপড়া গভীর করে আর সম্পর্ককে করে তোলে মজবুত। উপরন্তু এই সময়ে জীবনপাত্র উছলে ওঠে এমন সব স্মৃতিতে, যা জীবনভর আলো ছড়ায়। একসময় ভালোবাসার এই ভ্রমণ মানেই ছিল নির্জন সমুদ্রতট, নিস্তব্ধ প্রাকৃতিক পরিবেশ, আর খোলা আকাশের নিচে শান্ত মুহূর্ত। সেই প্রশান্ত পরিবেশে সদ্য বিবাহিত যুগলেরা নিজেদের নতুন জীবনের প্রতিশ্রুতিতে হারিয়ে যেতেন।

এখন এই আকাঙ্ক্ষার ক্যানভাসে নতুনভাবে উদিত হচ্ছে সৌদি আরব—এক অনাবিষ্কৃত অথচ অপার সৌন্দর্যমণ্ডিত হানিমুন গন্তব্য। লাল সাগরের ঢেউ এখানে কানে কানে বলে চিরন্তন ভালোবাসার গল্প, মরুভূমি আপন করে নেয় তারাঝলমলে আকাশের নিচে, আর আধুনিক শহরগুলো ঝলমল করে নবজীবনের প্রতিশ্রুতিতে। এখানে জীবনের শুরুটা যেন এক পবিত্র অনুভব—যেখানে ভালোবাসা উদ্‌যাপিত হয় বিলাসী আবেশে।

একসময় সৌদি ছিল মূলত আধ্যাত্মিকতার প্রতীক, কিন্তু এখন দেশটি উন্মোচন করছে এর বিলাসী রোমান্টিক রূপ। বিশাল মরুভূমির নীরবতা, লাল সাগরের নীল জোছনা, আর ভবিষ্যৎকামী শহরগুলোর মোহনীয়তা—নবদম্পতিদের জন্য অনন্য অভিজ্ঞতা।

বিজ্ঞাপন

রোমান্সের ক্যানভাসে লাল সাগরের জাদু

ফারাসান দ্বীপে
ফারাসান দ্বীপে
ছবি: এসটিএ

যেসব দম্পতি সাগরের কাছে ভালোবাসার মুহূর্ত কাটাতে চান, সৌদির লাল সাগর উপকূল তাঁদের জন্য স্বপ্নের মতো। জেদ্দার কর্নিশে হাঁটতে হাঁটতে গোধূলির লালিমা আর সমুদ্রের বাতাস এনে দেয় অপার প্রশান্তি। আলউলার কাছাকাছি প্রাইভেট রিসোর্টগুলোতে আছে সম্পূর্ণ নির্জন ভিলা, যেখানে বাইরের পৃথিবী থেমে গিয়ে অনুরণিত হয় কেবল দুটি হৃদয়ের মূর্ছনা।

এখানে যুগলেরা পেতে পারেন নানা রোমান্টিক অভিজ্ঞতা—সানসেট ইয়ট ক্রুজ, আন্ডারওয়াটার রেস্তোরাঁয় ডিনার, কিংবা স্বচ্ছ জলে স্নরকেলিংয়ের সানন্দ মুহূর্ত। লাল সাগর শুধু প্রাকৃতিক দৃশ্য নয়, বরং আজীবন মনে রাখার মতো করে রাঙিয়ে দেয় প্রেমময় সব স্মৃতি।

বিজ্ঞাপন

মরুভূমির স্বপ্ন, তারাভরা রাত

আলউলায় লম্বা লম্বা খেজুর গাছের মধ্যে দিয়ে হেঁটে চলেছে এক দম্পতি
আলউলায় লম্বা লম্বা খেজুর গাছের মধ্যে দিয়ে হেঁটে চলেছে এক দম্পতি
ছবি: এসটিএ

মরুভূমি সব সময়ই রহস্যের প্রতীক, আর সৌদিতে সেটা রূপ নিয়েছে রোমান্সের আশ্রয়ে। আলউলার মোহ ধরানো স্যান্ডস্টোনের খাড়া পাহাড় আর ঐতিহাসিক সৌধের ভেতর হাঁটলে মনে হয়, যেন থেমে গেছে সময়। কেউ এসে পড়েছে অন্য এক জগতে। বিশ্বের বৃহত্তম মরুভূমি রুব আল খালি পরিচিত ‘এম্পটি কোয়ার্টার’ নামে। এর অন্তহীন বালিয়াড়ি আর নীরবতা বলে যায় হাজারো ভালোবাসার গল্প।

এখানকার বিলাসবহুল মরু রিসোর্টগুলো নিভৃতের নতুন সংজ্ঞা তৈরি করেছে। তারাভরা আকাশের চাঁদোয়ায় গ্ল্যাম্পিং, অনাবিল জোছনায় উটযাত্রা কিংবা বালিয়াড়িতে মোমবাতির আলোয় নৈশভোজ—সবকিছুই একসঙ্গে রোমান্স, রোমাঞ্চ ও মায়ার মিশেল।

রিয়াদ ও জেদ্দা: ভবিষ্যতমুখী শহরে রোমান্সের ছোঁয়া

পার্ক হায়াত জেদ্দা– মেরিনা, ক্লাব, স্পা
পার্ক হায়াত জেদ্দা– মেরিনা, ক্লাব, স্পা
ছবি: ট্রিপ অ্যাডভাইজার

প্রকৃতির শান্তি যেমন একরকম সৌন্দর্য দেয়, তেমনি শহরের প্রাণোচ্ছলতা ধরায় ভিন্নতর মোহ। সৌদির রাজধানী রিয়াদ। এই শহরে মেলে ঐতিহ্য আর আধুনিকতার এক অনন্য মিশ্রণ। এখানে কাচের টাওয়ারের পাশে যেমন আছে প্রাচীন সুক, তেমনি ফিউচারিস্টিক স্কাইলাইনের মধ্যেও মিলবে ঐতিহ্যের ছোঁয়া। নবদম্পতিরা কিংডম টাওয়ার থেকে শহর দেখার রোমাঞ্চ, রুফটপ রেস্তোরাঁয় ডিনার কিংবা বিলাসবহুল শপিং মলে কেনাকাটার আনন্দ নিতে পারেন অনায়াসে।

অন্যদিকে জেদ্দা হলো লাল সাগরের প্রবেশদ্বার। এর ওয়াটার কর্নিশে সান্ধ্যভ্রমণে যেমন শান্তি মেলে, তেমনি ঐতিহাসিক আল-বালাদ ও শিল্পসম্ভারে ভরপুর নতুন এলাকা যোগ করে সংস্কৃতির গভীরতা।

বিলাসিতা হোক নিজের মতো করে

সৌদির বিলাসিতা মানেই যে অঢেল খরচ, তা নয়। এখানে প্রত্যেক দম্পতির রুচি ও বাজেট অনুযায়ী সাজানো আছে ভিন্ন ভিন্ন প্যাকেজ। কেউ চাইলে নিতে পারেন ইনফিনিটি পুলসহ প্রাইভেট ভিলা, তারাময় আকাশের নিচে ফাইন ডাইনিং বা পারসোনাল ইয়ট ট্যুর। আবার কেউ চাইলে পেতে পারেন সাশ্রয়ী অথচ আভিজাত্যপূর্ণ রিসোর্টে রোমান্টিক অবকাশ। ভ্রমণ সংস্থাগুলো এমনকি তৈরি করে দিচ্ছে দম্পতিদের চাহিদা অনুযায়ী হানিমুন প্যাকেজ—যেখানে থাকবে আধ্যাত্মিক, প্রাকৃতিক ও আধুনিক অভিজ্ঞতার সমন্বয়।

পবিত্র সূচনা

সৌদিতে হানিমুনের সবচেয়ে হৃদয়স্পর্শী দিক হলো এখানে নবদম্পতিরা জীবনের সূচনা করতে পারেন পবিত্র ভূমি থেকে। মক্কা ও মদিনা সফরের মধ্য দিয়ে তাঁরা নিতে পারেন আত্মিক আশীর্বাদ, যা বাকি দিনগুলোতে ছড়িয়ে দেবে শান্তি ও ভালোবাসা। কল্পনা করুন, পবিত্র মসজিদে একসঙ্গে প্রার্থনা, তারপর লাল সাগরের সূর্যাস্ত আর মরুভূমির তারার নিচে ভালোবাসার অভিযাত্রা—কোনো সন্দেহ নেই, এ এক অনন্য অভিজ্ঞতা; যেখানে ধর্ম, রোমান্স ও বিলাসিতা একাকার হয়ে যায়।

শেষ কথা

হানিমুন কেবল সাধারণ পর্যটন নয়, যুগল জীবনের স্মৃতিময় সূচনা। সৌদি সেই সূচনাকে করে তুলছে অতুলনীয়, সেটা কিনা একাধারে আধ্যাত্মিক অথচ আধুনিক আর বিলাসবহুল অথচ হৃদয়স্পর্শী। এখানে নবদম্পতিরা হাঁটতে পারেন ঐতিহ্যের পথে, ভাসতে পারেন নীল সমুদ্রে, আর ভালোবাসতে পারেন তারাভরা মরু আকাশের নিচে।
সৌদি আরব এ জন্যই শুধু একটি গন্তব্য নয়—এ এক স্বপ্ন, যেখানে ভালোবাসার শুরু হয় বিলাসিতার ছোঁয়ায়।

বিস্তারিত জানতে ঘুরে আসতে পারেন এই ওয়েবসাইট: www.visitsaudi.com/en

লেখক: পরামর্শক, হাল ফ্যাশন, ফিচার রাইটার, লাইফস্টাইল সাংবাদিক

ছবি: সৌদি টুরিজম অথরিটি সৌজন্যে পাওয়া

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৫, ১৯: ১৭
বিজ্ঞাপন