যে কারণে ভুঁড়িওয়ালা পুরুষেরাই মেয়েদের পছন্দের শীর্ষে
শেয়ার করুন
ফলো করুন

কয়েক বছর ধরে মেয়েরা কোন ধরনের পুরুষ পছন্দ করে, এ নিয়ে অনেকগুলো সমীক্ষাই প্রকাশিত হয়েছে। এসব সমীক্ষা থেকে পাওয়া যায় বেশ চমকপ্রদ কিছু তথ্য। উদাহরণস্বরূপ, প্ল্যানেট ফিটনেসের একটি সমীক্ষা থেকে জানা যায়, মেয়েরা নাকি ভুঁড়িওয়ালা ছেলেদেরকেই বেশি পছন্দ করেন। এ সমীক্ষায় অংশগ্রহণকারী ৭৮ শতাংশ নারী মনে করেন, যে ছেলেদের ভুঁড়ি আছে, তাঁরা নিজের শারীরিক গঠন নিয়ে আত্মবিশ্বাসী।

আরেকটি বিস্ময়কর তথ্য হলো, ৪৭ শতাংশ নারী ভুঁড়িকে নতুন সিক্স প্যাক হিসেবে আপন করে নিয়েছেন। এ ছাড়া ডেটিং ডটকমের আরও একটি সমীক্ষা থেকে জানা যায়, প্রায় ৭৫ শতাংশ নারী ভুঁড়িওয়ালা ছেলে পছন্দ করেন। তাহলে কি ভুঁড়ি সত্যিই আকর্ষণীয়, নাকি ভুঁড়িওয়ালা ছেলেদের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে, যা নারীদের আকর্ষণ করে?

বিজ্ঞাপন

কিছু গবেষণা থেকে পাওয়া তথ্য বলছে, যে ছেলেরা শারীরিকভাবে আকর্ষণীয়, তাঁদের বেশ কিছু বৈশিষ্ট্য নারীরা একেবারেই পছন্দ করেন না। উদাহরণস্বরূপ, একটি গবেষণা থেকে জানা যায়, অত্যন্ত আকর্ষণীয় পুরুষেরা নারীদের বেশি ধোঁকা দেয় (হিউজেস অ্যান্ড গ্যালাপ, ২০০৩)। এর কারণ হিসেবে বলা হয়, আকর্ষণীয় পুরুষেরা চাইলে খুব সহজেই অন্য কাউকে বিকল্প হিসেবে বেছে নিতে পারেন। তাই নারীরা দীর্ঘস্থায়ী কোনো সম্পর্কে যেতে চাইলে এ ধরনের ছেলেদের এড়িয়ে চলেন।

নারীদের ভুঁড়িওয়ালা ছেলেদের পছন্দ করার পেছনে টেস্টোস্টেরনেরও কিছুটা ভূমিকা রয়েছে। যে পুরুষেরা ফিট ও শারীরিকভাবে বেশ আকর্ষণীয়, তাঁদের টেস্টোস্টেরন বেশি উৎপন্ন হয়। ফলে তাঁদের মধ্যে রাগ আর আক্রমণাত্মক আচরণ বেশি লক্ষ করা যায়। তাই নারীরা দীর্ঘস্থায়ী কোনো সঙ্গী খুঁজলে এ ধরনের পুরুষদের এড়িয়ে চলার চেষ্টা করেন।

বিজ্ঞাপন

অন্যদিকে গবেষণা থেকে পাওয়া তথ্যানুযায়ী, যে পুরুষেরা শারীরিকভাবে খুব বেশি আকর্ষণীয় নন, তাঁরা বেশ স্নেহশীল ও বন্ধুত্বপূর্ণ হয়ে থাকেন। এমনকি তাঁরা ভবিষ্যৎ সন্তানদের জন্য ভালো পিতা হবেন, এমনও ধারণা করা হয়। সেই সঙ্গে যে ছেলেরা শারীরিকভাবে অনেক বেশি আকর্ষণীয় নন, তাঁদের রসবোধ ভালো থাকে। তাঁরা নিজে হাসতে ও সঙ্গীদের হাসাতে ভালোবাসেন। এটিও এমন একটি গুণ, যা মেয়েদের অনেক বেশি আকর্ষণ করে।


সুতরাং বলা যেতে পারে, ভুঁড়ি নিজে যে খুব বেশি আকর্ষণীয়, তা কিন্তু নয়। বরং ভুঁড়িওয়ালা ছেলেদের রয়েছে বিশেষ কিছু গুণ, যা নারীদের সব সময় আকর্ষণ করে। তাই তাঁরা দীর্ঘস্থায়ী কোনো সম্পর্কে পা বাড়াতে চাইলে খুঁজে নেন এ ধরনের পুরুষদের।

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৪, ০১: ১৮
বিজ্ঞাপন