আজ ২১ ডিসেম্বর। সূর্যের কক্ষপথে ঘুরে বছরের দীর্ঘতম রাতের মুখোমুখি হয়েছি আমরা আবার। শীতের রাতগুলো এমনিতেই বেশ লম্বা। কাপলদের জন্য এ এক ব্লেসিং বলা যায়। জীবন্সঙ্গীর প্রেমময় আলিঙ্গনের উষ্ণতার পরশ পাচ্ছেন যেসব ভাগ্যবান ব্যক্তি, তাঁদের কথা তো বলাই বাহুল্য। আবার ফোনে বা অন্তর্জালে ঘন্টার পর ঘন্টা প্রিয়জনের সঙ্গে কথা বলে সময়টা পার করতে পারেন কাপলরা অনায়াসে। এমনকী প্রেয়সী বা প্রেমিককে নিয়ে এটা সেটা ভাবরে ভাবতে বা গান শুনতে শুনতেও সময় কাটে। কিন্তু সিঙ্গেলদের জন্য এই বছরের দীর্ঘতম রাতটি বেশিরভাগ সময় খুব বোরিং, হতাশাজনক আর ক্ষেত্রবিশেষে বেদনাদায়কও হতে পারে। চলুন তবে দেখে নিই আজকের রাতে সিঙ্গেলরা কীভাবে একটু ভালো সময় কাটাতে পারেন।
১. মুভি বা সিরিজ দেখুন
পছন্দের মুভি বারবার দেখতেও ভালো লাগে। এখন তো নেটফ্লিক্সসহ বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে অনেক মুভি ও সিরিজ আছে। কে ড্রামাও ট্রাই করে দেখতে পারেন। আবার পুরোনো দিনের নাটক বা সিনেমা খুঁজে দেখলে ভালো লাগতে পারে।
২. মেডিটেশন বা ইয়োগা করুন
মনকে শান্ত করার সবচেয়ে ভালো উপায় এটি। হয়তো অনেক দিন ধরে ভাবছেন কিন্তু করা হচ্ছে না। আজ রাতটা বেশ লম্বা৷ আজই শুরু করে দিন মেডিটেশন আর ইয়োগা। অশান্ত মনে শান্তি পাবেন।
৩. বই পড়ুন
যে বইটা অনেকদিন আগে কিনে ফেলে রেখেছেন অথচ পড়া হচ্ছে না, আজকে সেটি হাতে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে। কোথা দিয়ে রাত পার হবে টেরই পাবেন না।
৪. পুরোনো ছবির অ্যালবাম বের করুন
মেমোরি লেন ধরে হেঁটে আসুন আজ রাতে। পুরোনো অ্যালবামগুলো বের করুন। একটু মুছে রাখুন। ছোটবেলার স্মৃতিচারণ করতে করতে সময় কেটে যাবে।
৫.বন্ধুরা মিলে পার্টি করুন
চুলোয় যাক প্রেম আর বিয়ে । সিঙ্গেল থাকার মজাই আলাদা। বন্ধুদের ডেকে আনুন। সারা রাত উনো খেলে, স্ন্যাক্স চিবিয়ে আর তুমুল হইচই সহযোগে আড্ডা দিয়ে দারুণ সময় কাটান। গান আর গল্পে কেটে যাক রাতটা।
৬. অনলাইন ডেটিং সাইটে ঢুঁ মারুন
কী আছে জীবনে! অনলাইন ডেটিং সাইটে একটা প্রোফাইল খুলে ঘুরে আসুন। কে জানে কোথায় আছে আপনার জীবনসঙ্গী!
ছবি: পেকজেলস ডট কম