কথা না বলে কি আর থাকা যায়! জীবনের প্রতিটি ক্ষেত্রে নানা সময়ে আমাদেরকে বিভিন্ন কারণে যোগাযোগ করতে হয় আশপাশের বা দূরের কারো সঙ্গেও। হতে পারে তা পরিবারের সদস্য, বন্ধু, সহকর্মী বা নিতান্ত অচেনা কেউ। ব্যবসা-বাণিজ্য করতে বা পথ চলতেও যোগাযোগ না করে, কথা না বলে উপায় নেই। তবে আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতি বা সময় আসে, যখন আসলে কথা না বলে চুপ থাকাই ভালো। এক্ষেত্রে সামনের মানুষটি যেমন অনভিপ্রেত কিছু শোনার মতো পরিস্থিতি এড়াতে পারবেন, তেমনি আপনিও অস্বস্তিকর কোনো কথোপকথন থেকে বেঁচে যাবেন। অনেক সময় হয়তো নীরবতাই সমাধান হতে পারে। চলুন এবারে দেখে নিই কোন কোন পরিস্থিতে কথা না বলে চুপ থাকাই ভালো।
যখন কেউ আবেগ প্রকাশ করছে
যখন কেউ নিজের মনের আবেগ প্রকাশ করে, তখন আসলে তাকে পরামর্শ দেওয়া অর্থহীন। সে সময় ভালো কথা শুনলেও খারাপ লাগে সবার। আর মনের কথা সব ঝেড়ে ফেলে দেওয়ার জন্য একটু সুযোগ দেওয়া উচিত সামনের মানুষটিকে। বরং চুপ করে তার কথা শুনলে তাতে লাভ হতে পারে।
কেউ খারাপ ভাষায় আক্রমণ করলে
শুনতে অবাক লাগলেও কেউ যখন নিচু মানসিকতার পরিচয় দিয়ে খারাপ ভাষায় আক্রমণ করে, তখন চুপ থাকাটাই বরং শ্রেয়। অপমানজনক কথার পিঠে কথা বলতে গেলে অনেক সময় পরিস্থিতি খারাপের দিকে যায়। আর আপনি প্রস্তুত থাকেন না বলে অনেক সময় বেফাঁস বা এমন সব কথা বেরিয়ে যায় মুখ থেকে, যা নিজের জালে গোল দেওয়ার শামিল। আর এতে অন্যরা খুব সহজেই বুঝে যায় যে আপনি প্রভাবিত হয়েছেন আর তাতে সেই আক্রমণকারীর উদ্দেশ্য সফল হয়। ঠিক সে মুহূর্তে কথা না বাড়িয়ে চুপ থাকলে বা স্থান ত্যাগ করলে অনেক সময় ভালো ফল মেলে।
যদি কেউ কোনো গোপন কথা জানায়
আপনাকে বিশ্বাস করে যদি কেউ কোনো গোপন কথা জানায়, তবে অবশ্যই তা কাউকে বলা উচিত না। বিশেষ করে সেই ব্যক্তি যদি আপনাকে অনুরোধ করেন এ নিয়ে কারো সঙ্গে কথা না বলতে। সম্পর্ক ব্যক্তিগত হোক বা পেশাগত, এটুকু নীতিবোধ আমাদের অবশ্যই থাকা উচিত। যদি এমন হয় যে সেই মানুষটির সঙ্গে আপনার এখন আর সম্পর্ক ভালো নেই, বা দা-কুমড়া সম্পর্ক, তারপরেও তাঁর গোপন কথা কাউকে বলবেন না। এতে মানুষ হিসেবে আপনার শ্রেষ্ঠত্ব প্রকাশ পায়।
বড় কোন বিবাদের সময়
মাথাটা গরম হয়ে গেলে চিন্তাশক্তি ভালোভাবে কাজ করে না। তাই বড় কোনো বিবাদের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে যথাসম্ভব চুপ থাকা ভালো। নয়তো সামনের মানুষটিকে না চাইতে অনেক বড় আঘাত দিয়ে ফেলতে পারেন আপনি হঠাৎ। শরীরের ক্ষত একসময় শুকিয়ে যায়, কিন্তু মনের আঘাত দগদগে ঘা হয়ে থাকতে পারে সারা জীবন। আর আপনি হয়তো এ নিয়ে সবসময় আফসোস করবেন আর ভাববেন কেন যে বলতে গেলেন কথাটা। হাজার সরি বলেও তখন লাভ নাও হতে পারে।
যদি আপনি কোনো জিনিস নিশ্চিতভাবে না জানেন
আমরা অনেকেই অনেক বিষয়ে না জেনে অনেক কথা বলি। আর বিশেষ করে কেউ কিছু জিজ্ঞেস করলে আমাদের কিছু না কিছু মতামত যেন দিতেই হবে। না জেনেই বিজ্ঞের মতো দেওয়া সেই পরামর্শ শুনে কেউ হয়তো ক্ষতির মুখে পড়ল, বা ঝামেলায় জড়িয়ে গেল। আবার আপনার দেওয়া তথ্য সঠিক না হওয়ায় আপনি বিব্রত হতে পারেন। সবাইকে সবকিছু জানতে হবে এমন কোনো কথা নেই। তাই না জানলে অকপটে তা স্বীকার করুন। বা নিদেনপক্ষে চুপ তো থাকাই যায় এক্ষেত্রে।
ছবি: পেকজেলস ডট কম