নিউইয়র্কের টাইমস স্কয়ারে এই প্রথম হচ্ছে দুর্গাপূজার বর্ণাঢ্য আয়োজন
শেয়ার করুন
ফলো করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের টাইমস স্কয়ার আলাদা করে আর চেনাতে হয় না বিশ্ববাসীকে। সবাই জানেন, এটি নগরীর প্রাণকেন্দ্র। আর সবসময় হই-হল্লা ও নানা রঙের আলোর খেলা চলতেই থাকে এখানে। বলা হয়, টাইমস স্কয়ার কখনো ঘুমায় না। আর এমন এক জায়গায় এই প্রথম বারের মতো বেঙ্গলি ক্লাব ইউএসএ-র উদ্যোগে আয়োজিত হচ্ছে এবারের দুর্গাপূজা।

অত্যন্ত আনন্দঘন ও বর্ণাঢ্য এই আয়োজন নজর কেড়ে নিয়েছে বিশ্ববাসীর ইতিমধ্যেই। নিউইয়র্কে না যেতে পারলে কী হয়েছে, সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবি আর ভিডিওতে তো দেখে নেওয়া যায় এই বর্ণিল ও অভূতপূর্ব আয়োজন।

উল্লেখ্য, ইউনেস্কোর স্বীকৃত ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজের তালিকায় এসেছে দুর্গাপূজার উৎসব আগেই। মার্কিন যুক্তরাষ্ট্রের বাঙালিদের মাঝে উচ্ছাসের শেষ নেই এবার টাইমস স্কয়ারের এই আয়োজনকে ঘিরে। সবাই ভীড় জমিয়েছেন সড়কে। চলছে পূজার আচার-অনুষ্ঠান, প্রস্তুতি আর সেই সঙ্গে নাচ-গানও। সবার সাজপোশাকও খুব নজর কাড়ছে।

ছবি: টাইমস স্কয়ার দুর্গাপূজার অফিসিয়াল ফেসবুক পেজ

বিজ্ঞাপন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৪, ০৭: ১৬
বিজ্ঞাপন