
'ফুল ফুটেছে, গন্ধে সারা মন
তুমি আমার কত যে আপন।'
বহুবর্ণিল ফুলের প্রতীক বসন্ত ঋতুর হাত ধরে এসেছে ভালোবাসা দিবস। যে যা-ই বলুক, পশ্চিমের সেন্ট ভ্যালেন্টাইন'স ডে এখন আমাদের দেশের মেয়েরা নিজেদের মতো করেই উদযাপন করেন শাড়ি, চুড়ি, টিপ, কাজলের সাজে। ছেলেরা পরেন পাঞ্জাবি। আর সঙ্গে থাকবেই ফুল। একে তো বসন্ত এসে গেল। আর সেই সঙ্গে বাতাসে প্রেমের সুর। সব মিলিয়ে এই কয়দিন ফুলের রাজত্ব চলবে সর্বত্র। শুধু গোলাপ নয়, প্রিয়জনকে দিতে পারেন নানা রকমের ফুল বা ফুল দিয়ে তৈরি তোড়া, ব্যুকে, মালা বা মুকুট। কী কী ফুল এবার সবার পছন্দের শীর্ষে? শাহবাগের ফুলের রাজ্যে ঘুরে এসে সচিত্র জানাচ্ছেন অনিক মজুমদার













