জনপ্রিয় ফেসবুক গ্রুপ ফটো অ্যাফেয়ার্সের আয়োজনে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ‘উইংস অব লাইট’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী শুরু হতে যাচ্ছে ১৯ অক্টোবর বৃহস্পতিবার বিকেল চারটায়। চলবে ২১ অক্টোবর পর্যন্ত। ল্যান্ডস্কেপ, ওয়াইল্ডলাইফ ও ম্যাক্রো, ফুড অ্যান্ড স্টিল লাইফ আর পিপল—এই চার ক্যাটাগরিতে এখানে প্রদর্শিত হবে মোট ২২৫টি ছবি। মোট চার হাজার ছবি জমা পড়েছিল প্রাথমিকভাবে। সেখান থেকে সম্মানিত বিচারকেরা ২২৫টি ছবি নির্বাচন করেছেন। বিচারক হিসেবে দায়িত্ব পালন করেছেন কুদরাত ই খোদা, নাইমা পারভিন ও রোয়েনা মেহজাবিন।