আজ সন্ধ্যায় দেখা যাবে 'গোলাপি' সুপারমুন, জেনে নিন এর বিশেষ দিকগুলো
শেয়ার করুন
ফলো করুন

হাল ফ্যাশন ডেস্ক

রুপালি চাঁদের কথা গানের চরণে আছে। এমনিতে ধবধবে সাদা থেকে শুরু করে হলদে এমনকি লালচে আভার পূর্ণ চাঁদও দেখি আমরা। তাই বলে গোলাপি চাঁদ! পিংক মুন কথাটি শুনলেই বেশ অবাক হতে হয় আসলে। তবে এপ্রিলের ঝকঝকে আকাশে আজ সন্ধ্যায় বাংলাদেশ থেকে যে অপরূপ সুন্দর পূর্ণ চন্দ্র দেখা যাবে, তা নামে গোলাপি চাঁদ হলেও এর রং সে অর্থে গোলাপি নয়। তাহলে এই নামের তাৎপর্য কী! আর এই পিংক মুন নিয়ে কেনই–বা এত মাতামাতি? চলুন, আজ সন্ধ্যায় পিংক মুনের পূর্ণিমায় ডুবে যাওয়ার আগে একনজরে জেনে নিই এই 'গোলাপি সুপারমুনের আদ্যোপান্ত।

চন্দ্রপ্রেমী আর অ্যাস্ট্রোনমি নিয়ে যাঁদের আগ্রহ আছে, তাঁদের জন্য আজ ২৪ এপ্রিল সন্ধ্যায় হতে যাচ্ছে এক দারুণ পূর্ণচন্দ্র উদ্‌যাপন। বহুল আলোচিত গোলাপি সুপারমুন দেখা যাবে আকাশে আজ।

বিজ্ঞাপন

নামে গোলাপি চাঁদ হলেও এর রং সবসময় গোলাপি নয়। বার্বিকোরের সঙ্গেও এর কোনোই সম্পর্ক নেই। বরং জানা যায়, মস পিংক নামের একধরনের মসজাতীয় গোলাপি গাছের নামানুসারেই এর নামকরণ। এই মস পিংক উত্তর আমেরিকায় জন্মায় মূলত আর একে বসন্তের প্রতীক বলা হয়। এই এপ্রিল মুনকে ফিশ মুন বলা হয় বিভিন্ন সমুদ্রতীরবর্তী অঞ্চলে। আবার এগ মুনও বলেন অনেকে। বসন্তের নতুন গজিয়ে ওঠা ঘাসের চারার কথা ভেবে স্পাউটিং গ্রাস মুন নাম দেওয়া হয়েছে একে অনেক স্থানে। আবার ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভারের সঙ্গে এর সম্পর্ক থাকায় কেউ কেউ পিংক মুনকে পাসওভার মুন বলেন।

আজ সন্ধ্যায় আকাশ খুব মেঘাচ্ছন্ন না হলে বাংলাদেশের আকাশে খালি চোখে স্পষ্ট দেখা যাবে পিংক সুপারমুন। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরসহ অনেক স্থানেই এই গোলাপি চাঁদ দেখার ব্যবস্থা রাখা হচ্ছে আজ সন্ধ্যায়।

বৌদ্ধধর্মাবলম্বীদের কাছে বাক পয়া নামে পরিচিত এই চাঁদের সঙ্গে গৌতম বুদ্ধের শ্রীলঙ্কা ভ্রমণের ইতিহাস জড়িয়ে আছে। আবার হিন্দুধর্মে এই চৈত্র পূর্ণিমার সঙ্গে হনুমানজয়ন্তীর সংযোগ রয়েছে।

ধর্মীয় তাৎপর্য যা–ই হোক না কেন, এপ্রিলের গোলাপি সুপারমুনকে ইতিবাচকতা, জীবন ও আশার প্রতীকরূপে ধরা হয় বিশ্বজুড়ে। তাই তো প্রতিবছর গোলাপি সুপারমুন নিয়ে এত আগ্রহ সবার।

ছবি: উইকিমিডিয়া কমন্স ও ইন্সটাগ্রাম

বিজ্ঞাপন
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ০৭: ২৪
বিজ্ঞাপন