তৈরির ১১ বছর পর অবসরে গেল বোস্টন ডায়নামিকসের অ্যাটলাস রোবট। রোবটটি মূলত তৈরি করা হয়েছিল অনুসন্ধান ও উদ্ধারের কাজে ব্যবহার করার জন্য। রোবটটি মূলত এমনভাবে ডিজাইন করা হয়েছিল, যাতে এটি এমন সব এলাকায় প্রবেশ করতে পারে, যেখানে মানুষের জন্য পৌঁছানো খুব বেশি ঝুঁকিপূর্ণ।
ইউটিউবে অ্যাটলাস রোবটটির সিঁড়ি দিয়ে ওঠানামা, লাফ দিয়ে ওপরে ওঠা, লিফট ব্যবহার, নিজের ভারসাম্য রক্ষা করার মতো নানা কসরতের ভিডিও বেশ জনপ্রিয়। এমনকি বোস্টন ডায়নামিকসের দেওয়া শেষ ভিডিওটিও দারুণ জনপ্রিয়তা পেয়েছে।
ভিডিওটির ডেসক্রিপশন বক্সে বলা হয়, ‘প্রায় এক দশক ধরে অ্যাটলাস আমাদের কল্পনাকে উজ্জীবিত করেছে, পরবর্তী প্রজন্মের রোবোটিস্টদের অনুপ্রাণিত করেছে। পাশাপাশি এ ক্ষেত্রের নানা ধরনের প্রযুক্তিগত বাধা অতিক্রম করতে সাহায্য করেছে। এখন আমাদের হাইড্রোলিক অ্যাটলাস রোবটের বিশ্রাম নেওয়ার সময় এসেছে।’
বোস্টন ডায়নামিকস বাণিজ্যিকভাবে আরও কয়েকটি হিউম্যানয়েড রোবট তৈরিতে সফল হলেও অ্যাটলাসের জনপ্রিয়তাই ছিল সবচেয়ে বেশি।
বোস্টন ডায়নামিকস জানায়, ‘অ্যাটলাস প্রজেক্ট থেকে আমরা যা কিছু অর্জন করেছি, তা পরবর্তী প্রজেক্টে অবশ্যই কাজে আসবে।’
ছবি: বোস্টন ডায়নামিকস