সম্প্রতি জার্নাল অব সাইকোলজিক্যাল বুলেটিনে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে, ডানহাতিদের তুলনায়, বাঁহাতি বা দুহাতেই কাজ করতে পারেন (যাকে বিজ্ঞানের ভাষায় বলে মিক্সড হ্যান্ডেড বা অ্যাম্বিডেক্সট্রাস) তাদের মানসিক ও স্নায়বিক স্বাস্থ্য সমস্যার ঝুঁকি তুলনামূলকভাবে বেশি।
প্রতিদিনের সাধারণ কাজ যেমন লেখা, খাওয়া, জিনিসপত্র ধরা বা নিত্যদিনের কাজ বলতে যা বোঝায় তার জন্য সাধারণত একটি হাত ব্যবহার করতেই বেশি স্বাচ্ছন্দ্যে বোধ করে মানুষ। অধিকাংশ মানুষই ডান হাত ব্যবহার করেন। কিন্তু কেউ কেউ বাঁ হাত বা দুই হাত সমানভাবে ব্যবহার করেন।
গবেষণায় ডানহাতি, বাঁহাতি ও মিশ্র হাত ব্যবহারকারী ৩ ধরনের মানুষের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অটিজম, সিজোফ্রেনিয়া, এডিএইচডি (ADHD), বুদ্ধিবিকাশজনিত প্রতিবন্ধিতা ইত্যাদি মানসিক অবস্থার সঙ্গে বাঁহাতি ও মিশ্র হাত ব্যবহারকারীদের একটি সম্পর্ক রয়েছে। এই মানসিক ও স্নায়বিক অবস্থাগুলোর ক্ষেত্রে দেখা গেছে, আক্রান্ত ব্যক্তিরা বাঁহাতি বা মিশ্র হাত ব্যবহারকারী হওয়ার সম্ভাবনা ডানহাতিদের তুলনায় ১.৫ গুণ বেশি ।
যদিও বিষয়টি শুধুমাত্র কোন হাতে কাজ করছেন, সেটার মধ্যে সীমাবদ্ধ নয়। গবেষকেরা বলেন, মস্তিষ্কের যে অংশগুলো ভাষা, চলাচল ও সমন্বয় নিয়ন্ত্রণ করে, সেই অংশগুলোর বিকাশের সঙ্গে হাতের আধিপত্য গভীরভাবে জড়িত। এছাড়া যে মানসিক বা স্নায়বিক সমস্যাগুলো শৈশবেই শুরু হয়, যেমন ডিসলেক্সিয়া, অটিজম, এডিএইচডি (ADHD) এসবের সঙ্গে হাতের ব্যবহারের সম্পর্ক আরও গভীর ও স্পষ্ট। কারণ, মানুষ কোন হাত ব্যবহার করবে সে অভ্যাসও গড়ে ওঠে শিশুকালেই। যদিও কিছু বিশেষজ্ঞ বলেছেন বিষয়টি প্রাকৃতিক। অর্থাৎ এ সময় মস্তিষ্ক যেভাবে গঠিত হয়, সেটিই পরবর্তীতে নির্ধারণ করে একজন ব্যক্তি কোন হাত দিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন।
গবেষকেরা স্পষ্ট করে জানিয়েছেন একেবারেই না। বাঁহাতি বা অ্যাম্বিডেক্সট্রাস হওয়া মানেই মানসিকভাবে অসুস্থ হবে, তা নয়। এটি একটি ‘নিউরোলজিক্যাল ক্লু’ মাত্র। হাতের আধিপত্য হলো মস্তিষ্কের কাজের বাহ্যিক প্রকাশ মাত্র। এটি কোনো রোগ নির্ণয়ের পদ্ধতি নয়। বরং মস্তিষ্কের গঠন কীভাবে আমাদের ব্যক্তিত্ব, আচরণ ও মানসিক অবস্থার ওপর প্রভাব ফেলে তা বোঝার একটি উপায় মাত্র।
• নিজের বা সন্তানের প্রতিদিনের কাজে ক্ষেত্রে কোন হাতের আধিপত্য বেশি তা লক্ষ্য রাখতে হবে।
• যদি মিশ্র ব্যবহার দেখা যায়, অথবা আচরণগত সমস্যা হয়। তবে শিশু চিকিৎসক বা মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া যেতে পারে।
• বাঁহাতি হওয়া কোনো দুর্বলতা নয়; বরং তা অনেক সময় সৃজনশীলতা ও প্রকাশ ভঙ্গির ভিন্নতাকে বোঝায়।
সূত্র: জার্নাল অব সাইকোলজিক্যাল বুলেটিন ও হেলথ লাইন
ছবি: পেকজেলসডটকম