এবারের ছুটিতে কী করবেন
শেয়ার করুন
ফলো করুন

কী খাবেন

ছুটির দিনে সব সময় ঘরের এক রকম খাবার আর কাহাতক ভালো লাগে। আবার তেল চিপচিপে অস্বাস্থ্যকর ভাজাপোড়া আর ফাস্টফুড খেতে খেতেও যেন শরীরটা বেসামাল হয়ে পড়ছে। তাই সব দিক বিবেচনা করে এবারের ছুটির দুপুর বা বিকেলে খেতে পারেন পার্বত্য ফ্লেভারের অথেনটিক আর সুস্বাদু খাবারের পদগুলো। আর এ জন্য আপনাদের যেতে হবে মিরপুর বা মোহাম্মদপুরে হেবাংয়ের যেকোনো শাখায়।

তেল ছাড়া তাবা সবজি, হরবু, হলাসহ আরও সব অত্যন্ত স্বাস্থ্যকর আর সুস্বাদু খাবার মিলবে এখানে। আরেকটু ভারী কিছু চাইলে খেতে পারেন ব্যাম্বু চিকেন। বিকেলে মুংডি, লাকসু, কাঁকড়াভাজা আর বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা চলতে পারে চায়ের আড্ডায়। হেবাং অবশ্য বাড়িতেও খাবার ডেলিভারি দেয়। তাই বেরোতে না চাইলে সে অপশনও আছে।

বিজ্ঞাপন

কোথায় যাবেন

শরৎ আর পূজা উপলক্ষে এ সপ্তাহান্তেও মেলা বসেছে বেশ কয়টি। ত্রিনয়নী ও বারুনীর শরৎ ও শারদীয় মেলা চলবে ১৩ ও ১৪ অক্টোবর, অর্থাৎ শুক্র ও শনিবারে। এ আয়োজনে ৩২ জন উদ্যোক্তা পণ্যের পসরা সাজাবেন ধানমন্ডির মাইডাস সেন্টারে। থাকবে গয়না, পোশাক, হস্তশিল্প পণ্য আর মুখরোচক খাবার।

এদিকে আসতে না চাইলে গুলশান সার্কেল দুইয়ের ক্রাউন প্লাজায় অটাম সয়ারি ২০২৩–এ ঘুরে আসতে পারেন। লালমাটিয়ার শান্তিবাড়িতে তিন নারী উদ্যোক্তার পণ্য প্রদর্শনী হবে ১৩ ও ১৪ অক্টোবর। এই মেলার নাম দেওয়া হয়েছে ত্রয়ী।
শাড়ি-গয়নার বদলে বই ভালোবাসেন, এমন মানুষের সংখ্যা কম নয়। তাঁরা কাল বাংলা একাডেমিতে ময়ূরপঙ্খির আয়োজনে সাত দিন ধরে চলমান ঢাকা বিভাগীয় বইমেলায় গেলে ভালো সময় কাটবে। কালই শেষ দিন কিন্তু।

বিজ্ঞাপন

কী দেখবেন

সারা সপ্তাহ সিরিয়াস আর গোমড়ামুখো দিন পার করে অতিষ্ঠ হয়ে গেলে নাভিদস কমেডি ক্লাবের শুক্রবারের আয়োজন ইংলিশ স্ট্যান্ডআপ কমেডি শো দেখে আসতে পারেন।


জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন অবলম্বনে ভারতের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা শ্যাম বেনেগাল নির্মিত বহুল প্রতীক্ষিত ‘মুজিব: দ্য মেকিং অব দ্য নেশন’ চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত হলো গতকাল। আজ ১৩ অক্টোবর ছবিটি মুক্তি পাচ্ছে দেশব্যাপী। ট্রেলার, চরিত্রায়ন আর গান দেখে মনে হচ্ছে, এই মুভি না দেখলেই নয়। টিকিট পেলে অবশ্যই এ সুযোগ হারাবেন না।

ছবি ফেসবুক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৩, ০১: ০০
বিজ্ঞাপন