পুরো সপ্তাহের ধকল কাটাতে একটা ছুটির দিন খুব প্রয়োজন। অনেকের জন্য এটি একটি আয়েশি দিন। তাঁরা পছন্দ করেন ঘরে বসে নিরিবিলি বই পড়তে, নিজের হাতে তৈরি বা ডেলিভারিতে আনা মজার খাবার নিয়ে মুভি বা সিরিজ উপভোগ করতে। আবার অনেকের কাছে ছুটির দিন মানেই বাইরে গিয়ে পছন্দের খানাপিনা, আড্ডা আর ঘোরাঘুরির দিন।
বন্ধুবান্ধব ও পরিবার নিয়ে হইচই করে ঘুরে বেড়াতে পছন্দ তাঁদের। এ ক্ষেত্রে প্রিয়জনদের নিয়ে কোথায় যাওয়া যায়, কী করা যায় অর্থাৎ উপযুক্ত জায়গা খুঁজে পাওয়া খানিকটা মুশকিল হয়ে পড়ে অনেক সময়। দু–এক দিনের ছুটির আনন্দে তো পথ হারিয়ে আর বনে যাওয়া যায় না। তাই চলুন জেনে নেওয়া যাক ঢাকায় থেকেই এই সপ্তাহান্তকে আরও উপভোগ্য করে তুলতে কী করতে পারেন, কোথায় যেতে পারেন আর কী খেতে পারেন।
নিজ জেলার সেরা খাবারটি এই ছুটির দিনের মজা আরও বহুগুণ বাড়িয়ে দিতে পারে। কিন্তু ঢাকায় বসে নিজ জেলার বিখ্যাত খাবার কোথায় পাবেন ভাবছেন? ঘুরে আসুন ধানমন্ডি ২৭-এর সেলিব্রেটি কনভেনশন হল থেকে। সেখানে পেয়ে যাবেন ৬৪ জেলার সেরা সব খাবার একই ছাদের নিচে। নিজের জেলার সঙ্গে অন্যান্য জেলার সব সেরা খাবারের স্বাদ নিতে চলে যেতে পারেন এই মেলায়। ২৪ থেকে ২৬ আগস্ট বৃহস্পতি, শুক্র, শনিবার—তিন দিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এই আয়োজন। ব্যতিক্রমী এই মেলার আয়োজক ‘নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন’।
বার্বি সেজে মনের মতো ছবি তুলতে আর বার্বির দুনিয়ায় হারিয়ে যেতে এখন ‘বার্বি’ মুভি দেখতে যাওয়ার প্রয়োজন নেই। কারণ, উত্তরার ১৩ নম্বর সেক্টরে লন্ডন স্ট্রিট সিজন টু নামের একটি চমৎকার, ছোট্ট, ছিমছাম রেস্তোরাঁয় ঘটেছে এক গোলাপি বিস্ফোরণ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়েছে এই রেস্তোরাঁ। শুধু ইন্সটা-উপযোগী অন্দরসজ্জাই নয়, মন ভরবে তাদের খাবারের স্বাদেও। সারা সপ্তাহের একঘেয়েমি দূর করতে পরিবার ও বন্ধুদের নিয়ে ‘আ ডে ইন লন্ডন স্ট্রিট’ তো হতেই পারে।
এই প্রজন্মের এমন কেউ নেই যে ‘কত করে বলি তোমাকে, দেখা দাও না, থেকে যাও না’ কিংবা ‘শহরের দুইটা গান’ লুপে রেখে গানগুলো শোনেননি। একটি সুন্দর মিউজিক্যাল সন্ধ্যা উপভোগ করতে বন্ধুদের নিয়ে ‘হাতিরপুল সেশন’-এর সরাসরি গানের আসরে যেতে পারেন। ‘ইয়ামাহা ওয়ান ট্রু সাউন্ড’ এর আয়োজনে শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত গান আর আড্ডায় মাতিয়ে রাখবে হাতিরপুল ব্যান্ড। ‘মিস’ করতে না চাইলে আগে থেকেই টিকিট কেটে রাখা ভালো। আর গানের এই আসর বসবে তেজগাঁওয়ের তাজউদ্দীন আহমেদ সরণীর হক সেন্টারের ইয়ামাহা ফ্ল্যাগশিপ সেন্টারে।
আবার সিনেমা হলে চলছে হৃদি হক পরিচালিত ‘১৯৭১ সেই সব দিন’। সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসা কুড়িয়েছে এই ইতিহাসভিত্তিক সিনেমা। তা ছাড়া বিদেশি সিনেমা বার্বি ও ওপেনহেইমার এখনো চলছে হলগুলোয়।