বসের মন রক্ষা করে চলা কিন্তু মোটেও সহজ কোনো বিষয় নয়। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের এলিয়াসেন গ্রুপের সিইও ডেভ ম্যাকেন এবং বেনকো ডেন্টালের ম্যানেজিং ডিরেক্টর চাক কোহেন বেশ কিছু পরামর্শ দেন। চলুন জেনে নেওয়া যাক এ বিষয়ে তাঁরা কী বলছেন।
সব সময় শুধু নিজের কাজ নিয়ে পড়ে থাকলে চলবে না। চেষ্টা করুন নতুন কিছু কাজ এবং দক্ষতা অর্জনের, যা আপনার সঙ্গে আপনার কোম্পানির প্রসার ও বৃদ্ধিতে সহায়তা করবে। বসের সঙ্গে যোগাযোগ ঠিক রাখুন এবং তাঁকে জানান আপনি অন্যান্য কাজেও অংশগ্রহণ করতে চান। বিশেষ কোনো প্রজেক্টের সঙ্গে নিজেকে যুক্ত রাখুন, যা আপনার কোম্পানিকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে।
আপনার উচ্চাকাঙ্ক্ষা সব সময় আপনাকে নিজের সাফল্যের দিকে মনোনিবেশ করতে বলতে পারে, তবে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা সব সময় লক্ষ করেন তাঁদের, যাঁরা সহযোগিতামূলকভাবে কাজ করেন এবং অন্যকে সাহায্য করেন। তাঁরা মনে করেন, একটি দলের একসঙ্গে ভালোভাবে কাজ করার মধ্যেই সফলতা নিহিত। ডেভ বলেন, যাঁরা অন্যদের কাজে সহায়তা করেন এবং অন্যদের সঠিক পরামর্শ দেন, তাঁরা খুব সহজেই অন্যদেরও নজর কাড়তে পারেন।
আমরা অনেক সময় অনেক বড় বড় কাজ করে ফেলার কথা তো বলি কিন্তু সে কাজগুলো করতে পারি না। এটি কখনোই আপনার জন্য কোনো ইতিবাচক ফল বয়ে আনতে পারে না। আপনি যখন কোনো কিছু করবেন বলে প্রতিশ্রুতি দেন, সেটি সেভাবেই করার চেষ্টা করুন। এমনকি তা খুব ভালোভাবে করতে চেষ্টা করুন। এই কাজগুলোই পরবর্তী সময়ে আপনাকে আরও বড় সুযোগ এনে দেবে।
মানুষ সাধারণত নতুন কিছু করতে ভয় পায়। যারা নতুন কিছু করতে ভয় পায়, তারা নতুন চ্যালেঞ্জ নিতে পারে না। তবে কর্মক্ষেত্রে ভালো করতে সব সময় নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার মানসিকতা রাখতে হবে। ডেভ বলেন, যাঁরা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে পারেন, তাঁরাই সব সময় সবার নজরে আসেন।
যোগাযোগ এমন একটি জিনিস, যা আপনাকে যেমন এগিয়ে নিতে পারে, আবার পিছিয়েও নিতে পারে। তাই সবার সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারদর্শী হওয়া জরুরি। আপনি যখন কোনো কিছু উপস্থাপন করছেন কিংবা কোনো দলগত কাজ করছেন, তখন যদি আপনি সঠিকভাবে যোগাযোগ না করতে পারেন, তবে আপনি সফল হতে পারবেন না। এ ছাড়া এই গুণ আপনাকে বেশ আত্মবিশ্বাসী করে তোলে। আর আত্মবিশ্বাসী মানুষ খুব সহজেই অন্যদের নজর কাড়তে পারেন।
প্রতিটি প্রতিষ্ঠানের কিছু মূল্যবোধ ও উদ্দেশ্য থাকে। প্রতিষ্ঠানটির সঙ্গে যাঁরা যুক্ত, তাঁরা এগুলো ধরে রাখবেন, এটিই আশা করা হয়। ডেভ বলেন, একজন ব্যক্তির নিজেকে নজরে আনার জন্য অতিরিক্ত কাজ করার প্রয়োজন নেই, যদি তিনি প্রতিষ্ঠানটির মূল্যবোধ ও উদ্দেশ্য পূরণ করতে সমর্থ হন।
ছবি: পেকজেলসডটকম