ভূতসুন্দরী ৪: শঙ্খচূর্ণী
শেয়ার করুন
ফলো করুন

বিবাহিতা নারীদের অপঘাতে মৃত্যু হলে নাকি শঙ্খচূর্ণী হয়ে তারা ঘুরে বেড়ায়। আর বিবাহিত জীবনের সবকিছুর প্রতি তার রয়ে যায় অদম্য আকর্ষণ। বিশেষ করে শাঁখা। সেই থেকেই এই ভূতসুন্দরীর নাম হয়েছে শঙ্খচূর্ণী। প্রচলিত গল্পকথায় শাকচুন্নী বলেই ডাকা হয় তাকে। আমাদের সবার প্রিয় গা ছমছমে গল্পের সংকলন ঠাকুরমার ঝুলি আর তার অ্যানিমেশন রূপের কল্যাণে শাকচুন্নী বেশ পরিচিত সকলের কাছে। সবুজ বর্ণের এই ভূতসুন্দরীর রূপ একেবারেই অন্যরকম। লাল টকটকে ঠোঁটে তার ভয় ধরানো হাসি। নাকিসুরে কান্নাও করে সে গাছের ডালে বসে। রক্ত জল করা হাসির শব্দে মূর্ছা যাওয়ার যোগাড় হয় সে গাছের ধারেকাছে গেলে। শঙ্খচূর্ণীর পাল্লায় পড়লে ঘাড় মটকে শেষ করে দিতে পারে সে যে কাউকে। বিবাহিত নারীদের প্রতি তার বেজায় ক্ষোভ আর প্রতিহিংসা থাকে মনে। সে নিজে যা ভোগ করতে পারে নি, তা অন্য কারো ভাগ্যে জুটলে শাকচুন্নী হিংসার আগুনে জ্বলে ওঠে। এদিকে কাউকে মনে ধরলে তাকে বশে আনার জন্য মানবীর ছদ্মবেশ ধরতে পারে সে৷ শেওড়া গাছের ডালে বসে শিকারের সন্ধান করে শাকচুন্নী। আর তার ভয়াল রূপে আকর্ষণ করে, ভয় দেখায় যাকেই পায়।

১/১০
শাঁখার জন্য পরান পোড়ে এই ভূতসুন্দরীর
শাঁখার জন্য পরান পোড়ে এই ভূতসুন্দরীর
বিজ্ঞাপন
২/১০
লাল টিপ, সিঁদুর আর লাল ঠোঁটে ভয়ংকর সুন্দর সে
লাল টিপ, সিঁদুর আর লাল ঠোঁটে ভয়ংকর সুন্দর সে
বিজ্ঞাপন
৩/১০
এলো চুলে ইতিউতি তাকিয়ে শিকার খোঁজে শঙ্খচূর্ণী
এলো চুলে ইতিউতি তাকিয়ে শিকার খোঁজে শঙ্খচূর্ণী
৪/১০
সবুজ তার গায়ের রং
সবুজ তার গায়ের রং
৫/১০
গয়না আর শাড়ির সাজ খুব প্রিয় শাকচুন্নীর
গয়না আর শাড়ির সাজ খুব প্রিয় শাকচুন্নীর
৬/১০
ঠাকুরমার ঝুলিতে এমন শাকচুন্নীর কথাই পড়ি আমরা
ঠাকুরমার ঝুলিতে এমন শাকচুন্নীর কথাই পড়ি আমরা
৭/১০
পা দুলিয়ে বসে থাকে সে কোনো পুরনো দালান বা পাঁচিলে
পা দুলিয়ে বসে থাকে সে কোনো পুরনো দালান বা পাঁচিলে
৮/১০
বিরহ আর না পাওয়ার বেদনাইয় বিষন্ন থাকে সে
বিরহ আর না পাওয়ার বেদনাইয় বিষন্ন থাকে সে
৯/১০
হঠাৎ রক্ত জল করা হাসিতে ফেটে পড়ে আবার
হঠাৎ রক্ত জল করা হাসিতে ফেটে পড়ে আবার
১০/১০
আলতা আর লাল চুড়ি পরা এই হাত কখন যে গলা চিপে ধরে বা ঘাড় মটকে দেয় কে জানে!
আলতা আর লাল চুড়ি পরা এই হাত কখন যে গলা চিপে ধরে বা ঘাড় মটকে দেয় কে জানে!

ফটোগ্রাফি: অনিক মজুমদার

লাইটস: শুভ্রদেব হালদার

রূপ ও কেশসজ্জা: আব্রাহাম আহাম্মেদ অপু

শাড়ি: রঙ বাংলাদেশ

গয়না: পোশাক বাই তান্নাস

লোকেশন: দোতলা ( ফ্যাশনের সুপরিচিত যৌথ উদ্যোগ)

মডেল: অরণী

বিশেষ কৃতজ্ঞতা: দোতলাবাসী

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৪, ১৬: ৩০
বিজ্ঞাপন