বহুল প্রতীক্ষিত বার্ষিক উৎসব—বইমেলা এখন লেখক ও পাঠকদের সমাগমে মুখর। বইয়ের পাশাপাশি প্রকাশনা সংস্থাগুলোর বিভিন্ন থিমে সাজানো দৃষ্টিনন্দন প্যাভিলিয়নগুলো সবাইকে বেশ আকৃষ্ট করছে। কেউ বইমেলায় বই কিনছেন, আবার কেউ পছন্দের স্টলের সামনে নিজেকে স্মৃতিবন্দী করে নিচ্ছেন। ছবির গল্পে এবারের বইমেলার কিছু চোখজুড়ানো প্যাভিলিয়ন ও স্টল দেখে আসি চলুন। ছবিগুলো তুলেছেন অনিক মজুমদার।