দৃষ্টিনন্দন থিমে সাজানো বইমেলার প্যাভিলিয়ন: পর্ব ২
শেয়ার করুন
ফলো করুন

বহুল প্রতীক্ষিত বার্ষিক উৎসব—বইমেলা এখন লেখক ও পাঠকদের সমাগমে মুখর। বইয়ের পাশাপাশি প্রকাশনা সংস্থাগুলোর বিভিন্ন থিমে সাজানো দৃষ্টিনন্দন প্যাভিলিয়নগুলো সবাইকে বেশ আকৃষ্ট করছে। কেউ বইমেলায় বই কিনছেন, আবার কেউ পছন্দের স্টলের সামনে নিজেকে স্মৃতিবন্দী করে নিচ্ছেন। ছবির গল্পে এবারের বইমেলার কিছু চোখজুড়ানো প্যাভিলিয়ন ও স্টল দেখে আসি চলুন। ছবিগুলো তুলেছেন অনিক মজুমদার

১/১৬
টালিবাড়ির আদলে তৈরি হয়েছে বাতিঘরের প্যাভিলিয়নটি। তিন দিকে খোলা রেখে পেছনের অংশে ব্যবহার করা হয়েছে সবুজ বাঁশের দেয়াল।
টালিবাড়ির আদলে তৈরি হয়েছে বাতিঘরের প্যাভিলিয়নটি। তিন দিকে খোলা রেখে পেছনের অংশে ব্যবহার করা হয়েছে সবুজ বাঁশের দেয়াল।
২/১৬
বিজ্ঞাপন
৩/১৬
জ্ঞানকোষ প্রকাশনীর সাদামাটা জমিনে ফুটে উঠেছে নানা ধরনের আঁকিবুঁকি। একতারা হাতে বাউল, মাছ বিক্রেতা, জুমচাষি, সুন্দরবনের চিত্র, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, ক্রিকেট খেলার মতো নানা সময় উঠে এসেছে স্টলটির ওপর ও নিচের অংশে।
জ্ঞানকোষ প্রকাশনীর সাদামাটা জমিনে ফুটে উঠেছে নানা ধরনের আঁকিবুঁকি। একতারা হাতে বাউল, মাছ বিক্রেতা, জুমচাষি, সুন্দরবনের চিত্র, মুক্তিযুদ্ধ, বিজয় দিবস, ক্রিকেট খেলার মতো নানা সময় উঠে এসেছে স্টলটির ওপর ও নিচের অংশে।
বিজ্ঞাপন
৪/১৬
বাংলাদেশি ও বাংলা ভাষার কমিকস প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঢাকা কমিকস’। স্টলটির ওপরের অংশ সেজে উঠেছে দুর্জয়, তনু, ইব্রাহিম, রুহান, রিশাদের মতো বিখ্যাত সব কমিক ক্যারেক্টারের ছবির কোলাজ দিয়ে। নিচতলার মূল বিক্রয়কেন্দ্রে আছে বই রাখার তাক। লাল রং পেয়েছে প্রাধান্য।
বাংলাদেশি ও বাংলা ভাষার কমিকস প্রকাশনা প্রতিষ্ঠান ‘ঢাকা কমিকস’। স্টলটির ওপরের অংশ সেজে উঠেছে দুর্জয়, তনু, ইব্রাহিম, রুহান, রিশাদের মতো বিখ্যাত সব কমিক ক্যারেক্টারের ছবির কোলাজ দিয়ে। নিচতলার মূল বিক্রয়কেন্দ্রে আছে বই রাখার তাক। লাল রং পেয়েছে প্রাধান্য।
৫/১৬
আগামী প্রকাশনীর স্টলটি বেশ ছিমছাম। হলুদ, সাদা রং গুরুত্ব পেয়েছে। সাদা ডাইসের ওপর নিখুঁতভাবে খোদাই করা ফুল, পাতা, মাছ, নৌকার মতো নানা মোটিফ। স্টলের ভেতরে আছে বড় আকারের বুকশেলফ।
আগামী প্রকাশনীর স্টলটি বেশ ছিমছাম। হলুদ, সাদা রং গুরুত্ব পেয়েছে। সাদা ডাইসের ওপর নিখুঁতভাবে খোদাই করা ফুল, পাতা, মাছ, নৌকার মতো নানা মোটিফ। স্টলের ভেতরে আছে বড় আকারের বুকশেলফ।
৬/১৬
৭/১৬
চৈতন্য প্রকাশনীর চোখজুড়ানো এ স্টলটি পুরোটাই রাঙানো হয়েছে রিকশাচিত্রের থিমে। স্থান পেয়েছে নানা ধরনের ফ্লোরাল মোটিফ।
চৈতন্য প্রকাশনীর চোখজুড়ানো এ স্টলটি পুরোটাই রাঙানো হয়েছে রিকশাচিত্রের থিমে। স্থান পেয়েছে নানা ধরনের ফ্লোরাল মোটিফ।
৮/১৬
৯/১৬
উপকথার ছোট্ট স্টলটি বেশ ছিমছাম। ভেতরের দেয়ালে আলপনার নকশায় স্থান পেয়েছে। সামনের অংশে সাদা তুলির আঁচড়ে আরও জায়গা করে নিয়েছে বিড়াল, নবাব সিরাজউদ্দৌলা, ঘড়ির মতো নানা কিছু।
উপকথার ছোট্ট স্টলটি বেশ ছিমছাম। ভেতরের দেয়ালে আলপনার নকশায় স্থান পেয়েছে। সামনের অংশে সাদা তুলির আঁচড়ে আরও জায়গা করে নিয়েছে বিড়াল, নবাব সিরাজউদ্দৌলা, ঘড়ির মতো নানা কিছু।
১০/১৬
পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এই দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব স্টলটি আকাশ প্রকাশনীর।
পুরোটাই বাঁশ দিয়ে তৈরি এই দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব স্টলটি আকাশ প্রকাশনীর।
১১/১৬
শিশুদের জন্য কিচিরমিচিরের এই প্যাভিলিয়নটি সাজানো হয়েছে হালুম, ইকরি, টুকটুকির মতো সিসিমপুরের সব চরিত্রদের নিয়ে।
শিশুদের জন্য কিচিরমিচিরের এই প্যাভিলিয়নটি সাজানো হয়েছে হালুম, ইকরি, টুকটুকির মতো সিসিমপুরের সব চরিত্রদের নিয়ে।
১২/১৬
নিচের অংশে ছোটদের জন্য সাজানো আছে মজার সব বই।
নিচের অংশে ছোটদের জন্য সাজানো আছে মজার সব বই।
১৩/১৬
গল্প, আড্ডা কিংবা বই পড়ার জন্য অ আর ক খ-এর এই কর্নারটিতে বসতে পারেন। পুরোটাই পাটের চট দিয়ে সাজানো। আছে আলপনার নকশা।
গল্প, আড্ডা কিংবা বই পড়ার জন্য অ আর ক খ-এর এই কর্নারটিতে বসতে পারেন। পুরোটাই পাটের চট দিয়ে সাজানো। আছে আলপনার নকশা।
১৪/১৬
উরকির ছোট্ট স্টলটিতে নজর কাড়ছে পাটের তৈরি চটের ব্যবহার।
উরকির ছোট্ট স্টলটিতে নজর কাড়ছে পাটের তৈরি চটের ব্যবহার।
১৫/১৬
ভাষাচিত্রের এই প্যাভিলিয়নটি বাহুল্যবর্জিত আর বেশ পরিপাটি। হলুদ-কালো রং আলাদা সৌন্দর্য এনেছে।
ভাষাচিত্রের এই প্যাভিলিয়নটি বাহুল্যবর্জিত আর বেশ পরিপাটি। হলুদ-কালো রং আলাদা সৌন্দর্য এনেছে।
১৬/১৬
একুশের সাদা, কালো, লাল রংকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে অক্ষরবৃত্তের স্টল। বিশেষ আকর্ষণ কাড়ছে বাংলা বর্ণমালা।
একুশের সাদা, কালো, লাল রংকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে অক্ষরবৃত্তের স্টল। বিশেষ আকর্ষণ কাড়ছে বাংলা বর্ণমালা।
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২: ০০
বিজ্ঞাপন