সুবাসিত ঘরের জন্য সুগন্ধি মোমবাতি
শেয়ার করুন
ফলো করুন

দিন শেষে আমরা ফিরে যাই যে যার ঘরে। নিজের ঘরই আমাদের সবচেয়ে স্বাচ্ছন্দ্যের জায়গা। তাই আমরা চেষ্টা করি আমাদের ঘরটিকে মনের মতো করে সাজাতে। সারা দিনের ক্লান্তি আর অবসাদ ধীরে ধীরে দূর করে নিজের চিরচেনা ঘরটির পরিবেশ। আমাদের মন ভালো রাখতে বাড়ির সতেজ ও প্রাণবন্ত পরিবেশের ভূমিকা অপরিসীম। ছোটবেলায় লোডশেডিংয়ের রাতে লম্বা সাদা মোমবাতি জ্বালিয়ে পড়তে বসার স্মৃতি হয়তো আমাদের অনেকেরই আছে।

একসময় শুধু সাদা রঙের লম্বা মোমবাতিই দেখা যেত বাজারে। ব্যবহার করা হতো অন্ধকার তাড়াতে। তবে সময়ের সঙ্গে মোমবাতির নকশায় এসেছে নতুনত্ব। এর আকার, আকৃতি ও ধরনে এসেছে নানা পরিবর্তন। একসময়ের প্রয়োজনীয় এই মোমবাতি এখন হয়ে উঠেছে ঘর সাজানোর শৌখিন অনুষঙ্গ। ঘরে স্নিগ্ধ ও নরম আলো দেওয়ার পাশাপাশি ঘরের বাতাস মিষ্টি গন্ধে ভরিয়ে তোলে এই সুগন্ধি মোমবাতি।

বিজ্ঞাপন

এখন মোমবাতি তৈরি হচ্ছে নানা রঙে। তার সঙ্গে যুক্ত হচ্ছে নানা রকম বাহারি ডিজাইন। আজকাল দোকানে বিভিন্ন সুগন্ধি মোমবাতি পাওয়া যায়। কিছু মোমবাতি আবার ভাসিয়ে রাখা যায় পানিতেও। এই মোমবাতিগুলো ঘরের পরিবেশকে মনোরম ও আরামদায়ক করে তুলতে সাহায্য করে।

সুগন্ধি মোমবাতি যে শুধু ঘরের সৌন্দর্যই বাড়ায় তা কিন্তু নয়, এর সুবাস সাহায্য করে মন ভালো করতেও। কিনতে গেলে গোলাকার, চারকোনা, পিলারাকৃতি, তারকাকৃতি, পিরামিডাকৃতিসহ পেয়ে যাবেন নানা ফুল-ফলের আকৃতির নকশাদার মোম।

আবার বাজারে দেখা যায় গ্লাস-জার মোম নামের একপ্রকার মোম, যেখানে কাচের জারের ভেতরে থাকে বাহারি রঙের সব মোমবাতি। লাল, নীল, সবুজ, সাদা, কমলা, বেগুনি, আকাশিসহ নানা রঙে পাবেন এসব গ্লাস-জার মোমবাতি।

এ ছাড়া বাজারে মেলে জেলি ক্যান্ডেল। সুগন্ধির ক্ষেত্রেও আছে মোমবাতির নানা প্রকারভেদ, যার মধ্যে রয়েছে জেসমিন, গোলাপ, লেবু, ক্যারিবিয়ান ড্রিম, অপিয়াম সুগন্ধির মোমবাতি।

বিজ্ঞাপন

কোথায় পাবেন

নিজের মনের মতো মোমবাতি পেয়ে যাবেন আড়ং, হলমার্ক, মিনিসোসহ বিভিন্ন বিপণিবিতান আর গিফট শপে। ধরনভেদে মোমবাতিগুলো পেয়ে যাবেন ৩০ থেকে ১ হাজার ৫০০ টাকার মধ্যে।

নিজেই বানিয়ে নিন বাহারি সুগন্ধি মোমবাতি

সবচেয়ে চমৎকার বিষয় হলো আপনি চাইলে নিজেই বানিয়ে নিতে পারেন বাহারি সুগন্ধি মোমবাতি।

১। শুরুতেই ঠিক করে নিন কেমন আকারের মোমবাতি বানাতে চান। এরপর মোমবাতির আকার অনুযায়ী পাত্র বেছে নিন।

২। মোমবাতি বানানোর জন্য প্রয়োজনীয় পরিমাণে মোম নিয়ে নিতে হবে। তবে খেয়াল রাখবেন, যেন মোম বানাতে গিয়ে মেঝে নষ্ট না হয়। সে ক্ষেত্রে মেঝেতে খবরের কাগজ বিছিয়ে নেওয়া যেতে পারে।

৩। এরপর ইন্ডাকশন ওভেন বা স্টোভে মোম গরম করে নিন। তা সম্ভব না হলে চুলায় একটি বড় পাত্রে মোম গলিয়ে নিতে পারেন।

৪। রঙিন মোম বানানোর ক্ষেত্রে মোম গরম করার সময় কয়েক ফোটা রং মিশিয়ে নিতে হবে। এরপর ধীরে ধীরে সুগন্ধি তেল মিশিয়ে নাড়তে হবে রঙিন মোমে সুগন্ধ যোগ করতে।

৫। এবার যে পাত্রে মোম বানাবেন, সে পাত্রের ঠিক মাঝখানে পলতে লাগিয়ে নিতে হবে। তারপর ধীরে ধীরে গলানো মোম পাত্রে ঢেলে নিতে হবে। যেহেতু মোম গরম থাকা অবস্থাতেই পাত্রে ঢালতে হয়, তাই এ সময় খুব সাবধানতা অবলম্বন করতে হবে।

৬। এবার অপেক্ষা করুন মোম ঠান্ডা হওয়ার জন্য। এভাবে সহজেই তৈরি হয়ে যাবে আপনার নিজের হাতে বানানো পছন্দের সুগন্ধি মোমবাতি।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৪, ১৩: ০৭
বিজ্ঞাপন