বর্ষাকালে যত্নে থাকুক প্রিয় বইগুলো
শেয়ার করুন
ফলো করুন

বইয়ের প্রতি তীব্র ভালো লাগা কাজ করে আমাদের অনেকেরই। তাই তো হাতখরচের টাকা জমিয়ে নীলক্ষেতের বইয়ের রাজ্যের অলিগলি থেকে শুরু করে অনলাইনে ঘুরে ঘুরে বই কেনার শখ থাকে বইপ্রেমীদের। একেকটি নতুন বই মনের মধ্যে অনাবিল আনন্দ ও মানসিক প্রশান্তি নিয়ে আসে। হাতের কাছে প্রযুক্তির হাতছানির যুগেও বই নিয়ে সারা দিন দিব্যি পড়ে থাকেন বইপোকারা।

তবে শুধু বই পড়লেই চলবে না, বইয়ের যত্ন ও বই আগলে রাখার ব্যাপারেও বিশেষ খেয়াল রাখতে হবে। আসলে বইপ্রেমীদের জন্য বইয়ের সংগ্রহশালা হচ্ছে এক অনন্য জগৎ। আর এই জগৎকে ভালো রাখার জন্য করতে হবে নিয়মিত কিছু তদারকি। সঠিক যত্নে যেকোনো বই সহজেই বছরের পর বছর টিকে থাকতে সক্ষম। তবে কীভাবে নেবেন বইয়ের সঠিক যত্ন?

বিজ্ঞাপন

প্রতিদিন না হলেও সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন বইয়ের ধুলা পরিষ্কার করুন।
আলমারি অথবা তাকে বইয়ের সাইজ অনুযায়ী প্রতিটি বই পরপর গুছিয়ে রাখুন।
খেতে খেতে বইপড়ার অভ্যাস থাকলে, তা পরিহার করতে হবে। কেননা এতে অসাবধানতাবশত বইয়ের পাতায় ঝোল-তরকারি লেগে যাওয়ার ভয় থাকে।
বইয়ের যে পাতাটি পড়ছিলেন সেই পাতায় ফিরে যেতে, পাতা ভাঁজ করার পরিবর্তে বুকমার্ক ব্যবহার করুন।

পোকার উপদ্রব থেকে বাঁচাতে বইয়ের পাতার ভাঁজে ভাঁজে নিমপাতা রাখতে পারেন, অথবা তাকের কোনায় কোনায় ন্যাপথলিন বলও রেখে দিতে পারেন।
বইয়ের পাতা ছিঁড়ে গেলে তৎক্ষণাৎ যেকোনো ধরনের আঠা দিয়ে জুড়ে দেওয়া ঠিক নয়, এতে বইয়ের আরও ক্ষতির আশঙ্কা থেকে যায়। এ ক্ষেত্রে যাঁরা বই বাঁধাইয়ের সঙ্গে যুক্ত, তাঁদের পরামর্শ নিন।

বিজ্ঞাপন

মাঝেমধ্যে বই বের করে রোদে শুকাতে দিন। এতে করে বইয়ের ভ্যাপসা গন্ধটা থাকবে না এবং পোকার উপদ্রবও কম হবে।সুন্দর গন্ধের জন্য বইয়ের পাতার মধ্যে তেজপাতা শুকিয়ে রেখে দিতে পারেন।

বইয়ে মলাট দিয়ে রাখতে পছন্দ করেন না অনেকেই। কিন্তু বর্ষাকালের কয়েকটি দিন বইয়ে মলাট দিয়ে রাখলে ভালো। বই ভালো রাখতে আলমারিতে রাখার আগে ব্রাউন পেপার দিয়ে ভালো করে মলাট দিয়ে রাখুন। এতে অনেক দিন ভালো থাকবে বই।
একভাবে আলমারিতে বন্দী হয়ে থাকতে থাকতে বইও হাঁপিয়ে ওঠে। বই ভালো রাখতে মাঝেমধ্যে আলমারি থেকে নামিয়ে আলো-বাতাস খেলে, এমন জায়গায় বইগুলো রাখুন। মাঝেমধ্যে বইয়ের আলমারির পাল্লা খুলে রাখুন। এতে বইগুলো বাতাস পাবে।
বইয়ের শেলফে বুক এন্ড রাখলে ভালো। এতে বইগুলো সাপোর্ট পায় আর বেশি দিন টেকে।

প্রকাশ: ১২ আগস্ট ২০২৩, ১৬: ০০
বিজ্ঞাপন