লিংকডইন-এর মাধ্যমে আপনি যেভাবে পেশাগত জীবনে অভাবনীয় সাফল্য পেতে পারেন
শেয়ার করুন
ফলো করুন

লিংকডইন হলো ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সামাজিক যোগাযোগমাধ্যম। কিন্তু একে প্রফেশনাল নেটওয়ার্কিং মাধ্যম বলাই শ্রেয়। পেশাগত জীবনে লিংকডইনের গুরুত্ব দিন দিন বেড়েই চলেছে। এক জরিপে দেখা গেছে বর্তমান করপোরেট জগতে ৭৮ শতাংশ নিয়োগকর্তা প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ে লিংকডইনের সহায়তা নেন। বিশ্বজুড়ে ৬০ কোটিরও বেশি মানুষ লিংকডইন ব্যবহার করছেন। আর কর্মজীবনে সফল হওয়ার জন্য বর্তমান সময়ে লিংকডইনের গুরুত্ব বেড়েই চলছে।

একটি ভালো লিংকডইন প্রোফাইল আপনার ক্যারিয়ারের জন্য অন্যতম ঢাল হিসেবে কাজ করবে। বিভিন্ন পেশাদারদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এটি একটি শ্রেষ্ঠ মাধ্যম। মাধ্যমটি বৃহৎ নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। আপনার জব সেক্টরে কাজ করে বা আপনার কাজের সঙ্গে সংশ্লিষ্ট, এমন অনেক মানুষের সঙ্গে যুক্ত হতে পারবেন এ প্ল্যাটফর্মে। তাদের সঙ্গে যোগাযোগ ও নেটওয়ার্কিং বৃদ্ধির একটি মাধ্যম এই লিংকডইন। লিংকডইনে কানেক্ট রিকোয়েস্ট পাঠিয়ে যুক্ত হতে পারেন যে কারও সঙ্গে। বিভিন্ন কোম্পানির ম্যানেজার বা এইচআরের সঙ্গে যুক্ত হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হতে পারে এ প্ল্যাটফর্ম। এর মাধ্যমে তাঁদের পোস্ট করা যেকোনো জব অফার সহজেই আপনার ফিডে চলে আসবে। আর আপনি সহজেই সেগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এ ছাড়া তাদের অনেক ক্যারিয়ার টিপস আপনার কর্মজীবনে সহায়ক ভূমিকা পালন করবে।

বিজ্ঞাপন

একটি ভালো লিংকডইন প্রোফাইল আপনার কর্মজীবনকে প্রতিফলিত করে। আপনার ক্যারিয়ারের আয়না হিসেবে কাজ করে এটি। একে অনেকটা ডিজিটাল সিভিও বলা যায়। আপনার কর্মজীবনের সব অর্জন, প্রাপ্তি সব একটি ভালো লিংকডইন প্রোফাইলে ফুটে ওঠে। আপনার অর্জিত বিভিন্ন প্রফেশনাল সার্টিফিকেটও এখানে ডিজিটালি সংরক্ষণ করতে পারেন। আপনার প্রোফাইলের লিংক থেকে যে কেউ এসব সার্টিফিকেট দেখতে পারবেন। আপনাকে আর ফাইল ভর্তি ফটোকপি নিয়ে দৌড়াতে হবে না। আপনার প্রোফাইলের সার্টিফিকেট অপশনেই সব সার্টিফিকেটগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন।

লিংকডইন প্রোফাইলে আপনার স্কিলসগুলোও তুলে ধরতে পারবেন। আপনি কী কী কাজে দক্ষ, তা সুন্দরভাবে গুছিয়ে উপস্থাপন করতে পারবেন এখানে। এমনকি বিভিন্ন স্কিল টেস্ট দেওয়ারও সুযোগ রয়েছে। এসব টেস্টের মাধ্যমে ডিজিটালি আপনার দক্ষতা উপস্থাপন করা যাবে। এ ছাড়া বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের রিকোমেন্ডেশনও নিতে পারবেন এ প্ল্যাটফর্মের মাধ্যমে।

নতুন চাকরি খোঁজার ক্ষেত্রেও লিংকডইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রতিনিয়ত এখানে জব পোস্ট করা হয়। নিয়মিত খোঁজখবর রাখলে সর্বশেষ জব সার্কুলার সম্পর্কে জানা যায়। এসব পোস্টে শুধু অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই ওই চাকরিতে আপনার আবেদন সম্পন্ন হয়ে যাবে। নিয়োগকর্তা আপনার প্রোফাইল দেখে আপনাকে ইন্টারভিউতে কল করতে পারবেন। সুতরাং বলাই যায়, এখানে যাঁর প্রোফাইল যত বেশি সমৃদ্ধ, তাঁর চাকরি পাওয়ার সম্ভাবনা তত বেশি।

বিজ্ঞাপন

লিংকডইনে অনেক প্রফেশনালদের গ্রুপ থাকে। আপনি যে ধরনের কাজ করতে চান, সে কাজের সঙ্গে সম্পর্কিত গ্রুপগুলো খুঁজে বের করে সেগুলোতে যোগ দিন। গ্রুপের পোস্টগুলোতে নিয়মিত চোখ রাখুন। পারলে নিজে পোস্ট করুন। এতে করে নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি হবে। তবে কোনো গ্রুপে জয়েন করার সময় দেখে নিন গ্রুপটি অ্যাকটিভ কি না। না হলে শুধু সময়ের অপচয় হবে।

বর্তমান সময়ে লিংকডইন অ্যাকাউন্টকে এক প্রকার স্মার্টনেস হিসেবে দেখা হয়। সাধারণ সিভির চেয়ে লিংকডইন প্রোফাইল আপনার চাকরি পাওয়ার সম্ভাবনা কয়েক গুণ বাড়িয়ে দেয়। তাই আজই একটি প্রফেশনাল লিংকডইন অ্যাকাউন্ট তৈরি হতে পারে আপনার ক্যারিয়ারের জন্য একটি বড় পদক্ষেপ।

ছবি: পেকজেলসডটকম

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ১২: ৪৮
বিজ্ঞাপন