পরিচিত, আলোচিত ও রহস্যময় অন্ধ বুলগেরিয়ান জ্যোতিষী বাবা ভাঙ্গা। তিনি মারা গিয়েছেন ১৯৯৬ সালে। কিন্তু ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন ২০২৫ সালেরও। তাঁর অনেক ভবিষ্যদ্বাণী ফলেছে অক্ষরে অক্ষরে। তাই মৃত্যুর এত বছর পরেও তাঁর গণনাকে এত গুরুত্ব দেওয়া হয়। সেই বহুকাল আগেই ২০২৫ সাল নিয়ে শুধু নয়, কোন রাশির লোকেরা বেশি সফল ও ধনী হবে সেই ভবিষ্যদ্বাণী করে গিয়েছেন তিনি। আপনিও কী তাদের একজন কিনা দেখে নিন এক নজরে।
২১ মার্চ থেকে ১৯ এপ্রিলে যারা জন্মেছেন তাঁরা মেষরাশির। প্রগতিশীল ও উচ্চাকাঙ্ক্ষী স্বভাব এই রাশির মানুষকে জীবনে সফল হতে সাহায্য করে। বাবা ভাঙ্গার মতে এই রাশিচক্রের লোক ২০২৫ সালে বিভিন্ন ক্ষেত্রে সফল হবে ও আর্থিক উন্নতি সাধন করবে। বাবা ভাঙ্গার মতে, এবছর মহাজাগতিক আশীর্বাদ পাবে যে সকল রাশি তাদের অন্যতম এই মেষরাশি।
এপ্রিল ২০ থেকে মে ২০- বৃষ রাশিচক্র হিসেবে পরিচিত। এই রাশির মানুষেরা তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও বিনম্র প্রকৃতির জন্য পরিচিত। বাবা ভাঙ্গা ভবিষ্যদ্বাণী করেছেন ২০২৫ সালে বৃষ জাতকরা তাদের পরিশ্রমের ফল পাবেন। তাদের দীর্ঘমেয়াদি বিনিয়োগ ক্যারিয়ারে শুধু সাফল্য নয়, সঙ্গে আনবে উল্লেখযোগ্য আর্থিক প্রবৃদ্ধিও।
জুন ২১ থেকে জুলাই ২২-এ জন্ম নেওয়া লোকেরা কর্কট রাশির অন্তর্ভুক্ত। এ রাশিচক্রের মানুষেরা সঠিক সিদ্ধান্ত নিয়ে সকল সমস্যা অতিক্রম করবে সহজেই। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী কর্কটরাশির লোকেরা আর্থিক সমৃদ্ধি অর্জন করবে এবছর। সঠিক বিনিয়োগ ও সৃজনশীল কাজ তাদের অগ্রগতি এনে দিবে।
মে মাসের ২১ তারিখ থেকে জুনের ২১ তারিখ পর্যন্ত যারা জন্মেছেন তাদের রাশি মিথুন। এই রাশির লোকেদের সব পরিস্থিতিতে খাপ খাওয়ানোর ক্ষমতা ও নেটওয়ার্কিং দক্ষতা বেশি থাকে। ২০২৫ সালে তাদের এই সক্ষমতাগুলো ক্যারিয়ারে সাফল্য আনবে বলে ভবিষ্যদ্বাণী করেছেন বাবা ভাঙ্গা।
জানুয়ারির ২০ থেকে ফেব্রুয়ারির ১৮ তারিখে যারা জন্মায় তারা কুম্ভ রাশির অন্তর্ভুক্ত। বাবা ভাঙ্গার ভবিষ্যদ্বাণী অনুযায়ী, বাকি ৪টি রাশির লোকের মত ২০২৫ সাল তাদের জন্যও সৌভাগ্য বয়ে আনবে। প্রযুক্তি, আর্ট ও গতানুগতিক ধারার বাইরের চাকরি কিংবা ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবে এ রাশির লোকেরা।