৬টি কৌশল কমাবে কেনাকাটার  অপ্রয়োজনীয় খরচ
শেয়ার করুন
ফলো করুন

শপিং করতে গিয়ে নতুন আকর্ষণীয় পণ্য হয়তো আপনার চোখকে সাময়িক শান্তি দেয়। আর এই শান্তিই আপনার বাজেটের বারোটা বাজিয়ে দেয়। অনেকেই বাসা থেকে নির্দিষ্ট বাজেট ও পরিকল্পনা নিয়ে শপিংয়ে যান, কিন্তু শপিং মলের চোখধাঁধানো সব পণ্যের উপস্থিতিতে প্রভাবিত হয়ে হারিয়ে ফেলেন বাজেটের লাগাম।
মাস শেষে যখন খরচের পাল্লাটা বড় হয়ে যায়। তখন বিশ্লেষণে দেখা যায়, প্রতি শপিংয়ে কেনা হয়ে গেছে অপ্রয়োজনীয় অনেক জিনিস। এখানে ছয়টি টিপস সম্পর্কে জানব, যা আপনার অপ্রয়োজনীয় খরচ কমাতে ভূমিকা রাখতে পারে—

বাজেটে অনড় থাকা

অপ্রয়োজনীয় খরচ কমানোর প্রথম ধাপ হলো বাজেট তৈরি করা। শপিংয়ে যাওয়ার আগে শপিংয়ের জন্য নির্দিষ্ট বাজেট তৈরি করুন। আজকের দিনের বাজারের লিস্ট দেখে আনুমানিক বাজেট সেট করে বাজারে যাবেন এবং যথাসাধ্য চেষ্টা করতে হবে বাজেটের বাইরে কোনো কিছু না কেনার জন্য। বাজেটই আপনাকে বান্তবতায় থাকতে সাহায্য করবে। সেই সঙ্গে অপ্রয়োজনীয় খাতগুলো বাদ দিতে সহায়তা করবে।

শপিংয়ে কার্ড বাদ দিয়ে ক্যাশ ব্যবহার করা

শপিংয়ে ক্যাশ টাকার ব্যাবহার আপনার খরচ অনেকটা কমাতে পারে। আমরা অনেকেই ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যাবহার করি শপিংয়ের ক্ষেত্রে। কিন্তু এসব কার্ড আমাদের অসীম খরচের সুযোগ সৃষ্টি করে দেয়। তাই কার্ড সঙ্গে থাকলে মানুষ তুলনামূলক বেশি খরচ করে। কেননা মনস্তাত্ত্বিক দিক থেকে বলা হয়, কার্ডের চেয়ে মানুষ নগদ টাকা খরচ করতে বেশি কষ্ট পায়। সম্ভব হলে শপিংয়ে যাওয়ার সময় কার্ডটি বাসায় রেখে যান এবং নির্দিষ্ট বাজেটের পরিমাণ ক্যাশ নিয়ে যান।

বিজ্ঞাপন

অনলাইন শপিংকে না বলুন

২০২৪ সালে বৈশ্বিক ই-কমার্সের বিক্রি বেড়েছে প্রায় ৭ ট্রিলিয়ন ডলার। অনলাইন শপিংয়ের প্রলোভন বেড়েই চলছে দিন দিন। আপনি যা চান, তা–ই অনলাইনের মাধ্যমে চলে আসছে আপনার নখদর্পণে। অনলাইনে আকর্ষণীয় কিছু দেখলেই চাপ পড়ে যাচ্ছে পেমেন্ট বাটনে আর সেখানে সেভ করে রাখা অপশন থেকে সহজে সম্পন্ন হচ্ছে কেনাকাটা। এতে আমাদের খরচ বাড়ছে বহুগুণ। অনলাইন শপিংয়ের লোভ সামলানো আমাদের জন্য কঠিন হয়ে দাঁড়াচ্ছে। এ থেকে মুক্তি পেতে প্রথমে আমাদের ফোন থেকে শপিং অ্যাপ আনইন্সটল করতে হবে। শপিং অ্যাড দেয়, এমন ওয়েবসাইট ব্লক করে রাখতে হবে। এ ছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের কার্ডের ইনফরমেশন সেভ করে না রাখা। এতে ঝামেলাহীন পেমেন্ট করার সহজলভ্যতায় অনেক অপ্রয়োজনীয় শপিংও হয়ে যাচ্ছে আজকাল।

প্রমোশনাল মার্কেটিং ই–মেইল আনসাবস্ক্রাইব করা

আপনি যদি অনলাইন থেকে একবার কোনো কিছু কেনেন, তখন প্রতিষ্ঠানগুলো আপনার তথ্য সংরক্ষণ করে। পরে আপনার মেইলে ক্রমাগত প্রমোশলান মেইল দিতে থাকে। নানা আকর্ষণীয় ও লোভনীয় অফার তারা পাঠাতে থাকে। এসব মেইল আপনাকে নতুন পণ্য কেনার দিকে তাড়িত করে। এতেও অনেক সময় বেড়ে যায় আপনার খরচের লিস্ট। তাই এসব মেইল আনসাবস্ক্রাইব করা হতে পারে বুদ্ধিমানের কাজ।

বিজ্ঞাপন

অপ্রয়োজনীয় কেনাকাটায় নিজেকে সময় বেঁধে দিন

আপনি যদি বুঝতে পারেন, আপনি অপ্রয়োজনীয় কেনাকাটায় বেশি ঝুঁকছেন। তাহলে এটি আপনার জন্য সবুজ সংকেত। এখন থেকে আপনি কোনো কিছু কেনার আগে নিজেকে সময় বেঁধে দিন। হতে পারে দুই থেকে পাঁচ দিন। এ সময়ে আপনি আরও কয়েকবার ভাবুন, জিনিসটি আসলেই আপনার প্রয়োজন কি না। এ টাকা অন্য জায়গায় খরচ করা আপনার জন্য কার্যকর হবে কি না। ভাবার পর যদি আসলেই মনে করেন যে জিনিসটি আপনার দরকার, তবেই কিনুন। হুট করে সিদ্ধান্ত নিয়ে কোনো জিনিস না কেনা ভালো।

প্রয়োজনে কারও সাপোর্ট নিন

যদি বুঝতে পারেন যে আপনি কেনাকাটায় আসক্ত হয়ে পড়ছেন, তবে কারও সহায়তা নিন। বিষয়টি আপনার পরিবার বা বন্ধুমহলের কাউকে জানান। এমন বিশ্বস্ত কাউকে নির্বাচন করুন, যাঁর কাছে আপনাকে খরচের জন্য জবাবদিহি করতে হবে। পাশাপাশি তিনি আপনাকে অতিরিক্ত খরচে নিরুৎসাহিত করবেন।

সোর্স: দ্য সিম্পলিসিটি হ্যাবিট

ছবি: ফ্রিপিক

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১৪: ২৩
বিজ্ঞাপন