চ্যাটজিপিটি যেভাবে আপনার হয়ে অনলাইন শপিং করতে পারে
শেয়ার করুন
ফলো করুন

এআই চ্যাটবট চ্যাটজিপিটির নতুন শপিং ফিচার ব্যবহারকারীদের জন্য পণ্যের মূল্য, রিভিউ এবং কিনতে পারার সরাসরি লিংক খুঁজে বের করবে। যা অনলাইন কেনাকাটায় আরও সহজ করে তুলবে। এই ফিচার চালু করে চ্যাটজিপিটির মূল প্রতিষ্ঠান ওপেন এআই জানিয়েছে, এখানে দেখানো পণ্য নির্বাচন করা হবে সম্পূর্ণ স্বাধীনভাবে, কোনো বিজ্ঞাপনের ভিত্তিতে নয়।

ওপেন এআই ২০২২ সালে এআই প্রযুক্তিতে বিপ্লব ঘটিয়ে বিশ্বজুড়ে আলোড়ন তোলে। এরপর ২০২৩ সালে তারা চালু করে নিজস্ব সার্চ টুল। যা খুব অল্প সময়ের মধ্যেই ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। গত সপ্তাহেই এই টুলে হয়েছে এক বিলিয়নের বেশি ওয়েব সার্চ। এখন শপিং ফিচার যুক্ত হওয়ার মাধ্যমে ওপেন এআই সরাসরি প্রতিযোগিতায় নামছে গুগল, অ্যামাজন এবং নিউ ইয়র্ক টাইমসের মতো রিভিউভিত্তিক সাইটগুলোর সঙ্গে। বর্তমানে গুগল সার্চ বাজারের প্রায় ৮৯% নিয়ন্ত্রণ করলেও, তাদের অংশীদারত্ব সাম্প্রতিক সময়ে ধীরে ধীরে কমে আসছে। এদিকে, অ্যামাজন ইতিমধ্যেই তাদের নিজস্ব জেনারেটিভ এআই শপিং অ্যাসিস্ট্যান্ট চালু করেছে, আর প্রতিদ্বন্দ্বী এআই ফার্ম পারপ্লেক্সিটিও শপিং টুল নিয়ে কাজ করছে।

বিজ্ঞাপন

ওপেন এআই জানিয়েছে, তাদের লক্ষ্য হচ্ছে ব্যবহারকারীদের জন্য পণ্য খোঁজা, তুলনা করা ও কেনাকাটা আরও দ্রুত ও সহজ করে তোলা। এই ফিচার সব ব্যবহারকারীর জন্য উন্মুক্ত করা হলেও, সম্পূর্ণ ভাবে কাজ শুরু করতে কয়েকদিন সময় লাগবে।

এই শপিং ফিচার ছাড়াও, ওপেন এআই আরও কিছু আপডেট এনেছে তাদের সার্চ প্রোডাক্টে। এর মধ্যে রয়েছে লাইভ খেলার স্কোর জানার সুবিধা। চ্যাটজিপিটি-এর নতুন এই আপডেট অনলাইন অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করবে বলেই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা।

সূত্র: বিবিসি

ছবি: পেকজেলসডটকম

বিজ্ঞাপন
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৫, ০৭: ১৭
বিজ্ঞাপন