মেটার নতুন স্মার্ট চশমা পরে জাকারবার্গ-জন সিনার নাটকীয় ফাইট
শেয়ার করুন
ফলো করুন

জাকারবার্গের উদ্ভাবনী ক্ষমতার শেষ নেই। মেটার সিইও এই টেক জিনিয়াস বেশ কিছুদিন ধরেই একেবারে নতুন আঙ্গিকে স্মার্টগ্লাস বা স্মার্ট প্রযুক্তির রোদচশমা আনার প্রস্তুতি নিচ্ছেন জোরেশোরে। অবশেষে বিখ্যাত চশমার কোম্পানি রে ব্যান আর মেটা মিলে কোল্যাবরেশন করে এই স্মার্ট গ্লাস বানিয়েছে৷ আর সবার সামনে সে সংবাদ জাকারবার্গ বেশ নাটকীয় কায়দাতেই দিয়েছেন বিখ্যাত রেসলার ও হলিউড অভিনেতা জন সিনার সঙ্গে ফাইট করে৷ এতে সঙ্গীত তারকা বেনসন বুনও যোগ দিয়েছেন।

মেটার স্মার্ট চশমা পরে রেসলার জন সিনার সঙ্গে ফাইট করতে প্রস্তুত জাকারবার্গ
মেটার স্মার্ট চশমা পরে রেসলার জন সিনার সঙ্গে ফাইট করতে প্রস্তুত জাকারবার্গ
প্রস্তুত জন সিনা
প্রস্তুত জন সিনা
যোগ দিয়েছেন বেনসন বুনও
যোগ দিয়েছেন বেনসন বুনও


রে ব্যানের চশমাপ্রস্তুতকারী সহযোগী প্রতিষ্ঠান এসিলর লুক্সোটিকার তরফ থেকে বলা হয়েছে এই কোম্পানি আগামী ১০ বছর মেটার সঙ্গে মিলে এমন সব স্মার্ট চশমা বানাবে। মেটার সিইও জাকারবার্গ অবশ্য এই উপলক্ষে এক মারামারির ভিডিও দিয়ে ইন্সটাগ্রামে ঝড় তুলে ফেলেছেন।

বিজ্ঞাপন

এখানে জন সিনা ও বেনসন বুনের সঙ্গে বেশ মজা করতে দেখা যায় তাঁকে। প্রথমেই দেখা যায় জাকারবার্গ আর জন সিনা বেশ উত্তেজনাময় ফাইট করতে উদ্যত হচ্ছেন।

জাকারবার্গ আর জন সিনা বেশ উত্তেজনাময় ফাইটে মত্ত
জাকারবার্গ আর জন সিনা বেশ উত্তেজনাময় ফাইটে মত্ত
আচমকা শুরু হলো সোর্ড ফাইটিং
আচমকা শুরু হলো সোর্ড ফাইটিং

একজন আরেকজনকে মারতে গেলেই জাকারবার্গ ট্রান্সপোর্ট হয়ে যান বেনসন বুনের সঙ্গে তলোয়ার যুদ্ধের দৃশ্যে। পুরোটা সময় ধরে এই তিনজন মেটার স্মার্ট গ্লাস দিয়ে ভিডিও করেছেন এই সবকিছু।

বিজ্ঞাপন

রয়টার্স থেকে জানা যায়, ২০১৯ সাল থেকে রে ব্যানের ট্রেডমার্ক দেওয়া মেটা স্মার্টগ্লাসের দুটি ভার্সন বানানোর কাজ চলছে৷ প্রথম দিকে ক্রেতারা খুব একটা পছন্দ করেন নি এই প্রযুক্তি।

এই সেই প্রতীক্ষিত প্রতীক্ষিত রে ব্যান-মেটা স্মার্ট গ্লাস
এই সেই প্রতীক্ষিত প্রতীক্ষিত রে ব্যান-মেটা স্মার্ট গ্লাস
আগুন নিয়ে খেলার মতো স্টান্ট আছে এখানে
আগুন নিয়ে খেলার মতো স্টান্ট আছে এখানে

তবে সাম্প্রতিক কালে, ২০২৩ সালে স্মার্টগ্লাস নিয়ে আগ্রহ বেড়ে যায় সকলের কয়েক গুণ। এই রে ব্যান-মেটা স্মার্টগ্লাস দিয়ে গান শোনা যাবে, এক টাচে ফোনকল করা যাবে। এআই ফিচারও আছে এতে। এখন দেখা যাক এই ভাইরাল ফাইট সবাইকে কতটা আগ্রহী করে তুলতে পারে এই চশমা কিনতে।

ছবি: মার্ক জাকারবার্গের ইন্সটাগ্রাম ভিডিওর স্ন্যাপশট

সূত্র: হিন্দুস্তান টাইমস

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১৭: ০৬
বিজ্ঞাপন